এন্ড্রোয়েডের সকল লক শুধুমাত্র একটি পদ্ধতিতে খুলে ফেলুন (প্যাটার্ণ লক, পাসওয়ার্ড লক, ফিংগার লক, অন্যান্য লক)

এর আগে এ সমন্ধে অনেক টিউন হয়েছে, তারপরও কেনো আমি একই টিউন করছি? কারণ এর আগে কেউ স্ক্রীণশট  দিয়ে টিউন দেয় নি! যার ফলে আপনাদের কেউ কেউ এটি ভালো করে বুঝেন নি। আমার এই টিউনে পর্যাপ্ত ফটো ব্যবহার করা হয়েছে। এতে আপনারা সহজেই বুঝতে পারবেন। কাজের কথায় আসি...
আমরা যারা এন্ডোয়েড সেট ইউজ করি, তারা সব সময়ই নিরাপত্তার জন্য প্যাটার্ণ লক, ফেস লক, ফিংগার লক, পাসওয়ার্ড লক বা আরো অন্যান্য লক ব্যবহার করে থাকি। যা আমাদের মোবাইলের নিরাপত্তা দেয়। কিন্তু আমরা যখন কয়েকবার ভুল পাসওয়ার্ড দেই তখন? তখন সেটটি আর আনলক করতে পারি না। ফলে আমাদেরকে সার্বিস সেন্টারে গিয়ে ৩০০-৪০০ টাকার বিনিময়ে তা আনলক করে আনতে হয়, সাথে তো গাড়ি ভাড়া আছেই।
কিন্তু কেমন হয় যদি আপনি নিজেই তা খুলতে পারেন? চলুন দেখে নেইঃ

প্রথমে আপনারে সেটটি অফ করুন। এবার Power Button+Volume Up চেপে ধরুন (যাদের মোবাইলের নিচে মেনু সুইচ আছে তারা Power Button+Menu Swith+Volume Up চাপুন)।

এবার যতক্ষণ পর্যন্ত মোবাইলের নাম না আসে ততক্ষণ ধরে রাখুন। এবার দেখুন একটি মেনু আপনার ডিসপ্লেতে এসেছে। এবার এখান থেকে wipe data/factory reset সিলেক্ট করুন (down volume দ্বারা নেভিগেশান করবেন)। নিচের চিত্রে দেখুনঃ

এবার নিচের মত একটি পেজ আসবে। সেখান থেকে Yes -- delete all user data সিলেক্ট করুন। নিচের চিত্রে দেখুনঃ

 

এবার নিচের মত আরেকটি পেজ আসবে (যা প্রথম এসেছিল)। নিচের চিত্রে দেখুনঃ

এবার এখান থেকে Reboot system now সিলেক্ট করুন। তারপর দেখবেন আপনার মোবাইলটি রিসার্ট নিয়েছে। এবার দেখুন আপনার মোবাইলটি সম্পূর্ণ আনলক হয়ে গেছে।।

কারো বুঝতে অসুবিধা হলে টিউমেন্ট করতে ভূলবেন না যেন। আর হ্যাঁ, সকল সিমের অফার জানতে আমার সাইটটি ঘুরে আসতে পারেন।

Level 2

আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট আমার নেশা ❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এতে কি ফোন মেমোরি তে থাকা সবকিছু ডিলেট হয়ে যাবে??

Level 0

তাতো হবেই!

Level 0

জানা আছে। শেয়ার করার জন্যে ধন্যবাদ।

jodi volume button nosto thake tahole ki korbo
Ami W22 use kori

Level 0

Privacy code(Anti-thief code) never possible ei bhave

পুরাতন বিষয় এই নিইয়ে অনেক টিউন হয়েছে তাই অন্তত টিউন করার আগে একবার Search করে দেখুন যে আগে কোন টিউন হয়েছে কি না।