Dev-core-1: Android Rooted ইউজাররা রিকভারি মোডকে একটু সাজিয়ে নিন।

আসসালামু আলাইকুম। আজকে আর রম নিয়ে লিখব না। আজকে লিখছি না,তার মানে এই না যে রম নিয়ে আর লিখবো না। সামনে আরো অনেক রম নিয়ে লিখবো সেটা মোটামুটি নিশ্চিত।
তবে আজ থেকে নতুন একটি চেইন টিউন শুরু করছি। "Dev-Core" শিরোনামে। সামনের টিউনে নাম চেঞ্জ ও হতে পারে, নামের কোনো নিশ্চয়তা নেই। তবে টিউনগুলো কেমন হবে, সেটাই বেশী গুরুত্বপূর্ণ।
তবে আমার প্রায় সব টিউন এন্ড্রয়েড বিষয়ক। এন্ড্রয়েড আসলেই একটা মজার প্লাটফর্ম। যারা একটু বেশীই ইন্টারেস্টেড তারা বুঝেন,এন্ড্রয়েড কতটা মজার। আসলে লিনাক্স বেইসড কার্নেল বলে কথা ! মজার না হয়ে যায় কোথায় !!
আমরা প্রথমে মোবাইল কিনে একটু রাখ ঢাক করেই ইউজ করা শুরু করি। তবে কিছুদিন পরে রুটের দিকে ঝুকে পড়ি। আর প্রথম বার রুট করার সময় কতটা টেনশন কাজ করে সেটা কারোর ই অজানা নেই। রুটের পর সবচেয়ে বেশী যেটা দরকার হয় সেটা হলো Custom Recovery। বেশীরভাগ ক্ষেত্রেই আমরা CWM, CTR অথবা TWRP ইউজ করে থাকি। তবে অনেকে PHILZ ও ইউজ করে। যদিও Philz আলাদা কোনো রিকভারি মোড নয়।
আচ্ছা,আমরা ঐদিকে না গিয়ে কাজের কথায় আসি।
একনাগারে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রিকভারি গুলো ইউজ করে একঘেয়েমি চলে আসে। একটু কালারাইজ করতে ও মুঞ্চায়।

হ্যা, তাদের জন্যই আজকের টিউন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব " Materialised Theme " এর সাথে।
চলুন এর ফিচারগুলো দেখে নিই ঃ
1.Mimic Look and feeling like Android App
2.Custom UI.(You also can develop this)
3.Functionality to flash boot, recovery, radio image
4.Aroma Support
সবচেয়ে মজার ব্যাপার হলো এটা ইউজ করতে শুধু Screen Resolution এর দরকার হয়। একই Screen Resolution এর সব Twrp তেই Materialised Theme প্যাকেজ ইউজ করা যায়।
টিউনের শেষে কয়েকটি প্যাকেজ এর ডাওনলোড লিঙ্ক দেওয়া হবে। সেখান থেকে আপনার মোবাইলের Screen Resolution অনুযায়ী প্যাকেজ ডাওনলোড করে নিন। তার আগে কিছু Screenshot দেখে নিন।


কিভাবে ইউজ কলরবেন সেটা দেখে নিন ঃ
১.প্রথমে আপনার মোবাইলে TWRP recovery image ফ্ল্যাশ করুন। তারপর দেখুন আপনার SD card এ "TWRP" নামে একটা ফোল্ডার অটোমেটিক হয়ে গেছে।
২. TWRP ফোল্ডারের ভিতরে " theme" নামে নতুন একটা ফোল্ডার করুন।
৩. আপনার ডাওনলোড করা Materialised Theme Package এর zip ফাইলটি রিনেইম করে "ui.zip" করে নিন।
৪. ui.zip ফাইলটিকে কপি করে "theme" ফোল্ডারে রাখুন।
তাহলে ui.zip ফাইলটির লোকেশন হবে "sdcard/TWRP/theme/ui.zip"।
কাজ শেষ। এখন recovery mode এ reboot করে টাশকি খেয়ে নিন।

বিঃ দ্রঃ রিস্ক কিন্তু আপনার নিজের। যদিও এটাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় তবু ব্যাকাপ রেখে কাজটি করাই ভালো। ব্যাকাপ নিতে ত আর টাকা লাগের না,শুধু একটু স্পেস ই দরকার হয়।

Download Link :
Screen Resolution : 480x854 (WVGA)
1.Play_V2
2.Light_v2
3.Dark_v2

Screen Resolution :720x1280
720x1280_package

Screen Resolution :800x1280
800x1280_package

Screen Resolution :1080x1920
1080x1920_package

Screen resolution : 1200x1920
1200x1920

যাদের Screen Resolution পান নি তারা Goooooooooogle করেন। Screen Resolution লিখে সার্চ দিন,পেয়ে যাবেন।

Find Me On Facebook : Facebook
Google plus : Google Plus
My Blog : Xianos
Support : XDA

Level 0

আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাইয়া আমার Maximus Max905 এর CWM, TWRP কোন টাই পাইনা গুগল + এক্সডিএ তে সার্চ করতে করতে জিবন শেষ। আপনি কি কোন হেল্প করতে পারবেন?

সাব্বির ভাই আমার huawei mediapad 7 youth এর জন্য কি survey ছাড়া কোন কাস্টম রমের ডাউনলোড লিংক দিতে পারেন।
current os: 4.1.2 jelly bean
build no:S7-701uV100R001C232B005
Dual core 1.6 Ghz
1gb ram
cortex-a9

Cwm এ কি ভাবে করবো

ctr a kora jabe na?