অ্যান্ড্রোয়েড যখন সব কিছু [পর্ব-০৩] :: আপনার স্মার্ট ফোন দিয়েই তৈরি করুন আপনার নিজের মিউজিক! Mix করুন, Feel করুন, Shake করুন, Share করুন!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম এন্ড্রোয়েড এর মজার এবং অত্যাবশ্যকীয় অ্যাপ্লিকেশন নিয়ে আমার চেইন টিউনের ৩য় পর্ব।

মিউজিক ভালোবাসেন নিশ্চয়? প্রশ্নটা বোকামী হয়ে গেলো কিনা ভাবছি। কারন মিউজিক ভালোবাসে না এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। তবে মিউজিক এর সাথে গান ভালোবাসে না এরকম লোকও খুবই কম। যার গানের কোন গলা নেই, কথা প্রসঙ্গে বলতে গেলে যার গান শুনে ভেড়া দৌড়ে পালাবে সেও বাথরুমে গেলে দু’এক লাইন গেয়ে উঠে। কিংবা নিজের ঘরের দরজা লাগিয়ে চুপি চুপি মোবাইল ফোনে নিজের গাওয়া গানের কয়েক লাইন রেকর্ড করে বুঝতে চেষ্টা করে শুনতে কেমন লাগে।

আমরা জানি, গানের গলা যেমন হোক তার সাথে মিউজিকের কম্বিনেশন যেকোন গানকে অসাধারন করে ফেলতে পারে। আজকাল তো হেড়ে কলার বেসুরের গানকে শুধু ইনস্ট্রুমেন্টের সাহায্যেই সুরেলা করে তোলা যায়। যাহোক, যারা মাঝে মাঝে নিজের গানকে একটু আলাদা করতে চান তারা নিশ্চয় মনের অগোচরে হলেও মিউজিক কম্বিনেশনের কথা চিন্তা করেন।

আপনাদের হয়তো মনে সাধ জাগে নিজের গানের সাথে একটু মিউজিক যোগ করে সেটাকে আরও একটু শ্রুতি মধুর করার জন্য। যাদের কম্পিউটার আছে তারা এসব কাজ খুব সহজেই অনেক বড় বড় সফটওয়্যার ব্যবহার করে করে ফেলতে পারে। কিন্তু যাদের স্মার্টফোন হলো একমাত্র ভরসা তাদের জন্যই আমার আজকের টিউন। টেকটিউনসে প্রযুক্তির সুরে মেতে থাকা একদল প্রযুক্তিপ্রেমীকে আজ সত্যিকারের সুরের মুর্ছনায় বিমোহিত করতেই আমার আজকের সব আয়োজন।

MAGIX Music Maker Jam - আপনার পকেট মিউজিক স্টুডিও

শিরোনাম দেখেই নিশ্চয় বুঝে গেছেন এটি বিশ্ববিখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান MAGIX এর একটি স্মার্টফোন অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রোয়েড সিরিজে টিউনটি করলেও এটা মুলত অন্যন্য স্মার্টফোন অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এবং iOS প্লাটফর্মেও কাজ করবে। অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনি স্মার্টফোন মিউজিক এর ক্ষেত্রে একটা রিভোলিউশন এনে দিতে পারবেন। মিউজিককে বিভিন্ন ইফেক্ট দেওয়া, তাদেরকে বিভিন্ন স্টাইলে রূপান্তরিত করা সহ আরো অনেক কিছু করতে পারবেন যা আমরা টিউনের বাকী অংশে দেখবো।

তবে টিউনের বাকী অংশে যাবার আগে চলুন একনজের অ্যাপ্লিকেশনটি চালনা করার জন্য আপনার স্মার্টফোনের কী ধরনের কনফিগারেশন থাকতে হবে সেটা একটু দেখে নেই।

অ্যাপ্লিকেশনটি চালানোর জন্য আপনার ফোনে যা যা লাগবে
যা না হলে চলবেই নাযতোটুকু হলে সবচেয়ে ভালো হয়
Android 4.0Android 4.2
1GB RAM2GB RAM
1 Core CPU, min. 1 GHz4 Core CPU, 1.5 GHz
Memory: 100 MBMemory: 300 MB (for all free styles)
x86 or ARM

MAGIX Music Maker Jam - গুরুত্বপূর্ণ ফিচার সমুহ

মিউজিক সম্পর্কিত কাজের জন্য অ্যাপ্লিকেশনটিতে রয়েছে অনেক রকমের সুবিধা। যদিও এর অধিকাংশ সুবিধা প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য তারপরেও যতোটুকু ফ্রিতে ব্যবহার করা যায় সেটাও একজন সাধারন ব্যবহারকারীর জন্য একেবারে মন্দ না। আপনার জন্য অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো নিচে উল্লেখ করা হলো।

  • অ্যাপ্লিকেশনটিতে রয়েছে সুন্দর গ্রাফিক্যাল ইন্টারফেইস এবং চমৎকার ওয়ার্কস্পেস।
  • শুধুমাত্র আঙ্গুলের সামান্য স্পর্শেই Tempo এডজাস্টমেন্ট এর মাধ্যমে মেলোডি পরিবর্তন করতে পারবেন।
  • একটি পারফেক্ট সাউন্ড এর জন্য ৮টি ট্রাক মিক্সারের সাহায্যে গানকে অনেক শ্রুতিমধুর করতে পারবেন।
  • টাইমের সাথে ইফেক্ট পরিবর্তন করতে পারবেন।
  • এতে রয়েছে অসাধারন সব লুপ এবং বিভিন্ন ধরনের মিউজিক স্টাইল।
  • ব্যবহার বিধি খুবই সহজ এবং যেকোন মিউজিক কে আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায় পিসিতে MAGIX Music Maker এ স্থানান্তর করতে পারবেন।
  • বিভিন্ন মিউজিক স্টাইলকে লুপ সিলেক্টর এর মাধ্যমে এক সাথে সংযোজন করে অসাধারন সব মিউজিক তৈরী এবং তাতে মনমুগ্ধকর ইফেক্ট দিতে পারবেন।
  • সবশেষে আপনার তৈরী করা অডিও ফাইলকে খুব সহজেই বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন।
  • আরো বিস্তারিত তথ্যের জন্য অ্যাপ্লিকেশনটির অফিশিয়াল সাইট হতে এক নজরে ঘুরে আসতে পারেন। অফিশিয়াল লিংকের জন্য এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন
  • এছাড়াও আপনি চাইলে নিচের ১ মিনিটের অফিশিয়াল ট্রেইলারটি দেখে নিতে পারেন। আশা করা যায় অ্যাপ্লিকেশনটি সম্পর্কে  আরও একটু ধারনা হবে।

MAGIX Music Maker Jam - ডাউনলোড

অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো যদি আপনার ভালো লেগে থাকে অথবা আপনার প্রয়োজনের সাথে যদি অ্যাপ্লিকেশনের ফিচারগুলো মিলে যায় তাহলে দেরি না করে নিচের ডাউনলোড লিংক থেকে আপনার ডিভাইস অনুযায়ী ১৬৭ মেগাবাইটের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড শেষ হলে যথারীতি স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন এবং মনের আনন্দে ব্যবহার করুন। আশা করি আজ থেকে আপনি নিজের মিউজিক তৈরী করে আত্বতৃপ্তির পাশাপাশি অন্যের তৃপ্তিরও কারন হবেন।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে।

সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আশাকরি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের জন্য » সানিম মাহবীর ফাহাদ

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ও লা লা , জটিল টিউন 🙂 tnx

ধন্যবাদ, ভাই এটা কি এফএল স্টুডিও এর মত বা এর থেকে ভাল?

    @Raihan Khan: এফএল স্টুডিও তো পিসির জন্য কিন্তু এটা স্মার্টফোনের জন্য। তবে এটা স্মার্টফোনের অন্য যেকোন অ্যাপ্লিকেশনের চেয়ে অনেক ভালো। ধন্যবাদ 🙄

সানিম ভাই,এইটা প্রু ভার্সন ?

Thx

hmm. music premider jonno darun ekta apps. sundor n valo laglo…donnobadh.