আজকের টিউনে বেশী কিছুই লিখব না । মেইন টিউন অনেক আগেই লেখা হয়েছে । কিন্তু ওই টিউন টা প্রকাশ করা যাচ্ছে না । Forbidden words error মেসেজ এর কারণে ।তাই এত কষ্ট করে টিউন লিখে ও শেয়ার করতে পারলাম না। আসলেই অনেক খারাপ লাগছে। গত ৩ দিন ধরে ট্রাই করছি,কিন্তু কোন শব্দটার জন্য Forbidden words এরর মেসেজ শো করছে সেটাই এখনো ধরতে পারি নি । তাই বাধ্য হয়ে টিউন কাটছাট করে চকোলেটের মত বানাতে হলো । আশা করি আমার সমস্যাটা বুঝতে পারবেন ।
টেকটিউন্সে পোস্টে সমস্যা হচ্ছে বলে নতুন ব্লগ খুললাম এবং সেখানে রমের যাবতীয় ডিটেইলস দেওয়ার চেষ্টা করলাম । জানি না কতটুকু হেল্প করবে আপনাদের। তবুও কিছুটা সাহায্যের চেষ্টা করলাম।
আর একটা কথা ,ব্লগের পোস্টটা ইংরেজীতে । আমি ইংরেজীতে তেমন ভালো না। তাই সিম্পল রাখার চেষ্টাই করেছি।
অকে স্ক্রিনশট দেখে সরাসরি ডাওনলোড এ চলে যান।
Screenshot
ইন্সটলেশন প্রসেস Normal ই। ছোট্ট করে বলে দিই।
1.Install zip from sdcard
2.choose zip from sdcard
3.Select your rom and flash.
4.After installation process wipe dalvic cache.
5.Reboot.
ইন্সটল করে serup wirzard কম্পলিট করে আবার recovery তে ঢুকুন
এবং আবার Dalvik cache wipe করুন এবং রিবুট করুন।
এইতো। টিউমেন্ট অপশন ত আছেই। সমস্যা হলে জানাবেন।
রমটির সম্পর্কে বিস্তারিত জানতে আমার ব্লগে যেতে পারেন ।
Download Link : http://d-h.st/Ap7v
Find me on Facebook: http://facebook.com/usubbir
My blog:http://xianos.at.hm
Upload Support: Avishek Das
Thanks To: Mobiistar
আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai please symphony xplorer w65i er ekta rom din amar phone ta brick hoide boot logo te atke jay 2 ta stock room namaya disi toy kaj hoy na white screen hoyegese custom or stock jekuno ekta tested or working dile diyeb please mail:[email protected]
🙁