আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি একদম ভাল নাই। আসল কথায় আসি।
না জেনে আবেগ এ পরে কেউ রুট করবেন না।বুঝে এর পরে রুট করুন। আর না হয় ফোন ব্যাকআপ করে আর পরে রুট করুন।রুট করে আগে দেখে নিন ব্যাকআপ হইছে কিনা।
কিছু দিন আগে আমি আমার samsung core gt-8262 রুট করি। সকল সিস্টেম না বোঝে পাল্টে ফেলি।ফোন ব্যাকআপ ছিল না।
আমার ফোনের ফন্ট বর করে ফেলছি এখন আমার ফোন এ অবস্তা হল খুব খারাপ।এখন আমি কি করতে পারি। আমার ফোনে ইউএসবি কানেকট হয় না। কারো কোন সিস্টেম জানা থাকলে দয়া করে সাহায্য করুন।
আমি একটা উপায় দেখলাম যে ফোনে ব্যাকআপ করা যাবে, যদি কারো কাছে ব্যাকআপ করা ফাইল থাকে ত দয়া করে আমাকে দিন।
আমার ফোনে নাম্বার ০১৭১৫৬৩৭৭০৫।
অনেক কষ্ট ও অনেক বিপদ এ আছি।কোন ভুল হলে আমাকে ক্ষমা করবেন।
এখন কি করব। কোনটা করলে ভাল হবে টিউমেন্ট করে জানান ভাইয়ারা।
আমি Ridoy K। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি রম পরিবর্তন করেন।হয় অন্য কোন রম দেন নতুবা এই মডেলের জন্য যে রম আছে তা ডাউনলোড করে পোর্ট করেন।