আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।
Whatsapp এ কলিং ফিচার নিয়ে ইতিমধ্যই এক ভাইয়ের একটা টিউন হয়েগেছে তারপরও অনেকেই বলছেন তারা একটিভ করতে পারছেন না। তাদের জন্যই মূলত এই পোষ্ট।
এখানে আমি পুরো বিষয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব। তারপরও কোন ভূল হলে ক্ষমা করবেন।
আসুন বিস্তারিত জেনে নিই...
আপনার কাছে যদি Whatsapp এর লেটেস্ট 2.11.552 বা তার পরের ভার্সন থাকে তো ভালো না থাকলে নিচে থেকে ডাউনলোড করে নিন। ভাবছেন আপনার ভার্সন কত তা কি করে জানবেন দেখুন..
WhatsApp>>মেনু বাটন>>Setting>>Help>>About এখানে আপনার ভার্সন দেখতে পাবেন। আপনার কাছে লেটেস্ট ভার্সন না থাকলে নিচ থেকে নামিয়ে নিন।
লেটেস্ট ভার্সন ডাইরেক্ট ডাউনলোড করুন
এবার আগের WhatsApp টা আন ইনস্টল করে ফেলেন কারন অনেক ক্ষেত্রে আপডেট দিলে কাজ হচ্ছে না।
এবার অাপনার নামানো নতুন WhatsApp টা ইন্সটল করেন।
এখন আপনার WhatsApp নম্বরে এমন কাওকে কল দিতে বলুন যে অলরেডি WhatsApp ভয়েস কল একটিভ করেছে।
কলটা 40-50 সেকেন্ড রেখে কেটে দিন।
এখন আপনার WhatsApp ক্লোজ করে আবার ওপেন করুন ( ক্লোজ করে রিসেন্ট থেকেও মুছে দিন)
এখন আপনি কলের ফিচার দেখতে পাবেন।
যদি আপনি এমন কলের ফিচার না পান তো নিচের চিত্র অনুসরন করেন।
প্রথমে চিত্রে চিহ্নিত অংশে ক্লিক করেন
এবার নিচের মত অপশন পাবেন। চিত্রে দেখানো কলিং অংশে ক্লিক করুন।
এখন কল যাবে...
এবার কিছু সময় পড় কল টি কেটে দিন। এর পরথেকে রেগুলার কলের অপশন পাবেন।
কারও কোন সমস্যা হলে টিউনমেন্ট করে অথবা ফেসবুকে জানাতে পারেন।
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
Good tune