All Android বেব্যহারকারী ভাই আপনাদের জন্য Supar Post *** Computer এর মত Multi Window বেব্যহার করুন সকল Android Device এ

আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা
সবাই ভাল আছেন। আশা করি আজকের Tune টি আপনাদের কাজে দিবে।

Multi Window ব্যবহার করবেন কিভাবে?

আমরা অনেকেই আমাদের স্মার্ট ফোনে Multi Window ব্যবহার করতে চাই Samsung মোবাইলের মতো। কিন্তু কি আর করা, কম দামি মোবাইল যারা ব্যবহার তাদের Multi window ব্যবহার করা স্বপ্নই থেকে যায়। এন্ড্রয়েড ইউজার দের জন্য সু-খবর। আপনারা চাইলেই এখন আপনাদের ফোন Multi Window করতে পারবেন। আর এ জন্য আপনার ফোন রুট হতে হবে।

চলুন দেখে নেই কি কি করতে হবে

প্রথমে নিচের Zip File টি নামিয়ে নিন।

Download

Download করার পর ২টি Apk File পাবেন।

1. Xposed Installer install

2. Xmulty Window install

আপনাকে যা করতে করতে হবে তা হলো প্রথমেই Xposed Installer install করে নিন। এর পর Xmulty window install করুন।তার পর Xposed installer open করে modules এ ক্লিক করুন। দেখতে পাবেন Xmulty window নামে একটা icon আসছে। এখন সেই Icon এ টিক দিয়ে বের হয়ে আসুন। এরপর framework এ ক্লিক করুন। এরপর install update এ ক্লিক করে ফোন রি-বুট করে ফেলুন। এখন আপনার app drawer open করে Xmulti window apps টা open করুন। এখানে Open Side bar এ ক্লিক করুন। এখন আপনি যেই এপস গুলো Side bar এ আনতে চান সেগুলো Select করে নিন। আর মোবাইলের Desktop এ এসে বাম পাশে Screen এ হালকা ক্লিক করলেই একটা Side bar open হবে। এখানে থেকে আপনি যেই এপস open করতে চান সেটাতে ক্লিক করে উপরে বা নীচে সিলেক্ট করুন। যদি প্রথম এপস উপরে সিলেক্ট করে থাকেন তো পরের এপস নিচে সিলেক্ট করে দিন।

ব্যস হয়ে গেল আপনার ফোনে Samsung এর মত Multi-Window

 

 

কাজে লাগবে তাই আমার সাইট http://trickmela.com দেখুন একবার ঘুরে।

Level 0

আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি আর বলব ভাই, আপনার টিউন গুলানও সেই রকম …….. -:D

হা হা হা মজা পেলাম 😛

@মোঃ কাওসার রহমান
পলাশ Thank You For Cm

sidebar এপ্লিকেশন ডাউনলোড দিলেই হয়। এত কষ্ট করার দরকার পরে না।