অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের জন্য তিনটি জটিল টিপস

আসসালামু আলাইকুম।

বর্তমানে যারা ইন্টারনেট চালায় তাদের অধিকাংশই অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী।
আর যাদের অ্যান্ড্রয়েড নেই তারাও টিপসগুলো শিখে রাখুন। হয়তো ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর এটি টেকটিউন এ আমার লেখা প্রথম পোস্ট। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।
তো চলুন দেখে নেই টিপসগুলো।

পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া।

এটি একটি খুব সুন্দর পদ্ধতি। তবে কিছু ফোনে এটা নাও থাকতে পারে। আমার w68 এ কাজ করে। কিন্তু আমার এক বন্ধুর ফোনে কাজ করে নি। এই পদ্ধতি অন করতে প্রথমে সেটিং এ প্রবেশ করুন।
 পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া

এবার Accessibility তে প্রবেশ করুন।
 পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া

এখন Power button ends এ টিক দিয়ে দিন।
 পাওয়ার বাটুনের মাধ্যমে কল কেটে দেয়া

কাজ শেষ। এখন আপনি পাওয়ার বাটুনের মাধ্যমেই কল কেটে দিতে পারবেন। আর কল কাটার মুহূর্তে স্ক্রিন অফ হবে না।

অ্যান্ড্রয়েড এর লুকানো সায়েন্টিফিক ক্যালকুলেটর।

এই লুকানো সায়েন্টিফিক ক্যালকুলেটর সম্পর্কে অনেকেই জােনন । যারা জানেননা তারা ফোনের ডিফল্ট ক্যালকুলেটরে প্রবেশ করুন।

এবার ফোনটিকে landscape মোডে রোটেট করুন।
 লুকানো সায়েন্টিফিক ক্যালকুলেটর

এখন দেখুন আপনার সাধারন ক্যালকুলেটরটি সায়েন্টিফিক ক্যালকুলেটরে পরিবর্তিত হয়ে গেছে।
(ভার্সনের ভিন্নতার কারণে পদ্ধতি কিছুটা ভিন্ন হতে পারে)।

বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি।

এনিমেশন অফ করে সহজেই আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার অ্যান্ড্রয়েডের গতি।

এজন্য প্রথমে সেটিং এ গিয়ে
Developer option এ প্রবেশ করুন।

 বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি

Developer option অন করে দিন।
 বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রোয়েডের গতি

অতঃপর একটু নিচে গিয়ে

window animation scale.

Transition animation scale
.
Animator duration scale
.
এই তিনটাই অফ করে দিন।
 বাড়িয়ে নিন আপনার অ্যান্ড্রয়েডের গতি
এখন দেখুন বেড়ে গেছে আপনার ফোনের গতি।

আজ এ পর্যন্তই।ধৈর্য ধরে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। আপনাদের উৎসাহ পেলে অতি শিঘ্রই হাজির হব আরও মজার টিপস নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

সৌজন্যে
আইসিটি ওয়ার্ড ২৪

Level 0

আমি আকরাম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এগুলা তো সাধারন ব্যাপার ভাইয়া,তবে অনেকের লাগতেও পারে 🙁

টিউমেন্টের জন্য ধন্যবাদ @ দ্বী প
আমি এটি নতুনদের জন্য লিখেছি।

ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর পোষ্ট উপহার দেবার জন্য

তোমাকেও ধন্যবাদ কাফি হাসান

ভালো টিউন । ধন্যবাদ ভাই

আপনাকেও ধন্যবাদ @শাহিনশাহ মঈন

প্রথমটা আর তৃতীয়টা আনাড়ি 🙁 মনে হলেও দ্বিতীয়টা এই প্রথম শিখলাম 🙂

টিউমেন্টের জন্য ধন্যবাদ @ ইমোশনাল ইমু
তবে কোন এক সময় আপনিও এটা জানতেন না!!

জানার মাঝেই অজানা ছিল….
ধন্যবাদ 🙂

আপনাকেও ধন্যবাদ @MD.REDHOY MANIK

জানি। তবুও ধন্যবাদ। যারা জানেনা তাদের কাজে লাগবে।

এগুলো তো সাধারণ ব্যাপার।যে জানেনা তার
এন্ড্রাইড ফোন ব্যবহার করার দরকারকি।

@Hanif Ahmed: ধন্যবাদ

আপনি কি এন্ড্রাইড ফোন দিয়ে
পোস্ট টি করেছেন।
answer me.

@মুন্না রাজ: আপনিও কিন্তু একসময় জানতেন না।

@মুন্না রাজ:
জি ভাইয়া। আমি এটা w68 দিয়ে করেছি।

কম খারাপ না