খুব সহজেই স্যামসাং গ্যালাক্সি এস ডুওস(GT-S7562) রুট করুন Unlock root pro দিয়ে

কেমন আছেন সবাই?শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকে এন্ড্রইড মোবাইল নিয়ে টিউন করতে আসছি। এখন প্রায় সবাই এন্ড্রইড মোবাইল ইউস করে ,আমি করি শিরোনামে মডেল টা ।মোবাইল রুট করার কয়েক পদ্ধতি আছে,এটা আমার কাছে সবচেয়ে সহজ মনে হল।অন্য পদ্ধতিতে মোবাইল এর ভলিউম কী, পাওয়ার বাটন, আরও সব কি যেন চাপতে হয়,আমার নিয়মে এত ঝামেলা নাই,তাহলে শুরু করুন ,না তার আগে বলি রুট করলে কি কি সুবিধা,নতুন দের জন্য

১।ব্যাটারি ব্যাকআপ বাড়ানো

২।কাস্টম রম ইন্সটল করা যায়

৩। মোবাইল এর ডিফল্ট এপস যা ইউজ করা হয় না তা ডিলিট করা যায়

৪।বুট এনিমেশন বদলানো যায়...ইত্যাদি

আর অসুবিধা হল আপনার মোবাইল এর ওয়ারেন্টি হারাবেন,তবে ওয়ারেন্টি শেষ হবার পর রুট করলে তো কোন সমস্যা নাই, আমি ২ বছর অপেক্ষা করলাম রুট করার জন্য অনেক আগেই করার ইচ্ছা ছিল,অনেক হল এখন

যা লাগবে মোবাইল রুট করার জন্য

১।মোবাইল টা কে ফুল চার্জ দিয়ে নেন।

২।পিসিতে Unlock root pro সফটওয়্যার টা ডাউনলোড করে ইন্সটল করুন।

৩। আপনার মোবাইল এর ডিভাইস ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করুন পিসি তে।
এখন Unlock root pro সফটওয়্যার টা ওপেন করুন।নিচের ছবি ফলো করুন।

কাজ শেষ, ডাটা কেবল খুলে ফেলেন, আমি ডাটা কেবল অরিজিনাল স্যামসাং এর টা ব্যবহার করিনি,তবে অরিজিনাল টা ইউজ করা উচিত। নিয়ম ঠিক মত ফলো করলে কোন সমস্যা হওয়ার কথা না, ভাল থাকবেন।

 

Level 0

আমি শিবলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 120 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত কষ্ট কিরার চাইতে কিংরুট ইউজ করাই উত্তম।
কিংরুট দিয়ে যেকোন সেট ই রুট করা যায় কোন সমস্যা ছাড়া

    কস্ট কই? কিং রুট এ কি ডিভাইস ড্রাইভার ইন্সটল করা লাগে না?,usb debugging on করা লাগে না?

Level 0

কাস্টম রোম প্রয়োজন

আমি একটা ওয়ালটন E4+ কিনেছি এখন আমি এটাতে একটা কাস্টম রোম ব্যবহার করতে চাই কিন্তু কোথা থেকে এবং কিভাবে কাস্টম রোম সেটআপ দিতে হয় জানি না যদি কেউ সাহায্য করেন তাহলে বড়ই উপকার হবে

vai NOKIA XL ki vabe root korbo plz help me

software version 1.2.3.21

https://www.techtunes.io/android/tune-id/350665

99% Android অপারেটিং সিস্টেম এর ফোন একটি এপ দিয়ে রুট করুন 99% Safe and With Root Checker pro

king root dea to hoe naa

50/60 % hoear por mobile bondo hoe jaee

kingroot দিয়ে,,স্যামসাং গ্যালাক্সি এস ডুওস(GT-S7562) রুট করা যায়না কেন?