বিসমিল্লাহির রাহ মানির রাহিম
__________________________
আমার আগের টিউন করেছিলাম OTG ক্যাবল আর সেই টিউনটিতে অনেকেই প্রশ্ন তুলেছেনঃ
কিভাবে OTG সুবিধা ব্যবহার করে "ফোনে ডিস টিভি" দেখা যেতে পারে ? আর তা কিভাবে ?
হ্যা আপনিও পারবেন আপনার এন্ড্রয়েড এ OTG সাপোর্ট করে এমন ফোনে টিভি দেখতে পারবেন তবে সেটা কোন রকম ইন্টারনেট কানেশন ছাড়া চলুন প্রথমে ডিভাইসটি দেখে নিনঃ
ডিভাইসটি হচ্ছে টিভি কার্ড আর এটি শুধুমাত্র এন্ড্রয়েড ডিভাইসে চলবে উপরের ছবিতে যে ডিভাইসটি দেখেছেন এটি Aver Media কোম্পানির।
কানেশনের কোনো ঝামেলা নেই শুধু প্লাগ ইন করবেন চলুন দেখি কিভাবে ডিভাইসটি প্লে করে টিভি দেখবেন
প্রথমেই প্লে স্টোর থেকে Aver TV Mobile সফটওয়্যার টি ডাউনলোড করেন
তারপর ওপেন করার আগে ডিভাইসটি প্লাগ ইন করে নিন তারপর
সিম্পলি চ্যানেল স্ক্যান করুন আর উপভোগ করুন।
আপনি চাইলে এটি থেকে যেকোনো ধরনের অনুষ্ঠান ইচ্ছেমত আপনার মেমোরি কার্ড এ সংরক্ষণ করে রাখতে পারেন।
যারা ইতিমধ্যে ল্যাপটপ / পিসিতে External TV Card ইউস করেন তাদের জন্য এর সেট আপ কিছুই বলতে হবে না এমনিতেই পারবেন আর যারা নিউ ইউজার যদি কোন সমস্যা হয় তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করতে।
বিঃদ্রঃ কেউ বাজে কমেন্ট করবেন না আশা করছি আমার জ্ঞ্যান খুবই সল্প আর যতটুকু জানি ও জানতে পারি ঠিক ততটুকু আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করি কোন প্রকার ভূল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি পারেন একটু কষ্ট করে আমায় এফবিতে একটা মেসেজ দিয়ে ভূলটি ধরিয়ে দিবেন।
ধন্যবাদ সবাইকে
ফেসবুকে আমিঃ http://www.facebook.com/ripul80
আমি রিপুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কার্ড টা কোথায় কিনতে পাবো?