অনেকেরই মোবাইলের Navigation বাটনের সমস্যার জন্য, মোবাইল ব্যবহার করতে বিভিন্ন সমস্যা হয়। তবে আপনি চাইলে এখন খুব সহজেই আপনার ফোনের স্ক্রীনে Navigation Key Add করে সেই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কথা না বাড়িয়ে এবার কাজের কথায় আসি
যা কিছু প্রয়োজনঃ
►Rooted Android Device
এবং
►Root Explorer
ডাউনলোড করুন এখন থেকে
http://www.4shared.com/mobile/wf_xqn0bba/Root_Explorer_v333TROJANONHAX.html
♦কাজের ধাপঃ♦
→প্রথমে Root Explorer ওপেন করে Mounted as RW করুন।
→এবার Root Explorer ওপেন করে System Folder যান।
→System Folder এ থাকা Build.Prop ফাইলটি চেপে ধরুন। একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Permission এ ক্লিক করুন। এবং যে উইন্ডো আসবে সেখান থেকে Read এর নিচের সব ঘরে এবং Write এর নিচে শুধু প্রথম ঘরে টিক চিহ্ন দিয়ে Ok করুন।
→System Folder এ থাকা Build.Prop ফাইলটি চেপে ধরুন। একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Open In Text Editor এ ক্লিক করুন।
→Open In Text Editor এ ক্লিক করলে একটা Warning দেখাবে, এরকমঃ--> This Current File System Read-Only..........
সেখান থেকে Yes এ ক্লিক করুন।
→Yes এ ক্লিক করলে Text Editor ওপেন হবে। Text Editor ওপেন হলে, লেখাগুলোর একদম নিচে চলে যান। এবং সবশেষে "qemu.hw.mainkeys=0" লাইনটি যোগ করুন। ("" চিহ্ন দুটি হবে না)
→তারপর ফোনের ব্যাক বাটনে চাপ দিন। তাহলে আবার একটি Warning আসবে, এরকঃ--> You Have Made Changes This File...............
সেখান থেকে Yes এ ক্লিক করুন।
[নোটঃ→> দেখে নিন শেষে আপনি যে লাইনটি লিখলেছ, সেটা সেভ হয়েছে কিনা]
→কাজ শেষ। এবার আপনার ফোনটিকে রিস্টার্ট করুন। রিস্টার্ট হয়ে ফোন চালু হলেই দেখবেন আপনার ফোনে Navigation Key Add হয়ে গেছে।
★আগের অবস্থায় ফিরে যেতেঃ★
→আগের মতোই Root Explorer ওপেন করে System Folder যান।
→System Folder এ থাকা Build.Prop ফাইলটি চেপে ধরুন। একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Open In Text Editor এ ক্লিক করুন।
→Open In Text Editor এ ক্লিক করলে একটা Warning দেখাবে, এরকমঃ--> This Current File System Read-Only..........
সেখান থেকে Yes এ ক্লিক করুন।
→Yes এ ক্লিক করলে Text Editor ওপেন হবে। Text Editor ওপেন হলে, লেখাগুলোর একদম নিচে চলে যান। এবং সবশেষে "qemu.hw.mainkeys=0" লাইনটি ডিলিট করে দিন।
→তারপর ফোনের ব্যাক বাটনে চাপ দিন। তাহলে আবার একটি Warning আসবে, এরকঃ--> You Have Made Changes This File...............
সেখান থেকে Yes এ ক্লিক করুন।
→কাজ শেষ। এবার আপনার ফোনটিকে রিস্টার্ট করুন। রিস্টার্ট হয়ে ফোন চালু হলেই দেখবেন আপনার ফোন আর Navigation Key নেই।
এমন আরও টিপস পেতে চাইলে চলে যান আমার সাইটে:::
আমি সাইফুল ইসলাম শান্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।