এবার আপনার এন্ড্রয়েডে চালান উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ xp

উইন্ডোজ একটি জনপ্রিয় পেইড অপারেটিং সিস্টেম। কিন্তু বাঙ্গালি জাতি উদারমনা এরা জিনিসের দাম দেখে না মান ভাল হইলেই চাইখা দেখে তাও আবার ফ্রীতে। লোল

তো আশা করি এই যুগে বেশিরভাগ থ্রীজি পুলাপানের হাতেই এন্ড্রয়েড স্মার্টফোন আছে। কিন্তু এন্ড্রয়েড খুব বেশি জনপ্রিয় হলেও এটার কাজ বিনোদনমূলক এপেই সীমাবদ্ধ। কোন ধরনের অফিস ডকুমেন্ট তৈরী করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার।দাম কম হওয়ায় অনেকেই এন্ড্রয়েড ট্যাব কিনেন অফিসিয়াল কাজগুলো সারার জন্য কিন্তু পরে বুঝতে পারেন এই ক্ষেত্রে উইন্ডোজের বিকল্প কিছু নাই। তাই বলে কি আমরা এন্ড্রয়েড ব্যাবহারকারীরা মাথার চুল ছিড়ব?? না ভাই আসেন আপনার আর আমার ট্যাব বা ফোনটাতেও উইন্ডোজ ইন্সটল কইরালাই।

আপনারা নিশ্চয়ি vmware এর নাম শুঞ্ছেন যেটাতে উইন্ডোজের ভিতরে থেকেও অন্য অপারেটীং সিস্টেম চালানো যায়!!! এন্ড্র্যেডেও লিম্বো এপ নামে তেমনি একটা ইমুলেটর আছে। আসেন দেখি শুরু করা যাক।

১। লিম্বো এপ ডাউনলোড কইরালান

২।তারপর ইন্সটোল কইরালান।

৩।load vm click করেন।new তে ক্লিকান।

৪।ইউজার ইন্টারফেজ sdl সিলেক্ট করেন।

৫।এবার এই লিঙ্ক থেকে উইন্ডোজ এক্সপি ডাউনলোডান। এবং মেমোরী কার্ডের ফোল্ডারটা চিনে রাখুন ।

৬। আবার লিম্বোতে ঢুকুন এবং harddisk a থেকে আপনার ডাউনলোড করা এক্সপিটী সিলেক্ট করেন।

৭।সিপিউ মডেল qemu32 সিলেক্ট করেন।

৮। র‌্যাম মেমোরী ১২০ এ সেট করেন না হয় ক্র্যাশ করবে।

৯। এবার স্টার্ট কইরা দেন। সেটাপ প্রক্রিয়া স্বাভাবিকের মতই।

যাদের টিউনটী ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করবেন। আর নির্বাচিতের জন্য ভোট দিবেন।

পূর্বে এখানে প্রকাশিত

আমার ব্লগ

ফেসবুকে আমি

ফেসবুক পেজ একটা লাইক দিলে খুবই খুশি হবো

Level 0

আমি সাঈদ মোহাম্মদ ফাহিম আবরার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এস এম ফাহিম আবরার। ভালবাসি প্রযুক্তিকে জানতে। নিজের জানা জিনিস অন্যের মাঝে ছড়িয়ে দিতে। আমার ফেসবুক আইডি http://fb.com/lazyfahim


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনের বিষয় টা ভাল চালিয়ে জান

বেশ ভালো লেগেছে, দেখি চেষ্টা করে।

ভালো লাগলো ভাই।কিন্তু র্যাম ১২০ কেন আরও বেশি দেওয়া যায় না?

Windows xp ta to download korte parsi na

Level 0

very slow

কাজের জিনিস!! পরে চেষ্টা করে দেখব।

আপনার র্যাম যদি ১ জিবি হয় তাহলে ৫১২ পর্যন্ত নিতে পারেন। এক্সপি আপনার মূল ব্রাউজার থেকে ট্রাই করেন। মূল ব্রাউজারের অপশানে request desktop site এ মার্ক করে দিয়েন অথবা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন। সবাইকে ধন্যবাদ

windows xp dload link a problem

ভাই লিংক কাজ করছেনা,,,,,প্লিজ অন্য কোন লিংক দেন।।।

ধন্যবাদ, পরে ট্রাই করে দেখব।

http://www.4shared.com/zip/6DXMTGN2/Windows_95.html
বেটা পোষ্ট করে ভাগছে।।।।
উপরের লিংক ট্রাই করেন।
WINDOWS 95 ENGLISH VERSON…

Level 0

মেহেদী হাসান ভাই আপনার ফাইলের c.img corrupted দেখাই

ভাই আমার দেওয়া ফাইল কাজ করে,,,, 😀

memory drive ki fomate hoye jabe?

Vai. Memory card show korena… Taholeto kono lav nai,, memory use korar kono technique ace ki?

যারা, নিজের এন্ড্রয়েডকে সম্পূর্ণ উইন্ডোজের মতই সেটাপ দিতে চান তারা এই ভিডিও দেখুন, যারা সফল হবেন তাদের একজন একটি পোস্ট করে সবাইকে জানিয়ে দিন। http://www.youtube.com/watch?v=PZT2HJOr2LU