-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন অপারেটিং সিস্টেম এন্ড্রোয়েড এর মজার এবং অত্যাবশ্যকীয় অ্যাপ্লিকেশন নিয়ে আমার চেইন টিউনের ১ম পর্ব।
সব সময় সিরিয়াস বিষয়গুলো নিয়ে টিউন করতে করতে নিজেকে কেন জানি এখন দাদু দাদু মনে হয়। যেন যতো প্রাণের উচ্ছ্বাস সব কাঠখোট্টা বিষয়ের মাঝে গুলিয়ে ফেলেছি। তাই আজ ভাবলাম সব সময়ের ব্যতিক্রমী কিছু করা যাক, যাতে সহজ বিষয়ে সবার আগ্রহগুলো ঝিম ধরে না থেকে জেগে উঠতে পারে। কীভাবে বিষয়টা গ্রহণ করবেন এই নিয়ে শত আশঙ্কা সত্বেও মনের মাঝে দুঃসাহসী টিনটিনের মতো দুঃসাহজ নিয়ে টিউন শুরু করলাম। হঠাৎ করেই টিনটিনের প্রসঙ্গ আসাতে অনেকেই হয়তো পুলকিত হয়েছেন কারন দুঃসাহসী টিনটিনের মতো কমিকস গুলো আমাদের কতো প্রিয়ই না ছিলো, শুধু ছিলো বলছি কেন? এখনো তো আছে! তবে আজ আমি দুঃসাহসী টিনটিন নয় বরং আপনার নিজের মজাদার কমিকস তৈরীর উপায় নিয়ে কথা বলবো। আমি জানি যতো মানুষ টেকটিউনস ভিজিট করে তাদের অধিকাংশের টেকটিউনস একাউন্ট না থাকলেও প্রত্যেকের এক বা একাধিক ফেসবুক আইডি আছে। দিনের অধিকাংশ সময় যে আপনারা ফেসবুকের পেছনে ব্যয় করেন এটা কেউ না বললেও আমি কিন্তু জেনে গেছি। আপনাদের সেই সময় ব্যয়ের পালে হাওয়া দিতেই আজকে আমার আগমন!!!
ফেসবুক ব্যবহারকে বর্ণিল করতে আমরা কতো রকমের চেষ্টাই না করি। স্ট্যাটাসে বৈচিত্র, চ্যাটে বা কমেন্টে বাহারী স্টিকারের সমাহার থেকে শুরু করে আরও কতো কিছু। এমন কি কখনো ভেবেছেন যে আপনার নিজের চরিত্রটি দিয়ে কোন কালারফুল ছবি তৈরী করে সেটা ফেসবুকে ব্যবহার করবেন? ভাবনাগুলো সব সময় সবার কাছে বাস্তবতাকে ছাড়িয়ে যেতে পারেনা। তবে কল্পনা করুন বা না করুন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি চমৎকার এবং মনমুগ্ধকর কমিকস তৈরী করে বন্ধুদেরকে চমকে দিতে পারেন।
কমিকস নিয়ে আজাইরা অনেক কিছু বলে ফেলেছি। এবার নিশ্চয় কাজের কথায় আসতে হবে। তবে এখনো যারা আমার বকবকানী বুঝতে পারেনটি তাদেরকে সামান্য কিছু নমুনা প্রদর্শন করেই মুল আলোচনা শুরু করা যেতে পারে। তবে চলুন দেখে নেওয়া যাক যে কিভাবে কমিকস গুলো তৈরী করা হয়। আমার কমিকস লিস্টে আমার নামের একজন বন্ধু নিচের কমিকসটা তৈরী করেছে। তবে দেখে নিন একবার, কারন শুনেছি উপদেশের চেয়ে নাকি দৃষ্টান্ত ভালো!
দেখে নিশ্চয় আপনাদের মনে ধরেছে? এরকম হাজারো রকমের মজার এবং সুন্দর কমিকস আপনি চাইলেই এখন তৈরী করতে পারেন। এর জন্য আপনার বেশি কিছু লাগবে না, শুধু একটি অ্যাপস এবং সামান্য কিছু কাজ। ওহ! এখনো পর্যন্ত অ্যাপসটির নামটাই বলা হলো না। আপনার হিরো বানানোর জন্য চমৎকার এই অ্যাপসটির নাম Bitstrip। অনেকেই হয়তো নামটি শুনেছেন আবার অনেকেই শুনেন নি। তো যাই হোক, চলুন Bitstrip সম্পর্কে সামান্য কিছু জেনে নেওয়া যাক।
নিজেকে কমিক হিরো বানানোর জন্য আগেতো নিজের প্রতিকৃতি বানাতে হবে তাইনা? অ্যাপ্লিকেশনটি সুচতুরভাবে আপনার নিজের একটি অ্যাভাটার বানাতে সক্ষম। তবে সব কিছু শুরু করার আগে চলুন এই অসাধারন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেই। ডাউনলোড এর জন্য কম্পিউটার ব্যবহারকারীগন আমার দেওয়া মিডিয়াফায়ার লিংক এবং অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীগন গুগল প্লে-স্টোর ব্যবহার করতে পারেন। নিচে উভয় ডাউনলোড লিংক দেওয়া হলো।
ডাউনলোড কমপ্লিট হলে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নিন এবং ওপেন করুন। অ্যাপ্লিকেশনটি সফলভাবে চালানোর জন্য অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। অ্যাপ্লিকেশনটি চালু হলে আপনাকে ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেইল এড্রেস দিয়ে লগইন করতে বলবে। সফটলভাবে লগইন করলে আপনাকে নিজের অ্যাভাটার তৈরী করতে হবে। অ্যাভাটার তৈরী করার জন্য অনেকগুলো সহজধাপ অতিক্রম করতে হবে, তাই সবগুলো ধাপের বিবরন দেওয়া সম্ভব না। তবে আমি এই কথাটি না বললেও আপনারা নিজেরাই এটা করতে পারবেন।
কমিকস তৈরী করার জন্য বিষয়ের কোন শেষ নেই, আপনি যতো পরিস্থিতির কথা চিনতে করতে পারবেন সবগুলো পরিস্থিতির জন্যই রয়েছে কমিকস বানানোর সুযোগ। কমিকস বানাতে গেলে মনে রাখবেন যে আপনি নিজের একার কমিকস যেমন বানাতে পারবেন তেমনি আপনি এবং আপনার বন্ধুর মাঝে কোন ব্যাপারেও কমিকস বানাতে পারবেন। আপনি যখন বিটস্ট্রিপ একাউন্ট করবেন তখন দেখতে পাবেন আপনার ফ্রেন্ড লিস্টে আর কার কার বিটস্ট্রিপ একাউন্ট আছে। তাদের এবং নিজের মাঝে কমিক তৈরীর পদ্ধতিটা অনেক সহজ কিন্তু যাদের বিটস্ট্রিপ অ্যাকাউন্ট নেই তাদের কমিক বানাতে গেলে আগে তার অ্যাভাটার বানিয়ে নিতে হবে। সে যাই হোক, আপনারা দু’দিন ব্যবহার করলেই মওকা বুঝে যাবেন।
মজার মজার কমিক শেয়ার করুন এবং মনের মতো মজা নিতে থাকুন। মজা এবার আর শেষ হবে না। কমেন্ট এবং চ্যাটে কমিকসগুলো ব্যবহার করতে চাইলে ডাউনলোড করুন Bitmoji, নিচের ডাউনলোড অপশন তো আপনার জন্য দেওয়ায় আছে।
কম্পিউটার ব্যবহারকারীরা নিশ্চয় মন খারাপ করেছিলেন এতোক্ষণ? হয়তো ভাবছিলেন ফাহাদ ভাই আজ শুধু অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীদের কথায় ভাবলো অথচ আমাদের কথা কিছু ভাবলো না! আসলে ভাই বিষয়টা এরকম না, আপনাদের জন্যও আছে অপশন। নিচের লিংক থেকে আপনার ফেসবুকের সাথে যুক্ত করে ফেলুন বিটস্ট্রিপ আর তৈরী করতে থাকুন মজার মজার কমিক্স!!
আশা করা যাচ্ছে টেকটিউনস পরিবারের যারা আমার সাথে ফেসবুকে যুক্ত আছেন তাদের কমিক দিয়ে নিউজ ফিড এখন ভরে যাবে। সবাই নতুন নতুন কমিক তৈরী করে আপলোড করতে থাকুন ফেসবুকে। তবে ভাই কাউকে অকারনে ট্যাগ করা থেকে বিরত থাকবেন আশা করি। ফেসবুকে ট্যাগিং খুবই বিরক্তিকর একটা বিষয়। নিজে অকারনে ট্যাগ করা থেকে বিরত থাকুন এবং অপরকেও উৎসাহিত করুন।
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
আগে কখনো কমিকসস নিয়ে ভেবে দেখিনায় তবে এখন বেশ আগ্রহ পাচ্ছি…ধন্যবাদ শেয়ারের জন্য