[Updated] যেকোনো smart ফোন কে universal remote বানিয়ে ফেলুন। (ir blaster) sensor টি বানানর পদ্ধতি।

 

সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। আমাদের smart phone গুলোতে অনেক ধরণের sensors থাকে যা খুবই জটিল ধরণের। কিন্তু একটি sensor আছে যা কাজে অনেক জটিল কিন্তু বানানো এক্কেবারে সহজ। এই sensor টিকে IR blaster বলা হয়। Ir blaster এর মাধ্যমে আপনি আপনার smart phone কে Universal remote বানিয়ে ফেলতে পারবেন।

এটি বানাতে আপনার যা যা লাগবে »

১.  audio jack  -৫ টাকা।

 

2. infrared led (IR light) - 2টাকা

৩. solder iron

৪. remote app. (ZAZA remote best) -Free

Download link : http://aff.apk4fun.com/d.php?p=1197&i=com.tiqiaa.remote&v=3.2.2

Google  Play: https://play.google.com/store/apps/details?id=com.tiqiaa.remote&hl=en

৫. আর, কিছু সময়

 

প্রথমে ir light গুলোর positive negative নিশ্চিত  হওন।

audio jack এর উপরের দাঁত টি কেটে ফেলুন ...

এবার  ir light গুলোর positive negative একটি অপরটির বিপরিতে সংযুক্ত করে, audio jack এর সাথে এইভাবে সংযুক্ত করুণ . (soldering iron দিয়ে ঝালাই করে লাগালে ভালো হয়)

 

cover টি লাগিয়ে ফেলুন...

ফোন এর সাথে সংযুক্ত করুণ...

এখন ZAZA remote download করে  install করুণ। এবার zaza remote open করে আপনার remote controlled device(TV/AC/DVD player) এর Name select  করুণ, software টি configure করে টিভি  বা, যেকোনো remote controlled device এ try করুণ :D। আশা করি সফল হবেন।

এটি সকল ধরণের ir remote controlled device এ support করে (radio controlled device এ support করবে না)। Zaza remote ছাড়া ও অনেক গুলো apps আছে গুগল প্ল্যা স্টোরে খোঁজ করুণ। java mobile এ এটি use করতে হলে কয়েক টি audio file download করতে হয় (software টির বদলে)।

 

 

কোন সমস্যা হলে টিউমেন্ট করবেন। আর এটি আমার প্রথম টিউন।

Facebook : https://www.facebook.com/walid.mafuj

 

Level 2

আমি ওয়ালিদ মাহফুজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 80 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই সুন্দর একটা টিউন……

হারিপ্পাস, এমন টিউন পাব কল্পনা করি নাই.. আপনাকে ধন্যবাদ দিলে জম হবে, তাই দিমু নাহ… যাই, ঝটপট বানিয়ে সবাইকে যাদু দেখাই ।।।

কিন্তু, অডিও জ্যাক এর সাথে ir গুলা কিভাবে লাগাব বুঝতেছিনা ভাই… আর ir এর +- কিভাবে বুঝব..??

ভাই IR light চিনবো কিভাবে?

Thanks for Nice Tune. But Bro, 2 ta LED debar karon ta kindly janaben ?

Level 0

Dhonnobad…..shondor tune er jonno….

shoja priote rekhe dilam…:D

ভাইয়া আমার তৈরিকৃত IR টি কাজ করছে না।।

Walton Primo NX2 ফোনে যেমন নতুন রিমোট তৈরী করা যায়। এটার তো কোনো সেন্সর নাই, তাই নতুন কাস্টমাইজ করা যাবে না। বাই ডিফল্ট যে যে রিমোট আছে তাই কাজ করবে।

@ওয়ালিদ মাহফুজ samsung core prime এ কি এইটা কাজ করবে??? জানালে খুব উপকৃত হতাম। so plZZzzzzzzz.

@ওয়ালিদ মাহফুজ vai এটা আসলে মোবাইলের কোন সেন্সর টা থাকলে এই সিস্টেমটা কাজে দিবে, আর নরমাল্লি এই টার রেঞ্জ টা কত টুকু জানালে খুব উপকৃত হতাম।

    @আব্দুল মুমিন: এইটা চালানোর জন্য কোন sensor lagbe na । কারণ এইটা নিজেই একটা sensor. এই sensor টি phone এর audio jack এ লাগানর পর যদি phone এ head phone এর icon আসে তাহলে বুঝবেন ei phone এ support korbe ar icon টি না আসলে অন্য phone এ try করুণ । এইটার সঠিক range কতটুক তা জানি না । ছোট ir led দিয়ে banale same tv remote er range paben . ধন্যবাদ ।

আমার তৈরিকৃত Ir blaster টি কাজ
করছে না। (ক্লিয়ার করে লিখলাম)

ভাই আই আর লেড কুথায় পাব?

Level 2

Bro Amar windows phone janno remote soft ti dorkar.eta kothay pabo janale upokar goto.

যদি এটা তৈরি করি তবে কি যে কোন ধরনের সাধারন টিভিতে কাজ করবে। মানে যে গুলি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায়?

IR light ১ টি দিলে হবে না ?

@ওয়ালিদ মাহফুজ…ভাইয়া এইভাবে কি symphony w35 এ করা যাবে?

vai ami ir light bettery dieye test korte giye poore fellam

ha vai korchi. bananor por apnake janabo

acchaa symphony w68 ee ki aita kaj korbe ar eta ki keu banate perechen ektu janaben

symphony w68 dia toshin tv te kivhabe korbo ektu plzz janaben

ভাই আমি বানাইছি। এটা লাগাইলে মোবাইলে হেডফোনের চিন্হ উঠে। এখনো টিভিতে ট্রাই করি নি ( কারেন্ট নাই)
মাহফুজ ভাই আপনি কি চালিয়েছেনন?

ভাই আমার audio jack টার পিন ৩ টা, আপনি তো ৪ পিন এর টা দিয়ে দেখিয়েছেন। আমার ৩ পিন এ কাজ হবে কি??? মার্কেট এ ৪ পিন এর jack খুঁজে পাইনি।

গত দুইদিন আগে বানাইয়া ফেললাম, টিবিতে চালাইছি আসাম ভাবে কাজ করে, কিন্তু এখনো এসিতে টেষ্ট করি নাই, তবে এটার 1CM এবং 3CM দারা কি বুজানো হয় তা জানা নাই,
তবে অসংখ্য ধন্যবাদ ওয়ালিদ মাহফুজ@ কে তার সুন্দর টিউন করার জন্য।

Vai Ami Walton F1 Use Kori Sob Thik Ase But Kaj Kore Na Keno…

Many Many thanks………………

ভাই আমি বানাইছি। এটা লাগাইলে মোবাইলে হেডফোনের চিনহ উঠে। কিনতু কাজ করেনা

ওয়ালিদ মাহফুজ vai osthir tune korsen boss …many many thanks ami eta banaise amar kaj a dise….amar home theater er remote haraisilam …..ekhon kaj a dilo ….