ভুমিকাঃ
১. এস এম এস না যাওয়া
২. USSD ডায়ালিং না হওয়া
৩. ব্যালেন্স দেখতে না পারা
৪. এস এম এস ১৬০ অক্ষরের কম হওয়া
৫. বাংলা ফন্ট না দেখা যাওয়া।
প্রয়োজনীয় উপকরণ:
১. একটি কম্পিউটার
২. S-2 এর ড্রাইভার।
৩. I9100 রম। ডাউনলোড এখান থেকে।
৪. I9100 PIT ফাইল। ডাউনলোড এখান থেকে।
৫. Odin সফটওয়্যার। ডাউনলোড এখান থেকে।
কার্যপদ্ধতি:
২. S-2 এর ড্রাইভার ইনস্টল করুন
৩. প্রথমে Odin কে Run as Administrator হিসাবে চালু করুন।
৪. এখন আপনার ফোনকে বন্ধ করে Volume (-), Home এবং Power Button এক সাথে চেপে ধরে ডাউন লোড মোডে চালু করুন।
৫. আপনার ফোনটিকে Odin Direct করতে পারলে ID:COM এর নিচে হলুদ কালার হবে
৬. এখন PIT Button এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত PIT File টি দেখিয়ে দিন। মনে রাখবেন এই ফাইলটির Extension হবে .pit, ডাউনলোড কৃত ফাইলটি Zip or RAR হলে Unzip করে .pit File টি বের করুন।
৭. এবার PDA Button এ ক্লিক করে আপনার ডাউনলোড কৃত .md5 এক্সটেনশনের (এটি I9100 ফোনের রম) ফাইলটি দেখিয়ে দিন। মনে রাখবেন এই ফাইলটির Extension হবে .md5, ডাউনলোড কৃত ফাইলটি Zip or RAR হলে Unzip করে .md5 File টি বের করুন।
আজ এ পর্যন্তই, আল্লাহ্ হাফেজ।
পোষ্টটি আমার নতুন ছোট ব্লগে প্রকাশিত।
আমি riponku। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I have completed my graduation from ku. I love technology very very much.
ভাই, প্লিজ Galaxy S III – SHV E210K (Korean)
এই মডেল টার ইন্টারন্যাশনাল রম টা দেন। প্লিজ প্লিজ প্লিজ প্লিজ