iOcean OS কাস্টম রম ওয়ালটন প্রিমো GM Mini এর জন্য ! (MT6582) (পর্ব –৫)

বিসমিল্লাহি রহমানির রহিম

 😈 [ বিঃদ্রঃ আমার কোন লিখা কপি করার চেষ্টা করবেননা আশা করি ] 😈

CWM,Root,ব্যাকআপ নিয়া আলোচনা করেছিলাম। প্রয়োজনে এই খানে ক্লিক করুন।

আজকে আপনাদের আরও একটি সুন্দর কাস্টম রম দেখাবো।

প্রথমেই আপনাকে বলছি যে, CWM,Root আপনার ওয়ালটন প্রিমো GM Mini মোবাইল এ থাকতে হবে। এবং আর পদ্দতি পর্ব ১ এ দেয়া হইছে।

এখন তাহলে শুরু করা যাক আজকের ওয়ালটন প্রিমো GM Mini এর আরও একটি কাস্টম রম নিয়া।

আজকের কাস্টম রমটির নাম  iOcean

এই কাস্টম রমটির ডেভেলপার শাকিল খান, মানে আমি নিজেই।

এই রমটিতে যা যা নতুন ফিচার আছে তা হল ঃ

1)Beautifully themed system UI
2) Google Keyboard
3) 6 inbuilt themes
4) Xposed and other things working
5) More Battery Efficient
6) Stable and Smooth
7) Good Camera Qualiy
Battery & Other Performance Tweaks
9) all Bloat Wares Removed
10) Play Store working
এবং আরও অনেক কিছু

Screenshot

Screenshot_2015-06-09-11-02-04.png
Screenshot_2015-06-09-11-02-59.png
Screenshot_2015-06-09-11-04-05.png
Screenshot_2015-06-09-11-07-08.png
Screenshot_2015-06-09-11-09-10.png
Screenshot_2015-06-09-11-09-43.png
Screenshot_2015-06-09-11-10-53.png
Screenshot_2015-06-09-11-16-49.png
Screenshot_2015-06-09-11-16-55.png
Screenshot_2015-06-09-11-28-17.png
Screenshot_2015-06-09-12-03-14.png
Screenshot_2015-06-09-12-19-28.png

এই রমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন

এই রমটি ফ্ল্যাশ করার পদ্দতি সব পর্বেই  এ বলেছি এবং আবার বলছি

মোবাইলটি  বন্ধ করুন।

১) মোবাইলটি বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।

২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন

আপনি ফরমেট করবেন SYSTEM, DATA এবং CACHE এই ৩টি।

৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন, CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন।

৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন।

৫) কিছুক্ষণ অপেক্ষা করুন।

আবার আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন, CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন।

এখন ডাউনলোড করা patch আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন।

কিছুক্ষণ অপেক্ষা করুন।

শেষ হলে restart অথবা reboot যা থাকবে তাতে ক্লিক করুন।

এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর iOcean OS কাস্টম রমটি।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন ।

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশাল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

 

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

walton primo rx2 এর কোনও কাস্টম রম আছে ?

পরবর্তী সময় পোস্ট করার চেষ্টা করবো , টেকটিউনস এর সাথেই থাকুন

এইটা কি সকল mtk6582 তে চলবে??
আমি walton gh user..512 ram
আমি এটা চলতে পারবো কি?

port kore niben taholei hobe

ভাইয়া ওয়াল্টন প্রিমো এফ৫ এর একটা কাস্টম থাকলে দেন দয়া করে

Level 2

Port করবো কিভাবে? বা Port কি?