টেকটিউনস-এর সকল টিউনার ও পাঠকের সালাম জানিয়ে শুরু করছি।
যেহেতু গুগলের আই/ও কনফারেন্স প্রায় শেষের দিকে ধারণা করা হচ্ছে গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম উম্মুক্ত করতে যাচ্ছে যা Android M Operating System নামে পরিচিতি পেয়ে এসেছে। সবার ধারণা এবার গুগল তাদের এন্ড্রয়েড সিস্টেম এ পারফরম্যান্স এর দিকে একটু বেশি নজর দিবে। আপনারা কি ধারণা করছেন ... গুগল তাদের সর্বশেষ আপডেটে কি এমন দিবে? চলুন দেখে নিই কি কি থাকছে এই আপডেটে।
এ ব্যাপারে তেমন কোন নির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও দুর্ঘটনা বশতঃ অনেক কিছুই প্রকাশ করে ফেলেছে তাদের ওয়েব সাইটে এমনকি তা পরে মুছে ফেলাও হয়েছে।
এন্ড্রয়েড তাদের প্রতিটি ভার্সনে অসাধারণ উন্নতি করছে। তাই এটা বলা খুবই মুশকিল যে, কি এমন নতুন ফিচার গুগল তাঁর পরবর্তী আপডেট এন্ড্রয়েড এম এ আনতে যাচ্ছে। তবে আপাতত এন্ড্রয়েড এম এর রিলিজ একপ্রকার দুঃসময় বলে আমি মনে করি, কেননা সাম্প্রতিক প্রকাশিত এন্ড্রয়েড ললিপপ এখনো মাত্র ১০% ব্যাবহারকারীরাই ব্যবহার করছেন। পরিশেষে যাই হোক যদি গুগল এন্ড্রয়েড এম রিলিজ করে তবে তা হতে পারে প্রথম বার ডেভেলপার প্রিভিউ হিসাবে আসবে যাতে ডেভেলপাররা তাদের মতামত ও বাগ গুলো সম্পর্কে জানাতে পারে। তবে পরবর্তিতে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে তা ব্যবহারকারীদের জন্য উম্মুক্ত করে দেয়া হবে বলেও ওয়েবসাইটে বলা হয়েছিল।
তাছাড়া এন্ড্রয়েড ললিপপ ভার্সনের আপডেটে ব্যবহারকারীরা কিছু মেজর ম্যাটেরিয়াল ডিজাইন আপডেট পাচ্ছেন এ ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। যাইহোক বিশেষজ্ঞরা কিন্তু এন্ড্রয়েড এম এর কার্যক্ষমতার উপর গুরুত্ত্ব বেশি দিচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে এন্ড্রয়েড এম এর ফিচার গুলো হতে পারেঃ
এন্টারপ্রাইজ এবং নিরাপত্তার ক্ষেত্রে এন্ড্রয়েড এমঃ
- এন্টারপ্রাইজ এর ক্ষেত্রে যদি বলা হয়, তবে গুগল এই ফিচারের জন্য ব্লাকবেরীকে অনুসরণ করতে পারে যা ব্যাবসায়ীক কাজের জন্য বেশ ফলপ্রসু। তবে গুগল আই/ও কনফারেন্স চলাকালীন সময়ে কাজের জন্য এন্ড্রয়েড এম নিয়ে তাদের পরিকল্পনা ঘোষনা করে।
- এন্ড্রয়েড এম সম্পর্কে এক্সপার্ট রা মনে করেন, গুগল এন্টারপ্রাইজ সেক্টরে প্রবেশ করবে এবং এমন কিছু তৈরী করবে যা কাজ করার সাথে সাথে ব্যবহারকারীকে এটা নিয়ে প্লে করার সুযোগও দিবে।
- ইদানীং বিভিন্ন প্রতিষ্টানের নিয়োগকর্তারা কাজের সাথে এন্ড্রয়েড ডিভাইস কে অগ্রাধিকার দিচ্ছেন কারণ এটি বহনযোগ্য ও দামে সস্তা। তাই গুগল এই সেক্টরে রাজত্ব করার জন্য এই ব্যাপারে বিশেষ নজর দিবেন বলে তাদের ধারণা।
- আপাতত গুগল বিভিন্ন মোবাইল ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান যেমনঃ Cisco, BlackBerry, Motorola, Samsung, Box এবং অনান্য প্রতিষ্টানের সাথে চুক্তি সাক্ষর করছে। এতে বলা হয়েছে এই ভার্সনে এন্টারপ্রাইজ ম্যানেজারেরা তাদের ডিভাইসের নিয়ন্ত্রন তথা এর মোডারেটর হিসাবে ডিভাইস কন্ট্রোল করতে পারবেন। উপরুন্ত গুগল তাদের এই প্রোগামের জন্য নিরাপত্তা অ্যাপস ও ডিভাইস যোগ করার পরিকল্পনাও গ্রহণ করেছে।
- নিরাপত্তার জন্য গুগল তাদের এই ভার্সনের লক স্ক্রীনে স্মার্ট লক বৈশিষ্ট যোগ করার পরিকল্পনা করছে, যাতে করে ব্যবহারকারী তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিরাপদে সংরক্ষণ করতে পারে।
ভয়েস কন্ট্রোলঃ
- ব্যবহারকারীরা অবশ্যই গুগল নাউ এর সাহায্যে তাদের ডিভাইসের সম্পূর্ণ নেভিগেশন সুবিধা আশা করতে পারেন।
ঘড়ি,গাড়ি এবং টিভিতে এন্ড্রয়েড এমঃ
- এন্ড্রয়েড এম -এ ব্যবহারকারীরা অবশ্যই তাদের প্রিয় স্মার্ট ঘড়ি, গাড়ি অথবা বাসার টিভিতে এন্ড্রয়েড সিস্টেমের ব্যাপক সম্প্রসারণ চাইবেন। আর তাই এই কথাটি মাথায় রেখে গুগল প্লান করছে তাদের এই সংরক্ষণে এই বিষয়ের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
- এন্ডয়েড কার/অটোঃ একবার ভেবে দেখুন তো যদি আপনার গাড়িতে প্রি ইন্সটলড এন্ড্রয়েড এম থাকে তাহলে আপনাকে বা আপনার গাড়ির ড্রাইভারকে আর স্মার্ট ডিভাইস এর সাথে গাড়ির ট্র্যাকিং সাথে রাখতে হবেনা।
- এন্ড্রয়েড পরিধানঃ স্মার্ট ঘড়ি গুলো এই পর্যায়ে পড়ে এবং অবশ্যই গুগলকে এই খাতে যথেষ্ট উন্নতি আনা প্রয়োজন। তাই গুগল ডেভেলপারদের এই ব্যাপারে যথেষ্ট চোখ কান খোলা আছে বলে মনে হচ্ছে। থাকতে পারে চমৎকার সব পরিকল্পনাও ।
- এন্ড্রয়েড টিভিঃ গুগল হয়ত তাদের এন্ড্রয়েড টিভি এবং গুগল কাষ্টের মাধ্যমে ব্যবহারকারীকে নতুন কোন ফিচারের সাথে যুক্ত করার পরিকল্পনা করছে। যাতে করে ব্যবহারকারীরা একই সাথে গেম ও বিভিন্ন কন্টেন্ট শেয়ার ও দেখার সুযোগের উন্নততর ফিচার ভোগ করতে পারে। যদিও এই ব্যপারে কোন সঠিক ও খোলামেলা বক্তব্য পাওয়া যায়নি তপাথি বিশেষজ্ঞরা মনে করছেন এই সেক্টরেও গুগল যথাযথ ভূমিকা রাখবে।
চলুন দেখে আসি ব্যবহারকারী হিসাবে আমরা এন্ড্রয়েড ব্যবহারকারীরা এন্ড্রয়েড এম-এ কি কি আশা করতে পারিঃ
- একাধিক বিজ্ঞপ্তি/নোটিফিকেশন শুদ্ধিঃ মাঝে মধ্যে দেখা যায় বিভিন্ন নোটিফিকেশন বার বার দেখা দিতে থাকে যদিও তা দেখা হয়ে গেছে এবং মুছে ফেলা হয়েছে। যেমনঃ আপনি একটা ডিভাইসের সকল নোটিফিকেশন ডিলেট করে দিয়েছেন কিন্তু অন্য একটা ডিভাইসে আপনি যদি আপনার কোন একাউন্ট লগইন করেন তবে পূর্বেকার ডিভাইসের মত আবার একই নোটিফিকেশন দেখা যায়। তাই গুগল নিশ্চয় এই ব্যাপার টা মাথায় রেখে নোটিফিকেশন এর ঝামেলা এড়াতে কাজ করবে বলে আমার মনে হয়।
- স্প্লিট স্কীন এবং একই পর্দায় বিভিন্ন অ্যাপ এর ম্যানেজমেন্টঃ দীর্ঘ সময় ধরে গুগলকে বারবার স্প্লিট স্ক্রীন ফিচার ব্যবহার করার অনুরোধ করেছে ব্যবহারকারীরা, যা একই সময়ে একাধিক পর্দা দেখা ও ম্যানেজমেন্ট এর সহায়ক। আর তাই এবারও এই ফিচারের জন্য বারংবার অনুরোধ তো থাকবেই। তাই নই কি? বিশেষ করে এই ফিচারটি ট্যাব ইউজার দের জন্য বেশ সহায়ক।
- ক্রোম ও এন্ড্রয়েড ওএস এর সংযুক্তিঃ এন্ড্রয়েড ইউজাররা এন্ড্রয়েড এম এর সাথে গুগল আরেকটি ওএস ক্রোম এর সংযুক্তি অবশ্যই সাধুবাদ জানাবে, এতে করে একসাথে দুইটি অপারেটিং সিস্টেম ব্যবহারের মজা পেতে পারে ব্যবহারকারীরা।
- ব্যাকআপঃ গুগলের উচিত এর ব্যাকআপ সার্ভিসের উন্নয়ন করা, এবং এন্ড্রয়েড ব্যবহারকারী হিসাবে আমি অবশ্যই এন্ড্রয়েড এম এ সহজতর ও দ্রুত অপশনটি পাব বলে আশা করি।
- এন্ড্রয়েড এমঃ এন্ড্রয়েড ব্যবহারকারীরা এন্ডয়েডের নতুন এই ভার্সনের নাম কি দিয়ে অবহিত করবে তা নিয়ে বেশ দুটানায় আছে, যদিও ওয়ানলিকস এর মাধ্যমে আমরা অবগত হয়েছি নতুন এই ভার্সনের নাম হতে পারে মিল্কশেক তবু যেহেতু অফিসিয়াল কোন ঘোষণা এখনো পাওয়া যায়নি, তাই বিভিন্ন জন বিভিন্ন ভাবে এই ভার্সনের নামকরণ করছেন। যেমনঃ M ফর Muffin, Mars Bars, Mermalade, ইত্যাদি।
শেষকথাঃ
গুগল তার সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত ও রিলিজ হওয়ার সময় না বলা পর্যন্ত আপাতত পুরো বিষয়টাকে গোপন রেখেছে, যা ২৮ এবং ২৯ মে তে অনুষ্টিত হবে।
ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য ও টিউন টি পড়ার জন্য। সবাই ভাল থাকবেন আর সুন্দর থাকবেন।
যদি সম্ভব হয় কালের খেয়া এবং নকিয়ান তে ঘুরে আসতে পারেন আর আপনার ফিডব্যাক জানাবেন।
ধন্যবাদ, এতো সুন্দর একটি তথ্য শেয়ার করার জন্য।