বিসমিল্লাহি রহমানির রহিম
পর্ব ১ এ আমি আপনাদের একটি সুন্দর কাস্টম রম এবং CWM,Root নিয়া আলোচনা করেছিলাম। প্রয়োজনে এই খানে ক্লিক করুন।
আজকে আপনাদের আরও একটি সুন্দর কাস্টম রম দেখাবো।
প্রথমেই আপনাকে বলছি যে, CWM,Root আপনার ওয়ালটন প্রিমো ইএফ২ মোবাইল এ থাকতে হবে। এবং আর পদ্দতি পর্ব ১ এ দেয়া হইছে।
এখন তাহলে শুরু করা যাক আজকের ওয়ালটন প্রিমো ইএফ২ এর আরও একটি কাস্টম রম নিয়া।
আজকের কাস্টম রমটির নাম Primo RM Stock ROM For Primo EF2 By Shakil Khan
এই কাস্টম রমটির ডেভেলপার শাকিল খান, মানে আমি নিজেই।
এই রমটির সবচেয়ে ভাল দিক হল অনেক চার্জ থাকবে এই রম এ। আশা করি ভাল লাগবে।
এই রমটিতে যা যা নতুন ফিচার আছে তা ছবিতেই দেখানো হল ঃ
উইন্ডোজ থিম ঃ
Bug ঃ শুধু সেটিং এর ডিসপ্লে অপশন এ যাবে নাহ। বাকি সব ঠিক।
এই রমটি ডাউনলোড করতে এইখানে ক্লিক করুন।
এবং সকল ছবি এর লিঙ্ক ঃ এইখানে ক্লিক করুন।
এই রমটি ফ্ল্যাশ করার পদ্দতি সব পর্বেই এ বলেছি এবং আবার বলছি
মোবাইলটি বন্ধ করুন।
১) মোবাইলটি বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।
২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন
আপনি ফরমেট করবেন SYSTEM, DATA এবং CACHE এই ৩টি।
৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন, CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন।
৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন।
৫) কিছুক্ষণ অপেক্ষা করুন।
শেষ হলে restart/reboot যা থাকবে তাতে ক্লিক করুন।
এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন সুন্দর Primo RM Stock ROM For Primo EF2 কাস্টম রমটি।
{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }
এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন
এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস ওয়েবসাইট এই টিউন করা হয়েছে।
ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে।
এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন।
(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন )
চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ
আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভাল হয়েছে ধন্যবাদ।