আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালই আছেন। কিছুদিন যাবত
দেখছি বাংলালিংক ফ্রি নেট এর সমস্যা হচ্ছে। আর এরই মধ্যে বাংলালিংক তাদের সার্ভার m.dhallywood24.com টা ব্লক করে দিয়েছে। হয়ত অনেকেই এটা টের পেয়েছেন। তাই সকল সমস্যার সমাধান নিয়ে আমি আবারো হাজির হলাম।
আগেই আমার মমনের কথা বলে নিই যে ফ্রি নেটের একটা সার্ভার তৈরী করতে অনেক সময়,শ্রম,টাকা ব্যায় হয় আর তা আপনাদের জন্যই করা হয়। কিন্তু আবার এমন অনেকেই আছেন যারা একই সার্ভার নিয়ে প্রতিনিয়ত টিউন করে যান,যার ফলে স্পিড কমে যাই। তাই একটু মাথা খাটিয়ে কিছু চলমান সার্ভার মোডিফাই করে দেখছিলাম আর তাতে দেখলাম যে স্পিড আগের তুলনায় অনেক ভাল। তাই আবারো টিউন লিখতে বসে পড়লাম। প্রথমে *5000*8*3# ডায়াল করে আপনার সিমকে ২জি করে নিন। তারপর নিচের মত সেটিং করে নিন আপনার ফোনে।
Name- Banglalink Free
Apn- blwap
Proxy- 10.10.55.34
Port- 8799
ব্যাস উপরের মত যদি সেটিংটা ঠিকঠাক থাকে তাহলে নিশ্চিন্ত হয়ে যান। এবার এখান থেকে ফাইলটা ডাউনলোড করুন । আর ফাইলটার মধ্যে দেখবেন যে সেটিংটা দেওয়া আছে।
উপরের ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে Uc Browser টা ডাউনলোড করুন।
এবার ঐ ফাইল অনুযায়ী উপরের Uc Browser টা সেটিং করে নিন আর আরামছে বড় বড় ফাইল ২জি স্পিডে ডাউনলোড করতে থাকুন।
আজ আর নয়। সবাই ভাল থাকবেন। আর কোন সমস্যা হলে টিউনমেন্ট করবেন।
আমার সাইটঃ http://trickround.com
আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার symphone xpoler w69 এ হচ্ছে না কেন বুঝতেছি না। সবই তো ঠিক করছি তাও হচ্ছে না। এখানে apn type কি কি দেব বিম্তারিত বলবেন কি??????????? :3