BlueStacks এর সকল প্রব্লেম Solved.

আমরা জানি যে আজকাল সকল এন্ড্রইড গেমস এবং সফটওয়্যার আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে চালাতে পারেন। এর জন্যে Android Emulator ইন্সটল করা লাগে। আজকাল অনেক রকমের Android Emulator বের হয়েছে, যার মধ্যে কয়েকটার নাম হলঃ 

  • BluStacks
  • Andy OS
  • YouWave
  • Droid4X

উপরের চারটি Emulator এর মধ্যে সবচেয়ে পপুলার হল BluStacks. কিন্তু BlueStacks ইন্সটল করার সময় অনেক প্রব্লেমে পরতে হয়। BlueStacks ইন্সটল করলে অনেক সময় কম্পিউটারের র‌্যাম অনেক স্থিরগতির করে ফেলে। যার ফলে তা ইউজ করতে অনেকের ইচ্ছা করে না।

প্রব্লেমসমূহঃ গ্রাফিক্স প্রব্লেম,বিভিন্ন প্রকার ইরর,ব্ল্যাক স্ক্রিন,অটোমেটিক বন্ধ হয়ে যায় ও পিসি রিস্টার্ট প্রব্লেম ইত্যাদি।

উপরের সকল প্রব্লেমের সলুশেন আজ আমি এই টিউনের মাধ্যমের আপনাদের জানাব। চলুন কাজ শ্রু করা যাক।

১) প্রথমে আপনার কম্পিউটারে BlueStacks ইন্সটল করা থাকলে তা সম্পুর্ণ আনইন্সটল করে দিন। ভাল হয় আপনি IOrbit Unistaller (Powerful Scan ইউজ করবেন) দিয়ে আনইন্সটল দিন। এই সফটওয়্যারের আপনি আপনার হার্ডডিস্ক থেকে সম্পুর্ণভাবে BlueStacks আনইন্সটল করে দিতে পারবেন। এছাড়া আপনি My Computer এ গিয়ে উপরে ডান পাশে কোনাই bluestacks লিখে সার্চ দিন। সার্চ ১০০% কম্পলিট হওয়ার পর যতগুলু ফাইল পাবেন সব ctrl+A দিয়ে সিলেক্ট করে Shift+Delete ক্লিক করে Enter চেপে ডিলিট করে দিন।

২)   তারপর আপনি আপনার পিসি রিস্টার্ট দিন।

৩) তারপর নিচের থেকে BlueStacks HD AppPlayerPro 0.7.3.766 beta 1 (Size: 127.61mb) ডাউনলোড করে নিন।

৪) তারপর এটা আপনার কম্পিউটারে ইন্সটল করে নিন। এটাতে Play Store নাই, কিন্তু 1mobile আছে যার মাধ্যমে আপনি Play Store এর যেকোন এপস নামাতে পারবেন।

৫) এটাতে কোন প্রকার গ্রাফিক্স এবং র‌্যামের প্রব্লেম করবে না। আপনি এটার মাধ্যমে সকল এন্ড্রইড এপস এবং গেমস চালাতে পারবেন।

৬) কোন কোন গেমস চালানোর সময় লোডিং হওয়ার সময় ডিস্টার্ব করে। তারা এটার থেকে বাচার জন্যে একটা Registry file তৈরি করতে হবে।

  • প্রথমে Notepad অপেন করেন। নিচের কোডটি কপি করে Notepad এ পেস্ট করেন।

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\BlueStacks\Guests\Android\Config]
"GlRenderMode"=dword:000000001

  • ফাইল্টি BS HD.reg নামে যেকোন জায়গায় সেভ করুন। জাস্ট BluStacks অপেন করার আগে, এটার মধ্যমে BlueStacks রেজিস্ট্রি করে নিয়েন। এখন দেখবেন লোডিং প্রব্লেম আর দিবে না।

কাজ শেষ। আশা করি আমার এই টিউন কারো না কারো কাজে লাগবে। ধন্যবাদ।

Level 0

আমি নাঈমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thank you but 1ta solution chai…big game like asphalt 8 erokom game khelte OBB datar dorkar hoy …ei file kothay rakhbo ???

asphalt 8 এর data ফোল্ডারটি “My Computer/Libraries/Pictures/here” পেস্ট করেন । এখন BlueStacks অপেন করেন , যেকোন File maneger অপেন করেন । একদম নিচে যান , একটা windows নামে ফোল্ডার দেখবেন । তারপর সেই windows ফোল্ডারে ডুকে Picture দুকেন,আপনার কপি করা Asphalt 8 এর ডাটা ফাইল দেখবেন । জাস্ট কপি “Android/obb/here” ………

আমি what’s app ইউজ করি পিসিতে, কিন্তু what’s app এর মিডিয়া ফাইল গুলো কোথায় জমা হচ্ছে খুজে পাচ্ছি না। মিডিয়া ফাইল জমা করার জন্য মেনুয়্যালি কি কোন ফোল্ডার তৈরি করা যায়?? আর পিসি থেকে কোন মিডিয়া ফাইলও সেন্ড করতে পারছিনা। এর সমাধান জানলে একটু জানাবেন প্লিজ।

আপনি কি whatsapp ..Bluestacks দিয়ে ইউজ করেন ।

eta die ki 1gb ram user ra use korte parbe?

ভাই আপনি এটা র‌্যাম দিয়ে ইউজ করতে পারবেন ।

etay ki ram barano jabe?

বাই দারুন টিউন করছেন bat jobe video tetural kora detan amar onk upokar hoto please amar Email [email protected]…please

ভাল টিউন। ধন্যবাদ…..

এভাবে কি লো-কনফিগ পিসি যেমন- কোর টু ডুয়ো প্রসেসর, ১ জিবি র‌্যাম পিসিতে bluestack ব্যাবহার করা যাবে?

আর লো কনফিগার পিসিতে অন্য কোন ইমুলেটর স্মুথলি চলে এমন আছে কি?

লো-কনফিগারেশন পিসিতে কি এটা চালানো যাবে??

kto gb ram dorkar

ভাল টিউন। ধন্যবাদ….. good

আমি ইন্সটল করলাম কিন্তু ভাই একটা সমস্যা হচ্চে , আমি যখনই Whatsapp টা ইন্সটল করছি তখনিই এই লেখা টা আসছে – “APK installation Failed. INSTALL FAILED CPU ABI INCOMPLETE.”
প্লীজ একটু হেল্প করো।@ নাঈমুল ভাই

আমি পিসি তে WHATSAPP চলাই BLUE STAKS এ, কিন্তু আমি একি না,নাম্বার দিয়ে আমার ফোন এ WHATSAPP খুললে পিসি তে যে মেসেজ বা ভিডিও গুলো ছিল সে গুলো ফোন এ আসে না…এটি কি ভাবে করতে হবে আমাকে একটু জানাবেন….

    আমি পিসি তে WHATSAPP চলাই BLUE STAKS এ, কিন্তু আমি একি না,নাম্বার দিয়ে আমার ফোন এ WHATSAPP খুললে পিসি তে যে মেসেজ বা ভিডিও গুলো ছিল সে গুলো ফোন এ আসে না…এটি কি ভাবে করতে হবে আমাকে একটু জানাবেন PLZ…..