সবাই ভাল আছেন নিশ্চয়ই। বর্তমানে প্রযুক্তি মানুষের মৌলিক চাহিদা হয়ে দাড়িয়েছে। বিশেষ করে মোবাইল প্রযুক্তিতে যখন এন্ড্রয়েড এল তখন থেকে যেন পুরো বিশ্বটা হাতের মুঠো থেকে আঙ্গুলের মাথায় এসে গেল। যাই হোক আজকে আমার এই টিউনে এন্ড্রয়েড রুট করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর যারা এখনো পর্যন্ত রুট কি এবং তার সুবিধাগুলো কি কি জানেন না তারা আমার আগের টিউনটি দেখে নিতে নিচে ক্লিক করুন।
এন্ড্রয়েড রুট পদ্ধতি - ১ (মোবাইলের মাধ্যমে)
বিভিন্ন উপায়ে এন্ড্রয়েড রুট করা যায়। এর মধ্যে সবচেয়ে সহজ উপায় হল Framaroot এপ দিয়ে রুট করা।
নিচে Framaroot এর সকল ভার্সনের ডাউনলোড লিংক দেওয়া হল। প্রথমে সর্বশেষ ভার্সনটা ডাউনলোড করুন।
ডাউনলোড শেষ হলে ইনস্টল করুন। তারপর অপশন থেকে প্রথমে Install Brahir সিলেক্ট করে Install SU তে ক্লিক করুন।রুট সফল হলে রিস্টার্ট চাইবে। যদি না হয় যথাক্রমে Install Barmir ও Install Frahir সিলেক্ট করে চেষ্টা করুন।
রিস্টার্টের পর দেখেন Super SU নামে একটা এপ ইনস্টল হয়েছে। রুট হয়ে গেল আপনার প্রিয় এন্ড্রয়েড স্মার্টফোনটি। এবারকাস্টমাইজ করুন আপনার এন্ড্রয়েডকে আপনার ইচ্ছেমত। মোবাইলটি রুট হয়েছে কিনা ১০০% নিশ্চিত হতে এই এপটি দিয়েচেক করতে পারেন।
যদি আপনার ডাউনলোড করা Framaroot এর ভার্সনটি দিয়ে রুট না হয় তাহলে অন্যান্য ভার্সন দিয়ে চেষ্টা করেন। আশা করি সফল হবেন। এরপরও যদি কোন সমস্যা হয় তাহলে নিচের এন্ড্রয়েড রুট করার জনপ্রিয় টুলস গুলোর ডাউনলোড লিংক দিলাম। চেষ্টা করেন। অথবা যাদের কম্পিউটার আছে তারা নিচের ২নং পদ্ধতি অনুসরন করতে পারেন।
এন্ড্রয়েড রুট পদ্ধতি - ২ (কম্পিউটার এর মাধ্যমে)
এই পদ্ধতিতে আপনার প্রয়োজন হবে মোবাইলের ডাটা ক্যাবল এবং আপনার এন্ড্রয়েড ফোনটির ড্রাইভার। আপনার ফোনের ড্রাইভার পেতে ফোনের মডেল নম্বর লিখে গুগলে সার্চ করুন। পেয়ে যাবেন। প্রথমেই ড্রাইভার ডাউনলোড করে ইনস্টল করে নেন। তারপর নিচের দেয়া এন্ড্রয়েড রুট করার সফটওয়ারগুলো থেকে একটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এবার মোবাইলের সেটিংস থেকে Developer Options চালু করুন এবং USB debugging অপশনটিতে টিক দিন। এবার আপনার মোবাইলটি ক্যাবলের সাহায্যে কম্পিউটারে সংযোগ করুন। ROOT অপশনে ক্লিক করুন। প্রসেসিং এর সময় আপনার মোবাইলটি কয়েকবার অটো রিস্টার্ট নিতে পারে। ভয় পাবেন না। প্রসেসিং শেষ হলে ক্যাবলটি খুলুন আর যে কোন রুট চেকার দিয়ে চেক করে নিন রুট হয়েছে কিনা।
রুট তো করা হলো। এবার আসুন নিজের পছন্দ মতো ফন্ট ইনস্টল করে নিই প্রিয় ফোনটিতে। ফন্ট ইনস্টল করতে নিচের টিউনটি অনুসরন করতে পারেন।
টিউনটি আপনার ফেসবুকের সকল বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানতে দিন নিচের ফেসবুক আইকনে ক্লিক করে।
এন্ড্রয়েড কাস্টমাইজেশন নিয়ে আরো বিস্তারিত টিউন আসছে শীঘ্রই....
তাহলে আজ এখানেই বিদায়। দেখা হবে এন্ড্রয়েড কাস্টমাইজেশনের নতুন খবর নিয়ে আগামী টিউনে। ভাল থাকবেন সবাই।
আমি আবির হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
symphony w91 root hoi na .er jonno kono software ni