এবার মাত্র এক ক্লিকেই অ্যানড্রয়েড ফোনকে রুট করুন তাও আবার ১ সেকেন্ডে (ফোন রুট করা সম্পর্কিত সকল তথ্যের এত্তগুলা সমাহার)

আসছালামু আলাইকুম। আসা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালই আছেন।  আজকে আপনাদের কি শেখাব তা হয়ত শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন! হ্যাঁ আজ আপনাদের দেখাব কীভাবে মাত্র এক ক্লিকেই আপনের অ্যানড্রয়েড ফোনকে রুট করবেন। সম্পুর্ণ প্রক্রিয়াটি সমাপ্ত হতে মাত্র ১ সেকেন্ড সময় লাগবে। তাই আর দেরি না করে আপনের অ্যানড্রয়েড ফোনটি হাতে নিয়ে এবার টিউনটি পড়া শুরু করুন।
অনেকেই হয়ত ভাবছেন রুট আবার কি? এটা করলে কি হবে আর না করলে কি হবে? উত্তরঃ সহজ কথায় রুট হল আপনের ফোনটিকে আপনের ইচ্ছামত কাস্টমাইজ বা নিয়ন্ত্রন করার একটি প্রক্রিয়া। দেখুন রুট করলে কি কি সুবিধা পাবেন; 😛

    অনাকাঙ্খিত প্রিইন্সটলেড অ্যাপ রিমুভ করা
    ফোনের পারফর্মেন্স বাড়ানো, অ্যানড্রয়েড ভার্সন আপগ্রেড করা, যেমন জেলিবিন হলে কিটক্যাট বা ললিপপ করে নেয়া
    সম্পুর্ণ ডেটা ব্যাক আপ, অন্য ফোনের কাস্টম রম ব্যবহার করা, যেমন সিম্ফনি w69  সনি এক্সপেরিয়া জেড করে নেয়া
    ওয়াইফাই ও ইউএসবি টিথারের নিয়ন্ত্রন নেয়া (ফোনের ইন্টারনেট পিসিতে শেয়ার)
    কাস্টম থিম ব্যবহার
    আনড্রয়েড ওএস আপডেট করা
    আইওএস এর ব্যবহার ইত্যাদি আরো অনেক আছে।
    ও আরেকটি কথা, এমন অনেক অ্যাপ আছে যেগুলা ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ফোনটিকে রুট করে নিতে হবে। যেমন স্ক্রিন রেকর্ডার প্রো। রুট না করে এটা ওপেন করলে নিচের মত দেখাবে,

এর মানে হল আপনি ফোনের স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল তৈরি করতে চাইলে অবশ্যই ফোনটিকে রুট করে নিতে হবে। 😥
এবার আপনের ফোনটিকে রুট করতে চাইলে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে “রুট মাস্টার” নামক অ্যাপটি ডাউনলোড করে নিন। মাত্র ৪ মেগাবাইট।

http://www.mediafire.com/download/nl611ig9rvadf7k/Root_Master.apk

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে অ্যাপটি ওপেন করুন। নিচের মত স্ক্রিন আসবে,

একটু পরই অটোম্যাটিক্যলি নিচের স্ক্রিনের মত আসবে,

উপরের স্টার্ট বাটনে ক্লিক করুন।

আপনের কাজ শেষ। এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, তারপর নিচের স্ক্রিনের মত সাক্সেসফুল ওয়ার্নিং দেখাবে,

এর অর্থ হল আপনের ফোনটি সাক্সেসফুলি রুট হয়ে গেছে। এবার আপনের ফোনটি অটোম্যাটিক্যালি রিস্টার্ট হবে, তাইলেই কাজ শেষ। 😛

আসলেই কি ফোন রুট হয়েছে?  😕 সেটা অ্যাকুরেটভাবে চেক করতে হলে আপনাকে আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে যার নাম হল Root Checker Basic, এটি দিয়ে আপনি চেক করতে পারবে আসলেই ফোন রুট হয়েছে কিনা! Root Checker Basic অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন, মাত্র ১ মেগাবাইট।

http://www.mediafire.com/download/q3gajt6s3zzqs4m/Root_Checker_Basic.apk

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে অ্যাপটি ওপেন করুন।

আপনের ফোন রুট হয়েছে কিনা তা জানতে উপরের ভেরিফাই রুট লেখাতে ক্লিক করুন।

তারপর যদি নিচের স্ক্রিনের মত লেখা দেখতে পান,

তাহলে বুঝবেন যে আপনের ফোনটি সাকসেস্ফুলি রুট হয়েছে।

এবার যদি কোনো রুট নিডেড অ্যাপ ইউজ করতে চান তাহলে তা রুট অথরাইজ করে নিতে হবে। যেমন আপনাদেরকে টিউনের প্রথমে যে স্ক্রিন রেকর্ডার প্রো অ্যাপের কথা বলেছিলাম, চলুন সেটা ওপেন করি। ওপেন করলে নিচের মত একটা পপ আপ স্ক্রিন আসবে।

আপনের কাজ হল ডোন্ট আক্স এগেইন এ চেক করে দিয়ে অথরাইজ এ ক্লিক করা। ব্যাস, এবার উপভোগ করুন রুটের সকল সুবিধা। 😛

রুট মাস্টার অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে King user  নামে একটি অ্যাপ আপনের ফোনে চলে আসবে। খুঁজে খুঁজে সেটি বের করে অপেন করুন। এবার সেটিং এ যান। তারপর নিচের মত সেটিং করে নিন।

আপনি যদি চান যে, আপনের আপনের ফোনটিকে রুট থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিবেন বা রুট পার্মিশন রিমুভ করবেন তাহলে উপরের Remove Root Permission লেখাতে ক্লিক করুন। তাহলে আপনের ফোনটি পূর্বের অবস্থায় ফিরে যাবে। :mrgreen:

 

কোন প্রবলেম হলে ফেসবুকে আমাকে নক করুন  :-P  (টিউনটি পূর্বে আমার ব্লগে প্রকাশিত) আজকের মত এখানেই শেষ করছি। আর হ্যাঁঃ টিউনটি পড়ার জন্য সবাইকে এত্তগুলা ধন্যবাদ :lol:

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

holona sony xperia sp

Level 0

xperia tx এ কি হবে?

রুট করার সময় কি Data connect on থাকা লাগবে?/

Level 0

ভাই samusng er Note 3 root করার কোন উপায় আছে কি??

ভাই আমার samsung note-3 root হলনাত,

আমার Rangs contigo c7 তো রুট হলোনা এটা দিয়ে। অন্য কোন কিছু কি আছে যেটা দিয়ে আমার ফোন রুট করা যাবে????

ভাই,,আমার সেমসাং গেলাক্সি এস৩ হচ্ছে না!!! এই এপ্স ছাডা আর কোনো এপ্পস নাই???

Level 0

Amar xperia Z lolipop 5.0.2 root hoy na……..help

যাদের এই অ্যাপে প্রবলেম হচ্ছে, তারা king root ইউজ করতে পারেন।

যাদের প্রবলেম হচ্ছে তারা কি একটু ব্যাখ্যা বলবেন কি যে কি প্রবলেম হচ্ছে?

রুট করার পর কোন রুটেড অ্যাপ ইউজ করে ট্রাই করেছেন কি?

ai ta dia ki sony xperia root kora jabe??

কাউসার ভাই এই এপ্স কার মোবাইলে কাজ করেনা, ফালতু টুউটুরিয়াল বাদ দিয়ে ভাল কিছু দেন, যত কমেন্ট করেছে সবাই বলে কাজ হয়না

এইটাতে প্রবলেম হইলে, king root অ্যাপ দিয়ে ট্রাই করেন।

Samsung grand prome এ হলো না

vai amar winmax w800 plus e hoy na

রনি হাসান@ ভাই আপনিও কি সবার মত নোকিয়া ১১০০ মোবাইলটি রুট করতে চাচ্ছেন নাকি? আমি যে রুট করে স্ক্রিনশট গুলা দিয়েছি পোস্টে, সেগুলা চোখে পড়ে নি? সবার মত আপনিও চিলের পেছনে দৌড় দিলেন! একটু কানে হাত দিয়ে দেখলেন না?