তিন পাশে ‘কার্ভড এজ’ নিয়ে আসছে স্যামসাং গ্যালাক্সি এস৬!

স্যামসাংয়ের পরবর্তী আকর্ষণ গ্যালাক্সি এস৬ বাজারে আসার সময় যত এগিয়ে আসছে, উত্তেজনাও তত চড়ছে। এই আগুনে আরো ঘি ঢেলে দিয়েছে একটি তথ্য। তা হলো, নোট ৪ এজ এর মতো একপাশে নয়, এর নাকি তিন পাশে কার্ভড এজ থাকছে। এই স্মার্টফোনটি দিয়েই বাজার দখল করবে তারা। আগামী মার্চের ১ তারিখে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’-এ এস৬ দেখাবে স্যামসাং।

গ্যালাক্সি নোট এজ এর একপাশে কার্ভ স্ক্রিন এনে বেশ জমিয়ে দেয় স্যামসাং। এবার আসছে এস৬-এর তিন ধারে বাঁকানো পর্দা রাখবে বলে গুঞ্জণ ছড়িয়েছে। একেকটি দিক একেক রকম তথ্য দেখাবে। নোটিফিকেশন দেখা যাবে একটি বাঁকানো দিকে। অপর কোনো অংশ দেখাবে ‘ফেভারিট কন্টাক্ট’। অপর অংশে অন্য কিছু হয়তো রয়েছে।

এই ফোনটি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা নিয়ে নিন।
১. গ্যালাক্সি এস ৬ এর দেহটি গ্যালাক্সি আলফার মতোই মেটাল দিয়ে তৈরি হবে। আরেকটি সংস্করণ থাকবে এস ৬ এজ। এর ৭.২ মিলিমিটার স্পোর্ট কার্ভড-এজ ফ্রেমটি হবে বেশ শক্ত।
২. গুঞ্জন চলছে, এর পর্দা ৫ ইঞ্চি বা ৫.২ ইঞ্চির ২কে সুপার অ্যামোলেড হবে। গ্যালাক্সি নোট এজ এর মতো এর একপাশে কার্ভড এজ রাখা হয়েছে।
৩. গ্যালাক্সি এস ৬ এবং গ্যালাক্সি এস ৬ এজ আসবে চারটি রংয়ে। ঘন নীল, নীলাভ সবুজ, স্বর্ণালী এবং সাদা।
৪. কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর অতি গরম হওয়ার অভিযোগ এসেছে। তাই এবার স্যামসাং এবার নিজেদের এক্সাইনস ৭৪২০ চিপ ব্যবহার করবে এতে। ৬৪ বিটের এই প্রসেসর দিয়ে তৈরি মোবাইল সাধারণত তারা ৩জি নেটওয়ার্কের জন্য তৈরি করে।
৫. বড় যে খবরটি আলোড়ন তুলেছে তা হলো, এতে ৪ জিবি র‍্যাম দেওয়া হবে। যদি তা হয়, তবে ৬৪ বিট প্রসেসর পুরোদমে কাজ করবে।
৬. এর সামনের ক্যামেরাটি নাকি ৫ মেগাপিক্সেলের হবে। পেছনেরটি ১৬ মেগাপিক্সেল বা ২০ মেগাপিক্সেল হতে পারে। এবার আইএমএক্স২৪০ ক্যামেরা লেন্স যুক্ত করছে স্যামসাং।
৭. যাবতীয় সফটওয়্যারকে একেবারে হালকা করতে অ্যাড-অন ফিচার রাখা হবে না এই ফোন, এমনটাই বলা হচ্ছে।
৮. আরো বলা হচ্ছে, অ্যাড-অন এর জন্যে ব্যাকপ্যানেল রাখবে স্যামসাং। খবর ছড়িয়েছে, পেছনের কেসিংটি ই-বুক রিডার হিসেবে ব্যবহার করা যাবে। আবার বলা হচ্ছে, স্বাস্থ্যবিষয়ক যাবতীয় ফিচার ব্যাকপ্যানেলে থাকবে।
৯. এবার দামের বিষয়ে যে খবর পাওয়া গেছে তা হলো, এর ৩২ জিবি সংস্করণটির দাম পড়বে ৭৪৯ ইউরো। আর ৬৪ জিবি এর দাম পড়বে ৮৪৯ ইউরো। এ ছাড়া আরো আছে ১২৮ জিবি সংস্করণ যার দাম পড়বে ৯৪৯ ইউরো ।

লেখাটি আগে এখানে প্রকাশিত । অ্যান্ড্রয়েড বিষয়ক বাংলা ব্লগ ।নিয়মিত ভিজিট করুন

Level 0

আমি CBZ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

oh my hot

দারুন লাগল। তবে যেসব ফিচার থাকবে লিখেছেন, আমার মনে এর অনেক কিছুই আসল ফোনে থাকবে না। তবুও দেখা যাক।
রিলিজ ডেট কবে এবং মূল্যটা টাকায় দিলে ভালো হত। ধন্যবাদ।

Level 0

@কামরুজ্জামান ইমন: রিলিজ ডেট বলতে মার্চে আসবে সেইটা জানি।