এন্ড্রয়েডে Windows 7 install করার পদ্ধতি

ভুমিকা:

আমরা সবাই জানি যে Windows এ বিভিন্ন পদ্ধতিতে Android চালানো যায়। তাই আমার মনে একটা আশা ছিল খুব শীগ্রই হয়ত Android এ Windows চালানো যাবে। এজন্যই অনেকদিন থেকে নেটে ঘাটাঘাটি করছিলাম। অবশেষে ২ টি পদ্ধতি পেলাম, এর একটি হল ইমুলেটর দিয়ে, আর অন্যটি হল Windows based software দিয়ে। আমার কাছে ইমুলেটর পদ্ধতিটি পছন্দ হয়নি কারন এটা দিয়ে শুধু Windows 95 এবং Windows XP চালানো যায়। এবং তা অনেক স্লো। আর অন্য পদ্ধতিতে Windows 7 এবং Windows 8 উভয়ই লোড দেওয়া যায়। আজকে আমরা ২য় পদ্ধতিটি দেখব। তো চলুন শুরু করা যাক।

 প্রয়োজনীয় উপকরন:

 ১. একটি কম্পিউটার

২. একটি মোবাইল ফোন

৩. একটি ডাটা ক্যাবল

৪. Change My Software 7 Edition

৫. ইন্টারনেট কানেকশন।

 কাজের পদ্ধতি:

 ১. প্রথমে এখান থেকে সফটওয়ার টি আপনার কম্পিউটারে ডাউনলোড করুন।

২. সফটওয়ারটি ইন্সটল করুন।

৩. আপনার মোবাইলটি ক্যাবল দিয়ে কম্পিঊটারে কানেক্ট করুন।

৪. সফটওয়ারটি ওপেন করুন।

৫. Android > windows 7 তে ক্লিক করুন।

 

৬. ভাষা নির্বাচনের পর Windows 7 এবং এর Driver গুলো ডাউনলোড হওয়া শুরু করবে। এর জন্য একটু সময় লাগবে, সাথে লাগবে ভাল স্পীডের ইন্টারনেট।

 

 ৭. ডাউনলোড শেষ হলে Install Button এ ক্লিক করুন, মনে রাখবেন ভুলেও Remove Android এ টিক দিবেননা। এবার Windows 7 ইন্সটল হওয়া শুরু হবে। ইন্সটল হওয়া শেষ হলে আপনার সেট একাই রিস্টার্ট নিবে।

 ৮. আপনার ফোনটি চালু হওয়ার সময় দুইটি OS ই দেখাবে সেখান থেকে Windows 7 select করুন। ব্যস কাজ শেষ। 

কোন সমস্যা হলে এই ভিডিও টি দেখতে পারেন

 দ্রষ্টব্যঃ এটি একটি সম্পুর্ন নিরাপদ পদ্ধতি। তারপরও কোন সমস্যা হলে আমাকে দায়ী করতে পারবেননা। সম্পুর্ন নিজ দায়ীত্বে করুন।

 পুর্বে পোষ্টটি এখানে  প্রকাশিত।

Level New

আমি riponku। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have completed my graduation from ku. I love technology very very much.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Download টা অফলাইনে হবে? আর এটা কি কাস্টমাইজ করা উইন্ডোজ নাকি আসল যাতে পিসি’র সব ফিচার থাকবে?

এটা কী অরিজিনাল উইন্ডোজ এর সব ফিচার সাপোর্ট করে ?

অন্য কোথাও আপলোড করে দিন এখান থেকে ডাউনলোড করতে পারছি না ।

Level New

ভাই এটা একদম হুবুহু Windows7. এটা অনলাইনেই ডাউনলোড করতে হয়। আগে থেকে ডাউনলোড করে রাখার কোন পদ্ধতি নাই। সফটওয়্যার টা আপলোড করার চেষ্টা করছি।

দেখি আগে ইনস্টল করে কি হয় ।

Online এ যেটা download হবে , সেটা pc/mobile এ save করা যাবে ?
otherwise একটা কাজের জিনিস ।

অন্য কোথাও আপলোড করে দিন এখান থেকে ডাউনলোড করতে পারছি না । ভাই প্লিজ, 7 টার ।।।

Nokia XL Android Phone Hosse Na.

ভাই দেখে খুব ভালো লাগল। অনেক ভালো হয়েছে। Windows 7 এর লিংক টা দিলে অনেক উপকার হত। Windows 7 এবং এর Driver গুলো ডাউনলোড হতে কত মেগাবাইট লগতে পারে একটু ধারনা দেন।এখানে তো দেখতে পারছি ২.১৪ গিগাবাইট। মানে আপনার পোষ্টের ৬ নং।

Level 2

আরও একটু বিস্তা‌রিত লিখ‌লে ভাল হত । র্যাম এবং রম কতটুকু লাগ‌বে ? যা‌দের মোবাই‌লে ওয়া‌রে‌ন্টি আ‌ছে, তারা য‌দি এটা ক‌রে ত‌বে তারা ওয়া‌রে‌ন্টি পা‌বে ?

এটাটে কি exe file সেটাপ দেয়া যাবে নাকি ‍apk file ‍সেটাপ দিতে হবে?
windows 7/8 pc ভার্সন এর মত কাজ করবে? নাকি শুধু দেখতে windows 7/8 এর মত হবে।
জানাবেন Please.

এটা 100% ভুয়া সাইট. নিজে প্র্যাকটিক্যাল না করে অযথা হয়রানিমূলক পোস্ট করা থেকে বিরত থাকুন। http://forum.xda-developers.com/android/help/run-windows-android-dual-boot-t2859715
উপরের লিংকে গিয়ে কিছু তথ্য জানতে পারেন। গুগল থেকে কিছু রিভিউ দেখলেই বুঝতে পারবেন।

ট্যাব এ কিভাবে ডুয়াল বুট ইনস্টল করবো ?