এন্ড্রোয়েড ফোনে ভিডিও প্লে করার জন্য যে সকল প্লেয়ার গুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে MX Player সবচেয়ে জনপ্রিয়। কারণ এতে প্রায় সকল ফ্যারমেটের ভিডিও চলে। আবার ইচ্ছামত ভিডিওকে রিসাইজ করাও যায়। এছাড়াও আছে আরোও অনেক ধরনের মজার ও সুবিধা জনক ফিচার। তাই এন্ড্রোয়েড ইউজারদের কাছে MX Player দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। তবে নতুন ভার্সনের MX Player কিছু কিছু ভিডিও তে সাউন্ড পাওয়াযাচ্ছে না ।
যে সকল ভিডিও তে AC3&DTS অডিও ফর্মেটের মূলত সেইগুলারই সাউন্ড পাচ্ছি না। চলুন আসল কাজে আসি।
প্রথমে MX Player এর কাস্টম কোড টি ডাউনলোড (38.35 MB) করুন।
aio.1.7.32.zip ফাইল টি কপি করে আপনার এন্ড্রয়েড ফোনের ডিফল্ট Download ফোল্ডারে অর্থাৎ আপনি কোনো ফাইল ডাওনলোড করলে যেই ফোল্ডারে ফাইলজমা হয় সেই ফোল্ডারে রাখুন।
যদি আপনি কাজ ঠিক মত সম্পন্ন করেন তাহলে তাহলে MX Player অটোম্যাটিক কাস্টম কোড নিয়ে নিবে।
[যদি না পায় তাহলে ব্রাউস করে দেখিয়ে দিবেন]
যদি আপনার ফোন একটু লো কনফিগারেশন এর নিচে হয় তাহলে উপরের কাজ গুলো করার পর
Settings> Decoder> Software Decoder>> S/W Decoder (Local) এ টিক দিয়ে দিন।
কাজ শেষ। এবার উপভোগ করতে থাকুন । আর যদি ডাটা কানেকশন অন রাখা অবস্তায় বিরক্ত কর বিজ্ঞাপনের সম্মুখীন হন তাহলে অবশই MX Player Pro ডাওনলোড করতে ভুলবেন না।
ফেসবুক গ্রুপে জয়েন করতে ভুলবেন না।
ভুল হলে ক্ষমা করবেন
আর কিছু না বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
এটা নিয়ে পারভেজ ভাই আগেও একটা টিউন করেছেন....
তার লিংক
যেটা আমার জানা ছিলো না। তবে দুটাতে কিছু পার্থক্য থাকায় টিউন আর ডিলিট করলাম না।।
আমি শফিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ |