প্রথম টিউনে ভাল ই সাড়া পেয়েছি সবার কাছ থেকে । তাই একটু তারাতারি ই দ্বিতীয় টিউন নিয়ে এলাম । প্রথম টিউন যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন ।
আসলে আজকে যে রমটা শেয়ার করবো সেটা ললিপপ রমের আগেই পোর্ট করেছিলাম । ইচ্ছা করেই ললিপপ নিয়ে টিউন টা আগে করেছিলাম । এতে বিশেষ কোন কারণ নাই । রমগুলো শেয়ার করার ইচ্ছাও ছিলো না অনেক গুলো সমস্যার জন্য । এর মধ্যে একটা সমস্যার মোটামুটি সমাধান পেয়েছি । তাই দ্বিতীয় টিউন করার জন্য বসেছি ।
কেউ যদি কোন কাজের জন্য কাউকে উৎসাহিত করে , তাহলে কাজ করে তৃপ্তি পাওয়া যায় । আর তারা যদি বন্ধু হয় তাহলে তো কথা ই নেই । বন্ধুদের মধ্যে "লুল ফটোগ্রাফার" এবং "Astro Blaze" এর নাম না বললেই চলে না।
তাহলে চলুন রমের দিকে যাওয়া যাক । IOS রম সবাই ই কম বেশি জানেন । তবে একটা প্রশ্ন অনেকেই করে যে ,
IOS এর রম এন্ড্রয়েড এ সেট আপ দিলে কি Iphone এর এপ গুলু চালানো যাবে ?
তাদের কাছে আমার বলার তেমন কিছু নেই । এতটুকু ই বলবো যে , তাহলে "স্টিভ জবস" ফকিরা পুলে দাড়াইয়া লুঙ্গি পইড়া আইফোনের ব্যাককভার বিক্রি করতো।
এটা কাউকে ছোট করার জন্য বলি নি । আমরা সবাই জানি যে প্রয়াত স্টিভ জবস বিশ্বের জন্য কতটা বিস্ময় নিয়ে এসেছিলেন । তার বিস্ময়ে সমস্ত পৃথিবী বিস্মিত হয়ে আজো তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। সেদিকে আর যাচ্ছি না।
চলুন রমের ফিচারগুলে একনজরে দেখে নিই...............
1.Based On Jelly Bean 4.2.2
2.Lenovo Shutdown Animation
3.IOS7 Launcher (LOL)
4.IOS7 Call Screen
5.IOS7 Status Bar
6.Battery Icons like IOS7
7.IOS7 App Icons
8.IOS7 Lockscreen
9.IOS7 Keyboard
10.IOS7 Fonts
11.IOS7 Notification Drawer
12.IOS7 Quick Control
13.Super Ram Management
14.IOS7 Network Signals
15.Settings Like Iphone
16.Wallpapers like IOS
17.IOS7 Sounds
18.IPHONE Boot Animation
19.Dialpad like IPHONE
20.I-TUNES
আরো অনেক ফিচার আপনি নিযে ইউজ করেই পাবেন ।
কিছু স্ক্রিনশট দেখে নিন ।
আশা করি সবাই ইন্সটল করতে পারবেন। তারপর ও যারা পারবেন না তাদের জন্য মাওলানা ইউ ইউ হানি সিং এর রিমিক্স কাওয়ালি ঃ
Installation process:Wipe Data and Factory reset. তারপর mount and storage এ গিয়ে System, Data,cache এই তিনটি mount করে Format দিয়ে দিন।তারপর install zip from sd card এ গিয়ে রমের লোকেশন দেখিয়ে ফ্ল্যাশ মারুন। ইন্সটল কম্পলিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। Complete হলে Advance এ ঢুকে Dalvic Data ক্লিয়ার করুন এবং রিবুট মারুন।ব্যাস।
বাগ: রমটি আপলোড করার পর হঠাত আজ লক্ষ্য করি যে এর ব্লুটুথ কাজ করছে না। খুব তারাতারি এর সমাধান পাবেন আশা করি।
মেসেজ যদি সমস্যা করে তাহলে এখান থেকে এই এপটা ডাওনলোড করে রুট এক্সপ্লোরার দিয়ে "/system/app" এই লোকেশন এ পেস্ট এন্ড replace করে দিবেন।কাজ শেষ।
Symphony Xplorer W71 এ IOS এর সামান্য স্বাদ দেওয়ার জন্য ই আজকের এই টিউন । এর বাইরে কোন প্রত্যাশা নাই ।
আপলোড করা রমটির নাম "Iphone 7 ios by Usubbir Ahmed" । হয়তো অনেকেই হাসছেন। আসলে IOS 7 দিতে গিয়ে 7 টা আগে চলে এসেছে। আর নাম হয়ে গেছে Iphone 7. লুল .
Find me on Facebook : Facebook
My Blog : Cust1rom
Upload Credit : Astro Blaze
আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks.vai aitai kugtaselam…..