আজ আমি এসেছি একটি সুপার ট্রিক্স নিয়ে। ভালো লাগবে আশা করি। অনেকেই নিজের মোবাইল নাম্বার দিয়ে Whats App খুলতে চায় না। কারন এতে অনেকেই নাম্বার যেনে যায়। তাই আজ আমি দেখাবো নিজের সিম, বা নিজের নাম্বার ছাড়াই কি করে Whats App চালাতে হয়, তো শুরু করা যাক।
এখান থেকে এই সফটটি ডাউনলোড করে নিন।
এবার ইন্সটল করুন, করে একটি ফ্রি একাউন্ট খুলে নিন।
এবার VOXOX থেকে More ট্যবে যান। এখানে আপনি আপনার VOXOX নামবারটি পাবেন। এটি মুখাস্ত করুন বা লিখে রাখুন।
এবার Whats App ওপেন করুন, করে Verification এর সময় ওই নামবারটি দিন।
এবার অপেক্ষা করুন, কাজ হয়ে যাবে। নাম্বার দেয়ার পর VOXOX থেকে একটি Notification আসবে, ক্লিক করুন, আপনি রিডাইরেক্ট হয়ে Whats App এ চলে আসবেন।
Hell Yeah, Thats It. এবার শান্তিতে ব্যবহার করুন Whats App Without OWN Number.
বিন্দ্রঃ এই ট্রিক্স টি আমি নিজে ব্যবহার করি, সো কাজ না হলে আমাকে বলুন, অথবা টিউমেন্ট করুন।
সাথে থাকুন, সামনে আরো অনেক টিউন নিয়ে আসবো। ধন্যবাদ।
প্লিজ দয়া করে সবাই শেয়ার করুন, শেয়ার করে আমাকে উৎসাহিত করুন। যাতে সামনে আরো ভালো টিউন করতে পারি। আমার একটি সাইট আছে, সময় হলে আমার TECTUKTAK সাইটটি থেকে ঘুরে আসবেন।
আমি রাজিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
aita khujte silam…ekono kore dekhini dakhi kaj hoykina…tnx bro…