অ্যান্ড্রয়েড সেট ব্রিকড হলে কি করবেন!?

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড
প্রকাশিত
জোসস করেছেন

অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন অথচ জীবনে একবারও রুট করার চেষ্টা করেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। আমিও আমার নতুন কেনা সিম্ফোনী জে৪ সেটে এক্সট্রা সুবিধা পাবার জন্য রুট করার চেষ্টা করি। ফলাফল জানতে চান?

 

তাহলে খুলেই বলি!

 

রুট করার পর চেইন ফায়ার থ্রিডি সফট টা ইন্সটল করার সাথে সাথেই সেট ব্রিকড হয়ে যায়! চেইন ফায়ার দিয়ে Need for Speed Hot Pursuit এর মেইন মেনুর বাটন সমস্যার সমাধান করা যায় বিধায় সেটা ইন্সটল করি।

তারপর কাস্টমার কেয়ারে গিয়ে স্টক রম দেবার পর দেখা গেল একটি সীম স্লট কাজ করছে না এবং র‌্যাম দেখাচ্ছে ৫১২ মেগাবাইট! ২ গিগাবাইটের র‌্যামে দেখাচ্ছে মাত্র ৫১২ মেগাবাইট। তারপর অবশেষে সেটে কাস্টম একটি রম দেবার পর আল্লাহর রহমতে সব কিছু ঠিক ঠাক আছে এখন।

 

সেট ব্রিক হয়ে গেছে এটার বুঝার জন্য অনেকগুলো সিনটম আছে। আমার ক্ষেত্রে হয়েছিল, বুট লোগো তে এসে সেট ফ্রিজ হয়ে যায়। অনেক সময় সরাসরি রিকোভারী মেনুতে কিংবা ফ্যাক্টরি মেনুতেও সেট খুলার সময় নিয়ে যাবে এবং সেট ফোন থেকে ফ্ল্যাশ দিলেও ঠিক হচ্ছে না। এটাই হচ্ছে ব্রিক। আবার সফট ব্রিক এবং Hard ব্রিক ও রয়েছে। Hard ব্রিক হলে সেট কাস্টমার কেয়ারে না নিয়ে যাবা ছাড়া আর কোনো উপায় নেই। তবে সফট ব্রিক, যেমন সেটের র‌্যামের পরিমাণ কমে যাওয়া, চার্জ কম থাকা, চার্জ নিতে বেশি সময় নেওয়া, সেট অল্পতেই অতিরিক্ত গরম হয়ে যাওয়া, একসাথে কয়েকটি এপপ চালু রাখতে না পারা ইত্যাদি।

 

এ ক্ষেত্রে আপনি আপনার সেটের স্টক রম কিংবা ওয়ারেন্টির চিন্তা না থাকলে কাস্টম রম সেটাপ দিলেই সেট ব্রিকড এর সমস্যা সমাধান হয়ে যাবে।

 

প্রথমে দেখাচ্ছি কিভাবে স্টক বা আপনার সেটের রম ইন্সটল দিয়ে সেট ব্রিকড এর সমাধান করবেন।

 

সেটটি যদি চালু করা যায়ঃ

 

> সাধারণত ব্রিকড হবার পর সেট চালু হয় না। তবে আপনার সেটে যদি সফট ব্রিক হয় তাহলে সেট চালু হবে কিন্তু হয় র‌্যাম কম দেখাবে কিংবা চার্জ কম থাকবে।

> এক্ষেত্রে প্রথমে সেটিং অপশনে যান, সেখান থেকে General / Personal ট্যাবে গেলে দেখতে পারবেন Backup & Reset অপশনটি রয়েছে।

> Backup & Reset বাটনে ক্লিক করে নতুন মেনু আসবে সেখান থেকে Factory Data Reset বাটনে ক্লিক করলেই সেটটি রিসেট হওয়া শুরু করবে।

 

সেট যদি চালু না করা যায় তাহলে ঃ

 

>  সেটটি বন্ধ থাকা অবস্থায় আপনার সেটের ভলিয়ম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখুন কিছুক্ষণের জন্য। এখন যেই মেনু আসবে তাই হলো আপনার সেটের রিকোভারী মেনু।

 

সেটটি বন্ধ থাকা অবস্থায় আপনার সেটের ভলিয়ম ডাউন বাটন এবং পাওয়ার বাটন দুটো একসাথে চেপে ধরে রাখুন কিছুক্ষণের জন্য।

 

> এবার সেখান থেকে Wipe Data / Factory Reset অপশনে ক্লিক করুন।

> তারপর Yes বাটনে ক্লিক করলেই সেটটি নিজে নিজেই ফ্যাক্টরি রিসেট হবে। এবং আশা করি এতে সেটটি আবারো ব্যবহার যোগ্য হয়ে উঠবে।

 

ফ্ল্যাশ হচ্ছে

 

এতে যদি ব্রিকড সমস্যা সমাধান না হয় তাহলে আপনাকে পিসি দিয়ে মেনুয়্যালি রম রিস্টোর বা কাস্টম রম সেটআপ দিতে হবে।

 

ধাপসমূহঃ

 

বিঃদ্রঃ এটি একটি এডভান্স প্রক্রিয়া, পিসি এবং অ্যান্ড্রয়েড সর্ম্পকে ভালো ধারণা না থাকলে এগুলো অনুসরণ করতে যাবেন না। এবং এই প্রক্রিয়াতে সেট ফ্ল্যাশ করতে গিয়ে আপনার ভূলবশত কোনো গন্ডগোল হলে এবং সেটের কোনো প্রকার ক্ষতি হলে আমি এবং এই ব্লগ দায়ী থাকবে না।

 

> প্রথমে আপনাকে আপনার সেটের স্টক রম ডাউনলোড করে নিতে হবে। এজন্য গুগলের সাহায্য নিতে পারেন

 

> স্টক রম ফাইলটি তিন ধরনের থাকে।

 

.pac ধরনের স্টক রমের জন্যঃ

 

> যে সকল স্টক রমের ফাইল ফরমেট pac ধরনের সেই সকল রম ফ্ল্যাশ দিতে হলে আপনার চাই Spreadtrum Upgrade Tool নামের  একটি সফটওয়্যার। সফটওয়্যারটি পিসি তে নামিয়ে ইন্সটল করুন।

ডাউনলোড লিংকঃ http://i6.androidxda.com/data/Spreadtrum-Upgrade-Tool.zip

 

> সেখান থেকে UpgradeDonwload.exe প্রোগ্রামে ক্লিক করে সফটটি চালু করুন।

> প্রোগ্রামটি চালু হলে সেটটি বন্ধ করে ডাটা ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট দিন।

> ফোনটি পিসিতে কানেক্ট করার পর নিচের চিত্রের মতো উপরের বাম দিকের বাটনে ক্লিক করে আপনার pac টাইপের রম ফাইলটি নির্বাচন করুন।

> ফাইলটি লোডিং শেষ হলে প্লে বাটনে ক্লিক করে ফ্ল্যাশিং শুরু করুন। আর সেট ব্রিকড থেকে নিজেকে উদ্ধার করুন।

 

.bin ধরনের স্টক রমের জন্যঃ

 

> যে সকল স্টক রমগুলোর ফাইল ফরমেট bin হিসেবে থাকে তাদেরকে ফ্ল্যাশ করতে হলে আপনার চাই PiranhaBox নামের সফটওয়্যার। সফটওয়্যারটি ডাউনলোড করে নিনঃ

http://www.taifile.net/download/Piranha-box-V1-46-BY-Tipu-Sultan-rar_245758.html

 

 

মনে রাখবেন সফটওয়্যারটির শুধুমাত্র ১.৬ সংস্করণটিই কাজের। বাকি সংস্করণগুলো ভূয়া এবং ভাইরাস। ‍

 

> সফটওয়্যারটির মাথার খুলির আইকনে ক্লিক করে প্রোগ্রামটি চালু করুন।

> প্রোগ্রামটি চালু হলে চাইনিজ টুল বাটনে ক্লিক করুন।

> MTK chipset নামের উইন্ডোজ চালু হবে। ডান দিকের অপশনগুলোর থেকে Write অপশনে টিক দিন

> এবার ব্রাউজ বাটনে ক্লিক করে আপনার স্টক রমটি নির্বাচন করুন।

 

 

> এবার Boot মেনু থেকে আপনার স্টক রমের ভার্সন অনুযায়ী সংস্করণটি সিলেক্ট করুন। রমের ভার্সন রম ফাইলেই দেওয়া রয়েছে

> এবার USB Mode এবং USB_(Cable&Mode) এই দুটি অপশন সিলেক্ট করুন।

 

> এবার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটরি খুলুন। তারপর ডিভাইস টি ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট করুন। মনে রাখবেন ব্যাটারী লাগানো অবস্থায় ক্যাবল দিয়ে কানেক্ট দিবেন না। এরপর Start বাটনে ক্লিক করুন, ফ্ল্যাশিং শুরু হবে। এই পদ্ধতিতে ফ্ল্যাশ করতে ২০/২৫ মিনিট লাগতে পারে।

.zip ধরনের স্টক বা কাস্টম রমের জন্যঃ

 

> স্টক রম সাধারণত জিপ ফাইল আকারে থাকে না, তবে কিছু কিছু সেটের স্টক রম জিপ আকারে থাকে। এবং কাস্টম রমগুলো সাধারণত জিপ আকারেই রিলিজ হয়।

 

> জিপ ফাইল ধরনের রম ফ্ল্যাশ দেবার জন্য আপনার চাই পপুলার সফটওয়্যার SP Flash Tool

প্রথমে ড্রাইভার ডাউনলোড করুন এবং ইন্সটল দিন: http://xdafirmware.com/drivers/ADB-Driver/ADB-Driver-v1.4.2.zip

এরপর SP Flash tool ডাউনলোড এবং ইন্সটল: http://www.mediafire.com/download/5f5h3owa7s7y6g2/SP-Flash-Tool-v5.1352.01.zip

 

> ফ্ল্যাশ টুল চালু করুন। এবার জিপ রম টি আনজিপ করুন। সেখানে Bin ফোল্ডারে দেখুন একটি টেক্সট ফাইল রয়েছে যাকে বলা হয়  scatter file। সেটিকে ফ্ল্যাশ টুলের Scatter_Loading ব্রাউজারে ক্লিক করে নির্বাচন করুন। তারপর Download আইকনে ক্লিক করুন।

 

ফ্ল্যাশ টুল চালু করুন

Download আইকনে ক্লিক করুন।

 

> এবার আপনার ফোনটির ব্যাটারী খুলুন এবং ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট দিন। তারপর ভলিয়ম বাটন + এবং ভলিয়ম বাটন – দুটো একসাথে চেপে রাখুন। ফ্ল্যাশিং শুরু হবে।

 

ফ্ল্যাশিং সুষ্ঠ ভাবে শেষ হলে সবুজ রংয়ের OK আসবে

 

 

এভাবে আপনি আপনার সেটের সফট ব্রিকড সমস্যার সামাধান করতে পারেন। এই সব পদ্ধতিতে কাজ না হলে দেরি না করে আপনার সেটটি কাস্টমার কেয়ারে নিয়ে যান। তবে সেখানে ভুলেও বলতে যাবেন না যে আপনি রুট করেছেন বা রুট করতে গিয়ে সেটের এই সমস্যা!

ধন্যবাদ!

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ দারুন এবং কাজের টিউন @ ধন্যবাদ কাজে আসবে।

ভাই, ভাল টিউন, কিন্তু আপনি চেইনফায়ার দেবার আগে রম ব্যাকাপ রাখেন নি কেন? সেটা শুধু ২.৩.+ এর জন্য, আমার জানা মতে,,

ফাটাফাটি 🙂 ভাই আপনার বাড়ি কই ভাই। আমি যদি সেট রুট করি আপনার ঠিকানায় যেতে চাই 🙂

টিউন নাকি ফাহাদ ভাই? কাজে লাগবে অনেক। অ-নে-ক ধন্যবাদ।

ফাটাফাটি ভাই আপনার বাড়ি কই ভাই। আমি যদি সেট রুট করি আপনার ঠিকানায় যেতে চাই

কাজে লাগবে ভাই

খুব সুন্দর টিউন। আমার একটা ফোন এভাবে ব্রিক করে এখন আর সিম কানেকশন পায়না। কিন্তু power+volume down চেপে ধরে টেস্ট মুডে অন করলে সেখানে সিম কানেকশন পায়। দেখি কাস্টম রম দিয়ে কাজ হয় নাকি।

কস্ট করে অতি সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।। অনেক র কাজে লাগবে।।

প্রিয়তে রাখলাম।।

কস্ট করে অতি সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।। অনেক র কাজে লাগবে।।

প্রিয়তে রাখলাম।।

সুন্দর টিউন করার জন্য
ধন্যবাদ।

আমি একটা সিম্ফনি W67 ডিভাইস ইউস করি । আমার ফোন টি রুটেড ছিল ।
ফোনে সিকিউরিটির জন্য পিন কোড ইউস করতাম ।
কয়েক দিন ফোন রিস্টারট দেওয়ার পর পিন কোড দিয়ে আনলক করার পর সর্বোচ্চ ১০ সেকেন্ড ফোন ইউস করতে পারছি । তারপর আবার অটোমেটিক লক হচ্ছে আর লক হওয়ার পর সেই কোড দিয়ে আর আনলক হচ্ছে না । ভুল পিন দেখাচ্ছে । ফোন রিস্টারট দেওয়ার পর মাত্র একবার আনলক হচ্ছে আর থাকছে মাত্র ১০ সেকেন্ড এর মত । অতঃপর আবার লক হচ্ছে । আর পিন কাজ করছে না ।
এই ১০ সেকেন্ডের মধ্যে সিকিউরিটি তে গিয়ে পিন লক থেকে স্লাইড লকে চেঞ্জ করি কিন্তু তাতেও কোন সমাধান হয় না । স্লাইড লকে চেঞ্জ করার পর ফোন রিস্টারট দেওয়ার পর স্লাইড লক দিয়ে ফোন ওপেন করার ১০ সেকেন্ড পর আবার সেই পিন কোড চেয়ে লক হচ্ছে ।
এমন কি সেই ১০ সেকেন্ডের মধ্যে ফোন রিসেট দিলাম , কিন্তু ফোন রিসেট দেওয়ার পরও সিকিউরিটি কোড চায় । পাওয়ার বাটন+ভলিউম+হোম বাটন দিয়েও রিসেট করছি কিন্তু তারপরেও আনলক করার জন্য কোড চায় । এখনো কাস্টমার কেয়ারে যোগাযোগ করি নি । এখন ফোন চালু আছে আনলক হয়ে কিন্তু ফোন নাম্বারে ফোন দিলে নাম্বার বিজি দেখাচ্ছে । কি করবো কিছু বুঝতেছি না । এ সমস্যার কোন সমাধান দিলে খুব উপকৃত হতাম ।

ধন্যবাদ ভাই (y) কাজে লাগবে 🙂

vi samsung,sony ai sob phone brick holea thaik korbo kivabe?

ভাইয়ো আমার ফোন চার্জ নিতে অনেক সময় নেয়।।আমি একটা কাষ্টম রোম ব্যবহার করি।।কিভাবে এই সম্যসার সমাধান হতে পারে?? দয়া করে জানাবেন…

ভাই আমার সিম্ফোনী w72 সেট টি কিছু দিন আগে রুট করার পর। একটা নতুন ফন্ট ইন্সটল করে এটা রিবুট দিলাম। তার পর থেকে ওয়েলকাম এনিমেশন আসে আর সেট অন হয় না। নানা ভাবে ট্রাই করছি কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারি নি। আপনার দেখানো ৩য় সিস্টেমে আমার পিসি থেকে ট্রাই করছি। কিন্তু ব্যাটারী খুলে সেট এর ভলিউম আপ-ডাউন বাটন ধরে রখলেও সেট অন হয় না আবার পিসির ডাউলোড আপশনটি কাজ করে না। এখন কি করতে পারি?

    তাহলে প্রথমে রিকোভারী ফ্ল্যোশ করুন। তারপর কাজ না হলে ব্যাটারী লাগিয়ে আবার ট্রাই করুন

Level 0

কাস্টম রম পিসি দিয়ে কেমনে ফ্লাস করবো সেটা তো বললেন না ভাই!

    কাস্টম রম ফ্ল্যাশ দিতে পিসির প্রয়োজন হয় না

ঐ যে শুরুতে বললেন- এমন মানুষ কমই আছে……আমি সেই কমদের মধ্যে সৌভাগ্যবান কিংবা হতভাগাদের একজন যে এখনো আসলে শিকড় নিয়েই টানাটানি করিনি 😉
তবে অজানা ঐ অধ্যায়গুলো টিউনটার সহজবোধ্য চিত্রময় বর্ণনার জন্য এন্টেনায় ধরা পড়েছে বটে…..সিন্দুকে রেখে দিলাম- ভবিষ্যতে হয়তো কাজে লাগবে……আপনাকে ধন্যযোগ 🙂

Good দারুন অসাধারণ

নোট ৩ নিও এর রুট করার কোনো পদ্ধতি জানা রইলে বলবেন প্লিজ।

পোষ্ট গুলো যে কতো দরকারি, তা বলে বুঝানো যাবে না। এক কথায় সুপার…

ভাই… আমার মোবাইল হলো গ্যালাক্সি গ্রান্ড নিও (i9060)… আমি কাস্টম রম দিতে চাচ্ছি। সাহায্য করলে খুবই উপকার হতো…

    অবশেষে ভাই গেমওয়ালা ভাই আপনার টিউন আর গুগোল মামার সাহায্য নিয়ে ৮দিন পর আমার মরা সেট জীবিত হল।
    আপনার এই টিউনের জন্য অসংখ্য ধ্যনবাদ।

    Odin এর সাহায্য নিন

ভাই রম কিভাবে ব্যাক আপ নিবো

    রিকোভারীতে গিয়ে দেখুন Backup and Restore অপশন আছে সেখানে গিয়ে Backup দিন 😉

vai phiranabox er rar password ta den plzzzzzz

ভাই আমার প্রিমো S3 framaroot দিয়ে রুট হচ্ছে না। হেল্প pls

কাজের টিউন। ধন্যবাদ ভাই

Level 0

ঠিক বলেছেন আপনি, কিন্তু আমার সেট ব্রিকড, ফোন স্টোরেজে কোনো কিছুই কপি করিতে পারছিনা। আমি স্টক রম দিয়ে ফ্লাশ দিচ্ছি কাজ হচ্ছেনা,, so কাস্টম রম পিসি দিয়ে কেমনে মারা সম্ভব(নাকি আদৌ সম্ভব নয়) সেটা জানতে চাচ্ছি @গেমওয়ালা ভাই।

    কাস্টম রম পিসি দিয়ে মারা যায় তবে কষ্ট এবং সময় লাগে বেশি

    কারণ Custom ROm গুলোতে Scatter File দেওয়া থাকে না। আর এটা ছাড়া পিসি দিয়ে কাস্টম রম দেওয়া যায় না আবার নিজে নিজে Scatter File বানানো Programming এর মতো কঠিন =

Level 0

কোনো উপায় থাকলে বলেন, আপনার জানা থাকলে english টিউটোরিয়াল থাকলে সেই সাইটের লিংক দিবেন প্লিজ।

চরম লেখছেন ভাই

Level 0

ভাইয়া, আমি একটা রম ডাউনলোড করেছি সেটা দেখি .img ধরণের । কিভাবে ফ্ল্যাশ দিব বুঝতে পারছি না । আমার ফোন ব্রিক হয়ে গেছে । রিপ্লাই দিলে অনেক উপকার হত ।

jst Awesome
bt volume key sob phn er sob model a ki press korte hoy????????????? walton gh2 er khetre to deklam bola nai../kivabe bujbo???????? @Gamewala vai

Tnxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ভাইয়া আমার ফোনের মডেল Lg Google Nexus 5.
আমি একবার ফোনটি রুট করেছিলাম।রুট করার পর আমার ফোনের ব্যাটারির পার্সেন্টিজ চেঞ্জ হয়ে গিয়েছিলো,১০০% থেকে সোজা ৪৩০০০%। এর পর আমি ফোন আনরুট করলেও কাজ ঠিক হয়নি। আমি কিংরুট পিসি ভার্সন (চাইনা) লেখাওয়ালা ওইটা দিয়ে রুট করেছিলাম।আনরুট করলেও এখন আমার ফোনের এনড্রইড সিস্টেম আপডেট দিতে পারছিনা।এখন আমি কি করতে পারি?
আর ভাইয়া আমার ফোনের রোম কি. bin নাকি. zip নাকি ওন্যটা কিভাবে বুঝবো?
ভাইয়া এই সমস্যা সমাধান করতে আমাকে একটা পুর্ণ সাজেশন দিলে উপকৃত হতাম।

    ১) রুট করার আগে প্রায় প্রত্যেক মোবাইল কোম্পানি সতর্কতা দিয়ে থাকে যে রুট করার পর সেটের কোনো প্রকার ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকবে না। একবার রুট করা হয়ে গেলে সেটা আন রুট করা যায় কিন্তু আপনার সমস্যার মত কিছু কিছু সমস্যা থেকেই যায়। আপনি সরাসরি ভালো কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে আপনার ডিভাইসটি দেখান।
    ২) আপনার ফোনের রম হচ্ছে .zip ফরমেটের
    ৩) যখন আপনি আপনার ডিভাসের রম ব্যাকআপ নিতে যাবেন তখনই রমের ফাইল ফরমেট দেখেই আপনি বুঝতে পারবেন যে zip না bin ফরমেটের। 🙂

ধন্যবাদ ভাই আপনার পরামর্শের জন্য।
আচ্ছা নতুন করে রম ইন্সটল দিলে কি এই সমস্যার সমাধান হবে?