সিম্ফনি মোবাইল বাংলাদেশের টপ ব্রান্ডের স্মার্ট ফোন কোম্পানি। তারা সব সময় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বাজারে স্মার্ট ফোন নিয়ে আসে। তারা সব সময় কাস্টমারদের কে কম দামে ভাল মানের স্মার্ট ফোন ও বার ফোন দিবার চেস্টা করে। এরই ধারবাহিকতায় সিম্ফনি মোবাইল এবার বাজারে নিয়ে আসল তাদের নতুন ২ টি এন্ড্রয়েড স্মার্ট ফোন Symphony XplorerV60, Symphony Xplorer H150. এই দুটি ফোণের প্রধান আকর্ষণ হল এর ব্যাটারি পারফমেন্স । প্রথমSymphony Xplorer H150 ফোন নিয়ে আলোচনা করি । এক নজরে দেখে নেই এই স্মার্ট ফোনের স্পেসেফিকেশন গুলো –
এই স্মার্ট ফোনের প্রধান আকর্ষণ হল এর ব্যাটার পারফমেন্স , এই স্মার্ট ফোনে ব্যাবহার করা হয়েছে লি আয়ন পলিমার ৪০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি ।সিম্ফনি মোবাইলের অফিসিয়াল সাইটে বলা হয়েছে এর ব্যাটারি স্ট্যান্ড বাই টাইম ৫৫০ ঘন্টা, টক টাইম ২০ ঘন্টা । তো এবার আপনারাই বুঝতে পারছেন যে এই স্মার্ট ফোনের ব্যাটারি পারফমেন্স কেমন হবে। এছারাও এই স্মার্ট ফোন ব্যাবহার করা হয়েছে ১.৩ গিগা হার্জের কোয়ারড কোর প্রসেসর, ১ গিগা ডিডিআর ৩ র্যাম, ৮ গিগা ইন্টারনাল মেমরি, ৮ মেগা পিক্সেল অটো ফোকাস ক্যামেরা, ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে ইত্যাদি ।
এবার আসুন দেখে নেই Symphony Xplorer v60 স্মার্ট ফোনের বিশেষত্য কি কি ।
এক নজরে দেখে নেই এই স্মার্ট ফোনের স্পেসেফিকেশন গুলো –
সিম্ফনি এইচ ১৫০ স্মার্ট ফোনের মত এই ফোনের ও প্রধান আকর্ষণ হল এর ব্যাটারি পারফমেন্স । এই স্মার্ট ফোনে ব্যাবহার করা হয়েছে লি আয়ন ৩০০০ মিলি এম্পিয়ার ব্যাটারি, স্ট্যান্ড বাই টাইম ৫৫০ ঘন্টা, টক টাইম ১৮ ঘন্টা। এছারা ও রয়েছে ১ গিগা হার্জের ডুয়েল কোর প্রসেসর, ৫১২ মেগা র্যাম, মালি ৪০০ জিপি ইউ, ৫ মেগা পিক্সেল ক্যামেরা, ৪.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্কিন ইত্যাদি । এই দুটি স্মার্ট ফোন এখনো বাজারে রিলিজ হয় নি। কবে নাগাদ রিলিস হবে সে ব্যাপারে সিম্ফনির তরফ থেকে অফিসিয়াল ভাবে কিছু জানানো হয় নি । তবে এই মাসের মাঝামাঝি দিকে এই স্মার্ট ফোন রিলিস পেতে পারে ।
বরাবরের মত এবারো সিম্ফনি করতিপক্ষ এই স্মার্ট ফোনের দাম ঘোষণা করে নিয়ে তবে খুব সম্ভবত
সিম্ফনি এক্সপোলার এইচ ১৫০ এর দাম ১০-১১ হাজারের ভিতর ও সিম্ফনি এক্সপোলার ভি ৫০ এর দাম ৫-৬ হাজারের ভিতর থাকবে বলে আশা করা যায় ।
পূর্বে প্রকাশিত এখানে
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ওয়ালটন তাদের সেম কনফিগ এর মোবাইল
বাজারে ছেড়েছে
মাত্র ৯০০০ টাকায়।
সে হিসেবে সিম্পোনি যদি
৮০০০-৮৩০০ টাকার মধ্যে আনে তাহলে
ভালো সাড়া পাবে।।।