আপনার এন্ড্রয়েডে আনলিমিটেড কল ব্লক করুন দুনিয়ার সবথেকে সহজ উপায়ে। ফ্রি এবং কোন প্রকার এপ্স ছাড়া।

আসসালামুআলাইকুম কেমন আছেন আপনারা সবাই। আমি বরাবরের মত ভালোই আছি।

অনেকেই দেখছি কল ব্লক করা নিয়ে বেশ মেতে আছেন। আমার কিছু ফেসবুক বন্ধুও মেসেজে করেছে যে দোস্ত এন্ড্রয়েডের জন্য  ভালো কল ব্লকার এপ্স কোনটা? আমি সবাইকে এই ট্রিকটাই শিখিয়েছি।

প্লিজ যারা আগে থেকে জানেন তারা খারাপ মন্তব্য করবেন না কারন অনেকেই আছেন যারা বিষয়টা এখনও যানেন না। আমি মূলত তাদের জন্যই লেখাটি লিখছি।

তাহলে চলুন মূল বিষয়ে যাই।

আমরা অনেকেই এন্ড্রয়েডে কল ব্লক করার জন্য নানা ধরনের এপ্স ব্যবহার করি। কিন্তু আমরা আজ এমন একটা ট্রিক শিখব যার মাধ্যমে আমরা  এন্ড্রয়েডে  খুব সহযেই আনলিমিটেড কল ব্লক করতে পারব তাও আবার কোন অতিরিক্ত এপ্স ব্যবহার ছাড়া।

কার্যপদ্ধতিঃ

  • প্রথমেই আপনার হোম স্ক্রিন হতে ফোনবুক এ ক্লিক করুন।
  • এখন যে নম্বর টি ব্লক করতে চান তাতে ক্লিক করুন। (নম্বরটি সেভ করা না ধাকলে সেভ করে নিন)
  • এখানে লক্ষনীয় যে আপনি যে নম্বরটি ব্লক করতে চান তা আপনার ফোন কন্টাকে সেভ করা থাকতে হবে । সিমে সেভ করা থাকলে হবে না। সিমে সেভ করা থাকলে তা সেটে মুভ করে নিন বা সেটে নতুন ভাবে সেভ করুন।
  • এখন ওই নম্বরে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন।(চিত্র অনুসরন করুন)

প্রথমে চিত্র ১ এর ন্যয় দেখতে পাবেন এ অবস্থায় ফোনের মেনু বাটনে ক্লিক করলে চিত্র ২ এর ন্যায় অপশন পাবেন। এখন চিত্র ২ এ Block incoming calls এ টিক দিন

ব্যাস কাজ শেষ আপনার ফোনে উক্ত নম্বরটি ব্লক হয়ে গেছে।

আনব্লক করার জন্য শুধু Block incoming calls এ টিক উঠিয়ে দিন।

আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই

Level 0

আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

THANKS

ধন্যবাদ সুন্দর এবং তথ্য সমৃদ্ধ টিউন উপহার দেয়ার জন্য।

অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানা হলো। ধন্যবাদ!

আমার সামসাং গালাক্সি এস ডুয়েস-৩ তে এই অপসান নাই কি করব?
https://www.dropbox.com/s/pa3jjlcjdjx2qng/Screenshot_2015-03-03-11-39-41.png?dl=0

ধন্যবাদ

ভাল* * * ভাই এগিয়ে যান

তথ্যবহুল

Shob phone e ei option ti nai.
Amar w19 te o nai.

Unblocking করার সিস্টেম ও কি একই ভাবে নাকি?

ai system maybe sudhu walton a e ase. samsung or branad er device a ai option nai.

Level 0

Vai aita kono trix na. R Call Block option shob mobile nai.