উইন্ডোজ একটি জনপ্রিয় পেইড অপারেটিং সিস্টেম। কিন্তু বাঙ্গালি জাতি উদারমনা এরা জিনিসের দাম দেখে না মান ভাল হইলেই চাইখা দেখে তাও আবার ফ্রীতে। লোল
তো আশা করি এই যুগে বেশিরভাগ থ্রীজি পুলাপানের হাতেই এন্ড্রয়েড স্মার্টফোন আছে। কিন্তু এন্ড্রয়েড খুব বেশি জনপ্রিয় হলেও এটার কাজ বিনোদনমূলক এপেই সীমাবদ্ধ। কোন ধরনের অফিস ডকুমেন্ট তৈরী করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার।দাম কম হওয়ায় অনেকেই এন্ড্রয়েড ট্যাব কিনেন অফিসিয়াল কাজগুলো সারার জন্য কিন্তু পরে বুঝতে পারেন এই ক্ষেত্রে উইন্ডোজের বিকল্প কিছু নাই। তাই বলে কি আমরা এন্ড্রয়েড ব্যাবহারকারীরা মাথার চুল ছিড়ব?? না ভাই আসেন আপনার আর আমার ট্যাব বা ফোনটাতেও উইন্ডোজ ইন্সটল কইরালাই।
আপনারা নিশ্চয়ি vmware এর নাম শুঞ্ছেন যেটাতে উইন্ডোজের ভিতরে থেকেও অন্য অপারেটীং সিস্টেম চালানো যায়!!! এন্ড্র্যেডেও লিম্বো এপ নামে তেমনি একটা ইমুলেটর আছে। আসেন দেখি শুরু করা যাক।
২।তারপর ইন্সটোল কইরালান।
৩।load vm click করেন।new তে ক্লিকান।
৪।ইউজার ইন্টারফেজ sdl সিলেক্ট করেন।
৫।এবার এই লিঙ্ক থেকে উইন্ডোজ এক্সপি ডাউনলোডান। এবং মেমোরী কার্ডের ফোল্ডারটা চিনে রাখুন ।
৬। আবার লিম্বোতে ঢুকুন এবং harddisk a থেকে আপনার ডাউনলোড করা এক্সপিটী সিলেক্ট করেন।
৭।সিপিউ মডেল qemu32 সিলেক্ট করেন।
৮। র্যাম মেমোরী ১২০ এ সেট করেন না হয় ক্র্যাশ করবে।
৯। এবার স্টার্ট কইরা দেন। সেটাপ প্রক্রিয়া স্বাভাবিকের মতই।
যাদের টিউনটী ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আর নির্বাচিতের জন্য ভোট দিবেন।
ফেসবুক পেজ একটা লাইক দিলে খুবই খুশি হবো
আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim
টিউনের বিষয় টা ভাল চালিয়ে জান