বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভাল আছেন। আজকে ছোট একটা টিপস দিব যদিও অনেকে জানেন। তবে যারা জানেন না তারা তো জানতে পারবেন। আর যারা জানেন তারা একশ হাত দূরে থাকুন তবে কাছেও থাকতে পারেন কোন সমসসা নাই। বর্তমানে আন্ড্রয়েড ফোন সবার হাতে হাতে। আন্ড্রয়েড ফোন ছাড়া আজ বলা জায় পেটের ভাতই হজম হয় না।
আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তাদের অনেক সময় স্ক্রীনশট নেয়ার দরকার পরে। এজন্য অনেক অনেক অ্যাপ ব্যবহার করে থাকেন। আজকে আপনাদের শিখাব কি করে কোন সফটওয়্যার ছাড়া সহজেই আপনার এন্ড্রয়েড ফোন এ স্ক্রীনশট নিবেন। তাছাড়া যদি আপনি এই স্ক্রীন শট নেয়ার জন্য একটি আপ্স ব্যবহার করেন তাহলে আলাদা একটা আপ্স ব্যবহার করা লাগতেছে। জত বেশি আপ্স ব্যবহার করবেন তত বেশি ফোন স্লও হতে পারে বা চার্জ বেশি খাবে। কিন্তু যদি কোন আপ্স ছাড়াই কাজ হয় তাহলে খারাপ কি। যাহোক কাজের কথায় আসি।
প্রথমে আপনার ফোনের ক্যামেরা অন করুন। এরপর ক্যামেরা মিনিমাইজ করে রাখুন।
এখন যার স্ক্রীন শট নিবেন সেটি ওপেন করুন।
এরপর আপনার ফোনের পাওয়ার বাটন এবং ভলিয়ম এর নিছের কি একই সময়ে প্রেস করুন।
দেখবেন স্ক্রীন শট নেয়া হয়েগেছে। এখন দেখুন গ্যালারীতে আপনার স্ক্রীনশট সেভ হয়ে গেছে।
আশা করি বুঝতে সমস্যা হয় নি। না বুঝলে টিউমেন্ট করুন।
প্রথমে আমি এই টিউন লিখেছিলাম অ্যানিটেকটিউনস এ। যদি আপনাদের ভালো আশা করি একবার হলেও ঘুরে আসতে পারেন। প্রথম প্রকাশের লিঙ্ক
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
Camera minimize na korleo hoy.
Eta android er built-in feature.