আমরা জানি যে আজকাল সকল এন্ড্রইড গেমস এবং সফটওয়্যার আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে চালাতে পারেন। এর জন্যে Android Emulator ইন্সটল করা লাগে। আজকাল অনেক রকমের Android Emulator বের হয়েছে, যার মধ্যে কয়েকটার নাম হলঃ
প্রব্লেমসমূহঃ গ্রাফিক্স প্রব্লেম,বিভিন্ন প্রকার ইরর,ব্ল্যাক স্ক্রিন,অটোমেটিক বন্ধ হয়ে যায় ও পিসি রিস্টার্ট প্রব্লেম ইত্যাদি।
১) প্রথমে আপনার কম্পিউটারে BlueStacks ইন্সটল করা থাকলে তা সম্পুর্ণ আনইন্সটল করে দিন। ভাল হয় আপনি IOrbit Unistaller (Powerful Scan ইউজ করবেন) দিয়ে আনইন্সটল দিন। এই সফটওয়্যারের আপনি আপনার হার্ডডিস্ক থেকে সম্পুর্ণভাবে BlueStacks আনইন্সটল করে দিতে পারবেন। এছাড়া আপনি My Computer এ গিয়ে উপরে ডান পাশে কোনাই bluestacks লিখে সার্চ দিন। সার্চ ১০০% কম্পলিট হওয়ার পর যতগুলু ফাইল পাবেন সব ctrl+A দিয়ে সিলেক্ট করে Shift+Delete ক্লিক করে Enter চেপে ডিলিট করে দিন।
২) তারপর আপনি আপনার পিসি রিস্টার্ট দিন।
৩) তারপর নিচের থেকে BlueStacks HD AppPlayerPro 0.7.3.766 beta 1 (Size: 127.61mb) ডাউনলোড করে নিন।
৪) তারপর এটা আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। এটাতে Play Store নাই, কিন্তু 1mobile আছে যার মাধ্যমে আপনি Play Store এর যেকোন এপস নামাতে পারবেন।
৫) এটাতে কোন প্রকার গ্রাফিক্স এবং র্যামের প্রব্লেম করবে না। আপনি এটার মাধ্যমে সকল এন্ড্রইড এপস এবং গেমস চালাতে পারবেন।
৬) কোন কোন গেমস চালানোর সময় লোডিং হওয়ার সময় ডিস্টার্ব করে। তারা এটার থেকে বাচার জন্যে একটা Registry file তৈরি করতে হবে।
Windows Registry Editor Version 5.00
[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\BlueStacks\Guests\Android\Config]
"GlRenderMode"=dword:000000001
আমি নাঈমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thank you but 1ta solution chai…big game like asphalt 8 erokom game khelte OBB datar dorkar hoy …ei file kothay rakhbo ???