আসসালামু আলাইকুম। টিটিতে এটা আমার তৃতীয় টিউন । এই টিউনের আগে আরো একটা টিউন করতে চেয়েছিলাম । সেটা কিটক্যাট রম নিয়ে ।
যারা আমার আগের টিউন দুটি পড়েন নি তাদের জন্য
আজকে যে রম টা শেয়ার করবো সেটা SAMSUNG GALAXY S5 LOLLIPOP ROM.
অসাধারণ একটা রম । প্রথমে রমে বিরাট একটা সমস্যা হয়েছিল । অনেক ট্রাই করেও কোন সমাধান পেলাম না । তাই রমটা শেয়ার করার চিন্তা চলে গিয়েছিলো । এইজন্য নতুন কিটক্যাট রম নিয়ে কাজ শুরু করেছিলাম । XPERIA SERIES এর চরম একটা রম । তবে একটা বাগ আছে ,তাই এটা ও শেয়ার করতে পারলাম না । বাগ ফিক্স করতে পারলে শেয়ার করবো ।
তাই আবারো চিন্তা এলো ললিপপ রমটা নিয়ে কাজ করার । শুরু করলাম । আলহামদুলিল্লাহ ।
কাজটা ভাল ভাবেই শেষ করতে পারলাম ।
এই রমে অন্যান্য রম থেকে একটু বেশিই কাজ করেছি । মানে ভালভাবে কাজগুলো করতে পেরেছি ।
চলুন দেখে নিই রমের ফিচারগুলো ঃ
ROM FEATURES :
1.Based On JB
2.Samsung TouchwiZ Home
3.Samsung S5 User Interface
4.S5 SystemUI
5.S5 Framework
6.S5 Media App
7.Galaxy S5 Widgets
8.Xperia C2305 Keyboard
9.S5 System Fonts (Just Awesome)
10.D.Wallpaper By Me
11.Samsung S5 Settings
12.S5 Sounds
13.Custom Boot Animation By me
14.Custom Boot Sound
15.Advance Rebooter
16.Task Manager For better Ram Management
17.Brightness Controler(Darker)
18.PlayStore Bug Fixed
19.Motion And Gestures
20.Clipper
"ক্লিপার" এপ সম্পর্কে যারা জানেন না ,তাদের জন্য বলছি ।
এন্ড্রয়েড এ কপি পেস্ট এর সীমাবদ্ধতা দূর করতে এই এপটি ইউজ করতে পারেন । একইসাথে ২০ টি কপি পেস্ট এর সুবিধা এই এপের মাধম্যে নিতে পারেন ।
21.Dual 3G
22.Cool Icon
আরো অনেক ফিচার আছে যেগুলো লিখে শেষ করা যাবে না । ফিচারগুলো দেওয়ার অর্থ হলো ,যাতে আপনারা রম সম্পর্কে অন্তত হালকা ধারণা পেতে পারেন ।
রমের বুট এনিমেশন টা আমার বানানো।ফটোশপ, আফটার এফেক্ট , এক্স ডি এ ফোরাম একই সাথে ব্যাবহার করে প্রথমবারের মত শেয়ারেবল কাস্টম বুট এনিমেশন বানালাম। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
স্ক্রিনশট লাগবো ? নাকি সরাসরি ডাওনলোডে চলে যাবেন?
থাক । স্ক্রিনশটগুলো দেখেই যান ।
ScreenshotS :
Download : DeV HosT
installation Process : একটু গেয়ে নিই।
অবশ্যই আগে ব্যাকাপ রাখবেন। ফোনের কোনরকম ক্ষতির জন্য আমি কিংবা টেকটিউন্স কর্তৃপক্ষ কোনোভাবেঈ দায়ি থাকবে না।নিজ দায়িত্বে কাজটি সম্পন্ন করার চেষ্টা করবেন।
ফ্ল্যাশ দিতে TWRP/CWM এ প্রবেশ করে wipe Data and factory Reset দিন। ক্লিন ইন্সটলের জন্য দুইবার দিতে পারেন।
তারপর Mount and Storage এ গিয়ে system,Data,cache মাউন্ট করে ফরম্যাট দিন।
তারপর মেইন ম্যানুতে গিয়ে install zip from sd crad এ গিয়ে রমের লোকেশন দেখিয়ে ফ্ল্যাশ মারুন।
ইন্সটল শেষ হলে ফোন রিবুট করুন।প্রথমবার কিছু সময় লাগবে।ধৈর্য ধরে অপেক্ষা করুন। তারপর শান্তিতে Symphony W71 এ Lollipop S5 এর মজা নিন। সমস্যা হলে কমেন্ট বক্স তো আছেই, যথাসাধ্য চেষ্টা করবো।
সবার শেষে একটা কথা বলবো যে,(জ্ঞান বা উপদেশ যা ই বলুন না কেনো ) ," নিজে ভাল থাকুন এবং পাশের মানুষটির ভাল থাকার পরিবেশ সৃষ্টি করুন । "
Find Me on Facebook :
My Blog : Cust1rom
Upload Support : Astro Blaze
আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই W71i এরটা একটু দিতে পারবেন?