স্যামসাং গ্যালাক্সি S-2 SHW M250K কোরিয়ান ভার্সন কে ইন্টারন্যাশনাল ভার্সন I9100 তে রুপান্তর করার পদ্ধতি।

ভুমিকাঃ

আসসালামু আলাইকুম, সুপ্রিয় টেকটিউন্সবাসী আমি প্রায় দীর্ঘ ৪ বছর যাবত টেকটিউনসের নিয়মিত পাঠক। কিন্তু কখনও কোন টিউন করার সৎ সাহস হয়ে উঠেনি। তবে আজ সব ভয় কাটিয়ে আমার জীবনের প্রথম টিউনটি করতে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কমেন্টস করে উৎসাহ দিবেন। তো শুরু করছি আজকের টিউন।  আমি নিজেও একজন কোরিয়ান S-2 ব্যবহারকারী। যারা ব্যবহার করেছেন তারা জানেন কোরিয়ান S-2 এর অনেক সীমাবদ্ধতা রয়েছে যেমন:

১. এস এম এস না যাওয়া

২. USSD ডায়ালিং না হওয়া

৩. ব্যালেন্স দেখতে না পারা

৪. এস এম এস ১৬০ অক্ষরের কম হওয়া

৫. বাংলা ফন্ট না দেখা যাওয়া।

ইত্যাদি সহ আরো অনেক সমস্যা। তো এসব সমস্যা থেকে উত্তরনের একমাত্র উপায় I9100 তে কনভার্ট করা। আমি নিজেও এ পদ্ধতিতে সফল হয়েছি। তো চলুন দেখা যাক কিভাবে কি করতে হবে।

 প্রয়োজনীয় উপকরণ:

১. একটি কম্পিউটার

২. S-2 এর ড্রাইভার।

৩. I9100 রম। ডাউনলোড এখান থেকে।

৪. I9100 PIT ফাইল। ডাউনলোড এখান থেকে

৫. Odin সফটওয়্যার। ডাউনলোড এখান থেকে

কার্যপদ্ধতি:

১. কাজ শুরু করার আগে আপনার ফোনটি ফুল চার্জ করে নিন

২. S-2 এর ড্রাইভার ইনস্টল করুন

৩. প্রথমে Odin কে Run as Administrator হিসাবে চালু করুন।

৪. এখন আপনার ফোনকে বন্ধ করে Volume (-), Home এবং Power Button এক সাথে চেপে ধরে ডাউন লোড মোডে চালু করুন।

৫. আপনার ফোনটিকে Odin Direct করতে পারলে ID:COM এর নিচে হলুদ কালার হবে

৬. এখন PIT Button এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত PIT File টি দেখিয়ে দিন। মনে রাখবেন এই ফাইলটির Extension হবে .pit, ডাউনলোড কৃত ফাইলটি Zip or RAR হলে Unzip করে .pit File টি বের করুন।

৭. এবার PDA Button এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত .md5 এক্সটেনশনের (এটি I9100 ফোনের রম) ফাইলটি দেখিয়ে দিন। মনে রাখবেন এই ফাইলটির Extension হবে .md5, ডাউনলোড কৃত ফাইলটি Zip or RAR হলে Unzip করে .md5 File টি বের করুন।

৮.  এবার Re-Partition, Auto Reboot এবং  F. Reset Time (Optional) কে টিক চিহ্ন দিন।
৯. এবার আল্লাহ্‌র নাম নিয়ে Start Button এ ক্লিক করুন। ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। Complete হওয়ার পর সেট একাই Restart নিবে। আশা করি প্রথম বারেই সফল হবেন, কারন আমি প্রথম বারেই সফল হয়েছি। আর প্রথম বার না হলে সেট Restart দিয়ে আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ সফল হবেন। তবে সেটের কিছু হলে আমাকে দোষ দিতে পারবেননা।

আজ এ পর্যন্তই, আল্লাহ্‌ হাফেজ।

পোষ্টটি আমার নতুন ছোট ব্লগে প্রকাশিত।

Level New

আমি riponku। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have completed my graduation from ku. I love technology very very much.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, প্লিজ Galaxy S III – SHV E210K (Korean)
এই মডেল টার ইন্টারন্যাশনাল রম টা দেন। প্লিজ প্লিজ প্লিজ প্লিজ

Level 2

nice tune… আমিও i9100 use করি। আশা করি এই model এর বেশ ভালো টিউন পাবো আপনার কাছ থেকে।

Level 0

vai eta ki SHW-M250S e kaj korbe??

    Level 0

    @BELAL KHAN: অবশ্যই হবে। আমি নিজে সফল ভাবে করেছি…. এবং বর্তমানে ব্যাবহার করছি..।

vai samsung galaxy GT-I9060 Official stok rom er download link dite parben? plz………

Level New

@Belal Khan
ভাই আমি Shw m250k তে সহজেই সফল হয়েছি। তবে নেট ঘেটে দেখেছি shw m250s এ কাজ করবে।

২য় উপকরণ এসটু এর ড্রাইভার কই পাব? লিঙ্ক দেন। বাকিগুলা ডাউলোড করেছি। আমার সেট SHW-M250S

এই নিয়ে আগেও টিউন হয়েছে, তবুও ধন্যবাদ সুন্দর উপহার এর জন্য।
আগের টিউনটি পাবেন https://www.techtunes.io/samsung-galaxy/tune-id/291972
এই লিঙ্ক-এ।

ভাইয়া, samsung 18530 এর জেলিবিন বা ললিপপ বা কিটকেট অফিসিয়াল ফ্লাস ফাইলটি একটু দিবেন। প্লিজ প্লিজ

ভাই আমি কি আপনার সাথে সরাসরি কথা বলাতে পারি। আমার মোবাইল নাম্বার ০১৯৩২৬৭৮১৫৭ দয়া করে একটা মিসকল দিবেন। কোরিয়ান মোবাইলের বিষয়ক কথা হবে। ভাল থাকবেন।

অপূর্র ভাই আপনি দয়া করে আমাকে একটা মিস কল দেন। 01911266984

Level 0

টিটিতে এই বিষয়ে পূর্বেও বেশ টিউন হয়েছে… তবে এর মাঝে আপনার টিউনটি প্রাথমিক ভাবে ভালো…… তবে টিউনটি আমার কাছে অসম্পুর্ন মনে হচ্ছে। কিছু FAQ ও তার সমাধান দেওয়া উচিত। অনেকের মধ্যে গুরুত্বপূর্ণ ইন্ট্যারন্যাশনালে কনভার্ট করার পর ৯৮% ফোনের লক স্ক্রীন থাকে না… এটার সমাধান সহ বেসব্যান্ড নাল বা IMEI নাল হওয়ার সমাধান দিলে টিউনটি পুর্নতা পেতো…. এছাড়াও Odin ফোন ডিটেক্ট না করার সল্যুশনটাও জরুরী।

সুন্দর টিউন এর জন্য ধন্যবাদ।….

Level 0

vai eta ki SHW-M250S e sob thik vabe hoise bt restart nicce na…….
.samsung lekha uthe atke ase

Level 0

vai SHW-M250S e sob thik vabe hoise bt restart nicce na…….
.samsung lekha uthe atke ase…..
tar mane ki set brik hoise????? ekhon ki korbo??? eta ki r thik kora jabena???

Level New

ভাই আমার ফোনটা আমি যেভাবে কনভার্ট করেছি ঠিক সেই ভাবে টিউনটা করেছি। আর আমার ফোনে আগে থেকেই লক স্ক্রিন আসতোনা। আর আমার কাছে লক স্ক্রীন না থাকাই সুবিধা মনে হয়। আর লক স্ক্রীন এর জন্য অনেক ভাল ভাল এপ্স আছে।

Level New

@বেলাল খান ভাই,
কনভার্ট হওয়ার পর Samsung লেখাটা প্রায় ৪-৫ মিনিট থাকবে। আশা করি আপনি সফল হয়েছেন। আর যদি ব্রিক হয়েই থাকে তবে আপনার সেটের PIT file & Stock Rom নেটে সার্চ করলেই পাবেন। অতঃপর ঠিক একই ভাবে ফ্ল্যাশ করুন।
ইনশাল্লাহ সফল হবেন।

আমি Samsung এর Korean ভার্সন ROM(stock and custom) নিয়ে বেশ কিছু কাজ করেছি। Korean ভার্সন নিয়ে প্রব্লেম হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করা যেতে পারে। http://www.facebook.com/habibur333 . I will try my best,thanks.