চলুন জেনে নেই OTG ক্যাবল সম্পর্কে এবং বুঝে নেই এর ব্যবহার সমূহ

বিসমিল্লাহির রাহ্ মানির রাহিম
_________________________

আজকের পোষ্টে আলোচনা করব বর্ত্তমান যুগের সবচেয়ে আলোচিত বিষয় OTG ক্যাবল OTG শব্দের পূর্ণ রূপ হল “On The Go” । অর্থাৎ USB on the go অথবা OTG এর মানে হল আপনি আপনার ডিভাইসটিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ইউএসবি ডিভাইস সংযুক্ত করতে পারবেন।
এই ক্যাবল দিয়ে আপনি কি কি সুবিধা পাবেন তা দেখাতে চেষ্টা করব।

প্রথমেই চলুন দেখে নেই ক্যাবলটি:

1

এই ক্যাবলটি দিয়ে আপনি আপনার এন্ড্রয়েড এ আলাদা স্টোরেজ, হার্ড ড্রাইভ, কি-বোর্ড, মাউস, প্রিন্টার সহ আরো নানা ধরনের ডিভাইস সংযুক্ত করতে পারবেন।

2

এই OTG ক্যাবল সর্ব প্রথম Blackberry ডিভাইসে ব্যবহার করা হত তবে সেটি শুধুমাত্র একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটা ট্রান্সফার করার জন্য কিন্তু বর্ত্তমানে জনপ্রিয় এন্ড্রয়েড এর ভার্সন ৩.১ থেকে এর ব্যবহার শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় সমস্ত ফোন কোম্পানি এই সুবিধা দিয়ে নতুন ফোন বাজারে আনছে তবে পুরাতন ফোনে যদি হার্ডওয়ার এর মান ভাল হয় তবে রুট করে ডিভাইস এ OTG চালানো সম্ভব।

আপনার যদি OTG সাপোর্টেড ডিভাইসের থাকে তবে আপনি অনেক কাজ পিসি ছাড়াই করতে পারবেন OTG সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠানো যাবে, এছাড়া কী-বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়।

এবার চলুন OTG দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন জেনে নিই-

3

হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছে
যেমন: স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী- বোর্ড, মাউস, হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। আপনার ফোনেই আপনি ডিশ এবং টিভি দেখতে পারবেন।
আপনি যদি আপনার স্মার্টফোন বা ট্যাবলেটের সাথে কোন প্রকার স্টোরেজ ডিভাইস যেমন হার্ডড্রাইভ বা ফ্ল্যাশড্রাইভ যুক্ত করতে চান তাও পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে কিছু অ্যাপ ব্যবহার করতে হবে,

যেমন:-USB Host Controller.

4

আজকের মত এই পর্যন্ত ঈ আমার সমস্ত ধরনের ভুল ভ্রান্তি ক্ষ্মমার দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।

বিঃদ্রঃ টিটিতে অনেক বড় ভাইয়েরা আছেন যারা অনেক এডভান্স আমার এই পোষ্ট শুধু তাদের জন্য যারা আমার মত একটু কম জানেন আর বুঝেন।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে পোষ্ট পড়ার জন্য

ফেসবুকে আমিঃ http://facebook.com/ripul80

Level 0

আমি রিপুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আমার ফোন symphony w75 ভারসন-4.4.2 kitkat এতে কি OTG সাপোর্ট করবে

Level 1

খুব ভাল পোস্ট| বর্তমানে আমার নেট ইউসের মধ্যে ১ম এ আছে টেকটিউন্স |আমি ল্যাপটপ দিয়া টেকটিউন্স এর মোবাইল সাইট ইউস করি কি হেব্বি স্পিড | কিন্তু টেকটিউন্স এ নতুন একাউন্ট খুলা যায় না | টেকটিউন্স এর এডমিন ভাই এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি |তাড়াতাড়ি এই সমস্যা সমাধান করুন |এবং সবাইকে পোস্ট করার সুযোগ করে দিন |ধন্যবাদ |

Level 0

টিভি দেখার ব্যপারটা খুলে বলেন

Level 0

Good post. vai kothay pabo taratari bolen, r device supported kina kmne bujhbo.

Level 0

দাম কেমন OTG এর?

ভালো পোস্ট, কিন্তু আপনার আগে আমি আরও বেশি ইনফোরমেশন দিয়ে এই বিষয়ে টিউন করেছিলাম।
যাহোক, টিউনের জন্য ধন্যবাদ।

“আপনার ফোনেই আপনি ডিশ এবং টিভি দেখতে পারবেন।” এটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ। আমি Samsung Galaxy Note 2 ব্যবহার করি। OTG এর অন্য সব ফিচার ব্যবহার করেছি কিন্তু টিভি দেখার ব্যাপারটা বুঝলাম না।

portable Hard disk o ki use kora jabe?? Koto gb porjonto hard disk use kora jabe?

ডিশ
এবং টিভি চালাবো কি ভাবে

symphony a50 কি otg support করে?

@তানজামিন খান: ধন্যবাদ আপনাকে

@মোঃ মাসুদ রানা: হার্ডওয়ার কি কি? আর কার্্নেল ভার্সন কত।?

@ckoklet: ধন্যবাদ আপনাকে কমেন্ট এর জন্য OTG দিয়ে টিভি দেখার জন্য আপনাকে HDMI connector kit kinte hobe &আপনার টিভিতে মাস্ট। HDMI connection port থাকতে হবে

@Hridoy569: এই ক্যাবল আপনি যেকোন মোবাইলিয় দোকানে কিনতে পাবেন আর যে ডিভাইসে OTG আছে তা আপনি ফোন কেনার সময় একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন Usb On the GO লিখা আছে

সবাইকে বলছিঃ

আমি চাকরির ইন্টার্ভিউ নিয়ে একটু বিজি আর তাই সবার কমেন্ট এর রিপ্লাই দিতে পারছি না বলে দুঃখিত

@সানিম মাহবীর ফাহাদ: দুঃখিত ভাইয়া আমি তাহলে খেয়াল করিনি বিষয় টি

@Qudrat Ullah: আপনার বাসায় যদি HDMI TV ৎাকে তবে আপনি আপনার ফোনের জন্য একটি HDMI KIT কানেক্টর কিনে নিন তারপর আমার সাথে যোগাযোগ করবেন যদি নিজে দেখতে না পারেন। 🙂

@তানভীর সাগর: এই বিষয় টি এখনো জানতে পারিনি তবে এটি ফোনের প্রসেসর আর হার্ডওয়ার এর উপর নির্ভর করবে মনে হচ্ছে

@রাসেল: @রাসেল: ধন্যবাদ আপনাকে আপনি আগের কমেন্টগুলো দেখুন আশাকরি বুঝতে সমস্যা হবে না

@মাসরুব আহমেদ: দুঃখিত ভাইয়া Roar A 50 তে OTG ফিচার টি নেই

নতুন একটা বিষয় জানতে পারলাম। ধন্যবাদ।

ami ki amar phone a modem calate parbo. model note 3. jodi calano jay ki vabe help me

আমি আগে থেকেই ব্যাবহার করি

@কামরুজ্জামান ইমন: আপনাকেও ধন্যবাদ কমেন্ট এর জন্য

@এস এম আসাদ: মডেন বলতে আপনি ইন্টারনেট মডেম এর কথা বোঝাচ্ছেন?

@সাহেব বিশ্বাস: ধন্যবাদ কমেন্ট এর জন্য

@মাহিন আসাদ: আপনাকে ও ধন্যবাদ

Level 0

@ROSI: ami 40 taka diye kinsilam.

Cable er dam jar kas theke jemon nite are

ভাই, আমার ফোন symphony w150 ভারসন-4.2.1 এটা কি রুট করলে OTG সাপোর্ট করবে?

ইন্টারনেট মোডেম কি চালাতে পারব।
আমি একবার ডুকিয়েছিলাম কিন্তু পায় নাই।
আলাদা কি কনো সফটওয়্যার দিতে হবে।