এন্ড্রয়েড ফোন টু টিভি- আপনার এন্ড্রয়েড ফোনের প্রতিচ্ছবি ফেলুন ল্যাপটপ ও ডেক্সটপে কোন প্রকার ক্যাবল ছাড়া, ওয়াইফাই এর মাধ্যমে।এ্যাপসের মজা নিন পিসি ল্যাপটপে।

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। এখন আগের মত টিউন করি না কিন্তু আপনাদের টিউনস গুলি দেখতে মিস করি না। কম্পিউটারে বসার পর নেট কানেক্ট করে সর্বপ্রথম যে সাইট টি দেখি সেটাই আমাদের এই টেকটিউনস। খুব ভালো লাগে, ভালো লাগার কারনও আছে, যে খানে আমরা প্রতিদিন কোন কোন নতুন জিনিসের সম্বন্ধে জানতে পারি, শিখতে পারি। যাক কথা না বলে কি দিতে চাই সে প্রসঙ্গে আসি।

কিছু দিন আগে একজন ভাই otg ক্যাবল নিয়ে আলোচনা করেছেন এর ব্যবহার সম্বন্ধেও বলেছেন। এন্ড্রয়েড ডিভাইস টি কে কিভাবে টিভি, ল্যাপটপ, ডেক্সটপের সাথে সংযোগ করা যায় তাও বলেছেন তবে এখানে ক্যাবল সংযোগ লাগবে অর্থ্যাৎ ক্যাবল ছাড়া হবে না। তাই আমি নেটে খোজ নিলাম কোথা থেকে এই ক্যাবলটি সংগ্রহ করা যাবে। তারপর নেট ঘাটতে ঘাটতে ইউটিউবে একটি টিপস পেলাম সেই টিপস অনযায়ী কাজও করলাম, সাকসেস।

বিঃদ্রঃ সকল কম্পিউটার, ল্যাপটপ এ ওয়াইফাই এর ব্যবস্থা থাকতে হবে।

টিপসটি নিচে শেয়ার করলাম

প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করে সাইটে প্রবেশ করুন

http://www.mirrorop.com/product_windows_receiver.html

সাইটে প্রবেশের পর নিচে দেখেন Try Now লেখাটি আছে তার উপর ক্লিক করে Mirrorop Receiver সফটও্য়্যারটি নামিয়ে নিন, এক্সার্ট করে কম্পিউটারে ইন্সটল দিন সাধারন ভাবে। কম্পিউটারের কাজ শেষ।

এবার আপনার এন্ড্রয়েড ফোন থেকে প্লে ষ্টোরে গিয়ে সার্স বক্সে টাইপ করুন Mirrorop Sender এটা নামিয়ে ইন্সটল করুন ব্যাস যন্ত্রপাতির কাজ শেষ এবার ব্যবহারের পালা।

কম্পিউটার হতে Mirrorop Receiver সফটি চালু করুন এবার আপনার এন্ড্রয়েড ফোনে রক্ষিত Mirrorop Sender এ্যাপটি চালু করুন ওয়াইফাই সংযোগ চাইলে দিয়ে দিন তার পর সার্চিং হবে আপনার কম্পিউটারকে আপনার ফোন ডিটেক্ট করবে এবং দেখতে পাবেন আপনার কম্পিউটারের নাম আপনার মোবাইলে চলে আসছে ওটাতে ক্লিক করুন দেখন  প্লে, ষ্টপ, পুস, হোম বাটন আছে এখান থেকে প্লে ক্লিক করুন আর কম্পিউটারের দিকে লক্ষ করুন কি হচ্ছে। অর্থ্যাৎ আপনার মোবাইলে যা করছেন তাই আপনার মনিটরে শো করছে বুঝলেন। আর ভাই আমি কোন স্ক্রিনশট দিতে পারি নাই একটু বুঝে নিবেন। ধন্যবাদ সবাই কে।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks

ধন্যবাদ আপনাকেও

Level 0

Thank you. But the app shows “You may need to root your android device first”.

    @essan99: ভাই আমার সেটটি স্যামসাং এস 7562 এটা রুট করা নয়, তারপরও আমি চালাতে পারছি, তবে যারা গ্যালাক্সি ইউস করেন তারা Sender for Galaxy Apps টি নামিয়ে দেখুন।

Level 0

ধন্যবাদ এত সুন্দর টিউন করার জন্যে

মনে হয় মোবাইল টি রুট করা থাকতে হবে।
সবচেয়ে জরুরি জিনিসটাই টা টিউনার বলতে ভুলে গিয়েছিলো।

যাক সুন্দর টিউনের জন্য ধন্যবাদ ।

    @জাহিদুর রহমান: ভাই আমার সেটটি স্যামসাং এস 7562 এটা রুট করা নয়, তারপরও আমি চালাতে পারছি, তবে যারা গ্যালাক্সি ইউস করেন তারা Sender for Galaxy Apps টি নামিয়ে দেখুন।

ধন্যবাদ

Apk ফইলটা 5 Munits ট্রায়াল ভার্সন। এবং এটা 4.4+ এ সাপোর্ট করবে।

    @ফরহাদ হোসেন: মনে হয় কারন এ্যাপটি চলার সময় মাঝে মাঝে রেজিষ্টার করতে বলে। তবে কারো কাছে যদি Pro ভার্সনটি থাকে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ

ভাল একটি টিউনের জন্য ধন্যবাদ

ফুল ভার্সন হলে ভালো হতো শেয়ার করার জন্য ধন্যবাদ “

Pro version টা আমার কাছে ছিল কিন্তু ডিলিট হয়ে গিয়েছে।

root chaichhey

Level 0

সুন্দর টিউনের জন্য ধননবাদ, এন্ড্রুএট ফোন হ ইতে কি শুধু এল সি ডি ম মনিটর এ টিভি আউটপুট ক রার ডিভাইস আছে? থাক্লে জানাবেন প্লিজ। [email protected],

Level 0

nice tunse