আসসালামুয়ালাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আমারা জানি গুগল প্লেতে লক্ষাধিক অ্যান্ড্রয়েড অ্যাপস রয়েছে। উক্ত অ্যাপস সম্ভার হতে প্রয়োজনীয় সব কাজের অ্যাপস বের করে ডাউনলোড করা প্রায় অসম্ভব। আর তাছাড়া পেইড অ্যাপ গুলো ডলার ছাড়া ডাউনলোড করা যায় না। তাই আজ আপনাদের সাথে ১০টি পেইড অ্যাপ শেয়ার করবো। আশা করি অ্যাপ গুলো আপনাদের কাজে লাগবে।
১। Lockdown Pro Premium
এই অ্যাপ টি দিয়ে আপনি যেকোনো অ্যাপ, গ্যালারী, ছবি সবকিসুই লক করে রাখতে পারবেন।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
২। Hotspot Shield Premium
Hotspot Shield আইপি হাইডার অ্যাপ। তাছাড়া Hotspot Shield Premium ব্যবহার করে ফেসবুক মেসেঞ্জার দিয়ে সরাসরি কল করতে পারবেন।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৩। Automatic Call Recorder Pro
Automatic Call Recorder এর ফ্রি ভার্সন আর কতোদিন চালাবেন ? এবার নিন Automatic Call Recorder এর Pro ভার্সন। দারুন কিছু ফিচার আছে Pro ভার্সনে। Play Store এ এটার মূল্য $7.34।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৪। CamScanner
CamScanner -Phone PDF Creator দিয়ে এবার অতি সহজেই আপনার বিভিন্ন ডকুমেন্ট,কার্ড,ক্রেডিট কার্ড,ভিসিটিং কার্ড,ও যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করতে পারবেন।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৫। True caller
কল লোকেটর অ্যাপস হিসেবে সবচেয়ে জনপ্রিয় এই অ্যাপটি। এর সাহায্যে বিশ্বের যে কোনো দেশের কলারের নাম ও ঠিকানা জানা যাবে। ফোন ধরার আগেই কলার সম্পর্কীয় তথ্য জানিয়ে দেয় ট্রু কলার অ্যাপটি। কোনো ব্যক্তি আপনাকে বার বার বিরক্ত করলে সংশ্লিষ্ট নম্বরটিকে এই অ্যাপের সাহায্যে ব্লক করেও দেয়া যাবে। এই অ্যাপের সাহায্যে আউটগোয়িং কলও ব্লক করা যাবে।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৬। Dr.Web Anti-virus
গুগল প্লে স্টোরে এই এন্টি ভাইরাসটির দাম 75 ডলার। এটি ফুল ভার্সন, নতুন কোন ভার্সন রিলিজ হলে আপনি আপডেট করতে পারবেন, আর ভাইরাস ডেটাবেজ তো নিয়মিত আপডেট রাখতে পারবেনই।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৭। Lancher 8 Pro
এটি গুগল প্লে স্টোরের জনপ্রিয় একটি লঞ্চার। গুগল প্লে স্টোরে এই অ্যাপটির মূল্য ৪.৯০ ডলার।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৮। MX Player Pro
সিনেমা বা ভিডিও দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় যে ভিডিও প্লেয়ার হোল MX Player Pro। ফ্রী ভার্সনের চাইতে অনেক বেশী সুবিধা পাবেন Pro ভার্সনে।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
৯। Smart Tool
গুগল প্লে স্টোরে অ্যাপটির মূল্য ২.৪৬$। এই অ্যাপটি ব্যবহার করে কোন কিছুর দৈর্ঘ্য, দূরত্ব, উচ্চতা পরিমাপ করতে পারবেন খুব সহজেই।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
১০। Google Camera
এই অ্যাপটি দিয়ে ডিএসএলার এর মত ব্যাকগ্রউনড ব্লার করে দিয়ে ছবি তুলতে পারবেন।
ডাউনলোড লিংক :- এখানে ক্লিক করুন।
আজ এখানেই শেষ করলাম। ভাল থাকুন, সুস্থ থাকেন এবং টেকটিউনস এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
আমি রাফসান জামিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Link কি কাজ করে?