অনেক দিন পর টিউন করতে বসলাম । ভুল ভ্রান্তির জন্য প্রথমেই ক্ষ্মা চেয়ে নিচ্ছি ।
আমরা বেশিরভার Android ইউজাররা মিডিয়াটেকের প্রসেসরের Walton/Symphony স্মার্টফোন ব্যাবহার করি । ফোনে নতুনত্ব আনতে কাস্টম রম ফ্লাশ করি অনেকেই ।অনেক সময় কাস্টম রমে বাগ থাকার কারনে অথবা ফ্লাশ করতে গিয়ে ভুল করলে imei invalid হয়ে যায় । কখনো কখনো সিম কার্ড থাকা স্বত্বেও সিম কার্ড আনপ্লাগড দেখায় মানে সিম কার্ড পায় না ।ফলে কাস্টমার কেয়ারে ৩-৪ দিন এর জন্য ফোন ফেলে রাখতে হয় । আজ আমি আপনাদের এর সমাধান দেখাব ।
এর জন্য আপনার দরকার হবে
১ ফোনের Firmwere (search google)
২ Driver
৩ ল্যাপটপ অথবা ডেক্সটপ পিসি
প্রথমে আপনার Firmwere আনজিপ করুন এবং প্রয়োজনীয় driver ইন্সটল করুন ।
এবার sp flash ওপেন করুন ও android-scatter সিলেক্ট করুন ।
এখন format button এ ক্লিক করুন এবং ok তে ক্লিক করুন (চিত্র অনুযায়ী)
ok তে ক্লিক করার পর আপনার ফোন কানেক্ট করুন usb দিয়ে । ফোন অবশ্যই বন্ধ থাকতে হবে ।
১০ সেকেন্ড এর মত লাগতে পারে শেষ হতে এরপর এমন মেসেজ আসবে
এবার ফোনটি usb থেকে খুলে ফেলুন । আর অবশ্যই ফোন অন করবেন না ।
এবার সবুজ মেসেজটি কেটে দিয়ে download বাটনে ক্লিক করুন তারপর মোবাইল usb তে কানেক্ট করুন ।
৪-৫ মিনিট লাগতে পারে । শেষ হয়ে গেলে আগের মেসেজটি দেখাবে । এবার আপনার ফোন অন করুন । দেখুন সিম কার্ড পেয়েছে কিন্তু imei invalid
এবার দেখাব কিভাবে imei ফিক্স করবেন
প্রথমে mobileuncle mtk droid tool ইন্সটল দিন । এবার নিচের চিত্র অনুযায়ী ফলো করুন
Engineer mode (MTK) সিলেক্ট করুন
এবার phone 1 সিলেক্ট করুন
এই পেইজ আসলে AT+EGMR=17"" সিলেক্ট করুন এবং AT+EGMR=17"123456789" এভাবে আপনার imei বসিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন ।
123456789 এর স্থানে আপনার imei দিন
এবার ফোন রিবুট দিন । দেখুন একটি imei পেয়ে গেছে ।
এবার আগের প্রসেস মত এগিয়ে phone 1 এর পরিবর্তে phone 2 সিলেক্ট করুন ও AT+EGMR=1,10,"" সিলেক্ট করে আপনার অপর imei দিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন ও রিবুট দিন ।
এবার আপনার imei পেয়ে গেছে ।
কোন ভুল করে থাকলে জানাবেন । ধন্যবাদ
আমি Miraj Morshed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের টিউন @ ধন্যবাদ আর পারলে এই নিয়ে একটি টিউন চাই কিভাবে Mobile এর কান্ট্রি লক খোলা যায় তার নিয়ম। অনেকে দেখি ৫/১০ সময় ব্যয় করে এই কাজটি করে দেয়।