IOS7 ROM নিয়ে নিন SYMPHONY W71 এর জন্য।

প্রথম টিউনে ভাল ই সাড়া পেয়েছি সবার কাছ থেকে । তাই একটু তারাতারি ই দ্বিতীয় টিউন নিয়ে এলাম । প্রথম টিউন যারা মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন ।

আসলে আজকে যে রমটা শেয়ার করবো সেটা ললিপপ রমের আগেই পোর্ট করেছিলাম । ইচ্ছা করেই ললিপপ নিয়ে টিউন টা আগে করেছিলাম । এতে বিশেষ কোন কারণ নাই । রমগুলো শেয়ার করার ইচ্ছাও ছিলো না অনেক গুলো সমস্যার জন্য । এর মধ্যে একটা সমস্যার মোটামুটি সমাধান পেয়েছি । তাই দ্বিতীয় টিউন করার জন্য বসেছি ।
কেউ যদি কোন কাজের জন্য কাউকে উৎসাহিত করে , তাহলে কাজ করে তৃপ্তি পাওয়া যায় । আর তারা যদি বন্ধু হয় তাহলে তো কথা ই নেই । বন্ধুদের মধ্যে "লুল ফটোগ্রাফার" এবং "Astro Blaze" এর নাম না বললেই চলে না।
তাহলে চলুন রমের দিকে যাওয়া যাক । IOS রম সবাই ই কম বেশি জানেন । তবে একটা প্রশ্ন অনেকেই করে যে ,

IOS এর রম এন্ড্রয়েড এ সেট আপ দিলে কি Iphone এর এপ গুলু চালানো যাবে ?

তাদের কাছে আমার বলার তেমন কিছু নেই । এতটুকু ই বলবো যে , তাহলে "স্টিভ জবস" ফকিরা পুলে দাড়াইয়া লুঙ্গি পইড়া আইফোনের ব্যাককভার বিক্রি করতো।
এটা কাউকে ছোট করার জন্য বলি নি । আমরা সবাই জানি যে প্রয়াত স্টিভ জবস বিশ্বের জন্য কতটা বিস্ময় নিয়ে এসেছিলেন । তার বিস্ময়ে সমস্ত পৃথিবী বিস্মিত হয়ে আজো তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে। সেদিকে আর যাচ্ছি না।
চলুন রমের ফিচারগুলে একনজরে দেখে নিই...............
1.Based On Jelly Bean 4.2.2
2.Lenovo Shutdown Animation
3.IOS7 Launcher (LOL)
4.IOS7 Call Screen
5.IOS7 Status Bar
6.Battery Icons like IOS7
7.IOS7 App Icons
8.IOS7 Lockscreen
9.IOS7 Keyboard
10.IOS7 Fonts
11.IOS7 Notification Drawer
12.IOS7 Quick Control
13.Super Ram Management
14.IOS7 Network Signals
15.Settings Like Iphone
16.Wallpapers like IOS
17.IOS7 Sounds
18.IPHONE Boot Animation
19.Dialpad like IPHONE
20.I-TUNES
আরো অনেক ফিচার আপনি নিযে ইউজ করেই পাবেন ।
কিছু স্ক্রিনশট দেখে নিন ।


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আশা করি সবাই ইন্সটল করতে পারবেন। তারপর ও যারা পারবেন না তাদের জন্য মাওলানা ইউ ইউ হানি সিং এর রিমিক্স কাওয়ালি ঃ

Installation process:Wipe Data and Factory reset. তারপর mount and storage এ গিয়ে System, Data,cache এই তিনটি mount করে Format দিয়ে দিন।তারপর install zip from sd card এ গিয়ে রমের লোকেশন দেখিয়ে ফ্ল্যাশ মারুন। ইন্সটল কম্পলিট হওয়া পর‍্যন্ত অপেক্ষা করুন। Complete হলে Advance এ ঢুকে Dalvic Data ক্লিয়ার করুন এবং রিবুট মারুন।ব্যাস।

বাগ: রমটি আপলোড করার পর হঠাত আজ লক্ষ্য করি যে এর ব্লুটুথ কাজ করছে না। খুব তারাতারি এর সমাধান পাবেন আশা করি।
মেসেজ যদি সমস্যা করে তাহলে এখান থেকে এই এপটা ডাওনলোড করে রুট এক্সপ্লোরার দিয়ে "/system/app" এই লোকেশন এ পেস্ট এন্ড replace করে দিবেন।কাজ শেষ।

Symphony Xplorer W71 এ IOS এর সামান্য স্বাদ দেওয়ার জন্য ই আজকের এই টিউন । এর বাইরে কোন প্রত্যাশা নাই ।
আপলোড করা রমটির নাম "Iphone 7 ios by Usubbir Ahmed" । হয়তো অনেকেই হাসছেন। আসলে IOS 7 দিতে গিয়ে 7 টা আগে চলে এসেছে। আর নাম হয়ে গেছে Iphone 7. লুল .

Download Link : http://d-h.st/hrZb

Find me on Facebook : Facebook
My Blog : Cust1rom
Upload Credit : Astro Blaze

Level 0

আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks.vai aitai kugtaselam…..

good

vai apnar kache ki Huwei 511 er kono Custom Rom ache.

আমার কাছে এন্ড্রয়েডটাই ভালো

ভাই, w125 লাগব (DEVIL) 😛 😀

ওয়েলকাম #মোহাম্মদ মাসুদ

হ্যা ভাই।W125 এর বেশ কয়েকটি রম আমার কাছে আছে। সময় পেলে অবশ্যই শেয়ার করবো #আপন

amar pokkho theke apnar kase akta LOGENCE paona thaklo 😀 khub e shundor tune. aitai khujtesilam onek din dhore. but sta ki onno model e apply kora jabe na ?

মাওলানা ইউ ইউ
হানি সিং বলতে কি বুজাইলেন?

@engineer boy shammu: হ্যা, করা যাবে। প্রথম টিউনে 4 টা মডেলের(অভিনেত্রী না) নাম উল্লেখ করে দিয়েছি। ওই মডেলগুলো ছাড়াও একই mtk soc version এ চলবে।তবে অবশ্যই রম পোর্ট করে নিতে হবে।

@hafiz anower: কিছু বুঝাই নাই বলেই অর্থ হীন শব্দ ইউজ করেছি। আশা করি এটা টিটি ইউজারের বিরক্তির কারণ এবং বিতর্কিত হবে না।
টিউমেন্টের জন্য ধন্যবাদ।

Level 2

ভাই আপনার টিউন টা খুবই ভালো লাগলো। ধন্যবাদ এতো সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য। ভাই আরও ভালো লাগতো যদি কষ্ট করে আমাদের দিকে একটু খেয়াল করতেন, আমারও খুবই ইচ্ছা ios চালানোর আমার মোবাইলে। আমি samsung s2 gt-i9100 (android 4.1.2) ব্যবহার করি, যদি এই মোবাইলের iso7 rom টা দিতেন খুব বেশি আনন্দিত হতাম।please ভাই..অপেক্ষায় রইলাম আশা করি অবশ্যই আপনার কাছ থেকে help পাবো।

Level 2

CLONE NOTE 3 ER KONO ROM ER SUGGEST KORTE PARBEN?

Level 0

ভাই,
আমি গরিব মানুষ। নতুন মোবাইল কেনার পয়সা নাই। so pls can you give a jellybean rom for “Walton Primo D1”. I will be so greatful.

@milonjuir: Walton D1 এর স্পেসিফিকেশন জানান।

@motaleb52: Clone Note lll এর ডিটেইলস বলো।

Level 2

ভাই মনে হচ্ছে আপনার কাছে help চেয়ে অপরাধ করে ফেললাম?? কোনো reply করলেন না?

@Ni: ভুল বুঝবেন না ভাই। আপনার samsung Sll এর জন্য রম খুজতেছিলাম। একটা থিমড রম পেয়েছি। কোন বাগ আছে কিনা দেখতে পারি নাই। কারণ আমার আশপাশ এ কেউ এই সেট ইউজ করে না।
খুব তারাতারি ঈ শেয়ার করবো।
টিউমেন্টের জন্য ধন্যবাদ।

@অনন্যা আবীর: MT6572 based smartphone গুলোর জন্য কিটক্যাট রম আছে। তবে অবশ্যই আপনার সেটের জন্য পোর্ট করে নিতে হবে।

Level 2

@ইউসাব্বির আহমেদ: thnx ভাই response করার জন্য। কিছু আপনিও মনে করবেন না কারন আপনার reply পাইনি তো তাই খারাপ লেগেছিল.. ধন্যবাদ আবার জানাচ্ছি কষ্ট করে শেয়ার করার জন্য। আর যদি পান শেয়ার করবেন আশা করি।

Level 2

@ইউসাব্বির আহমেদ:ভাই prblm হলো কোনটা থেকেই download link খুজে পাচ্ছি না আপনি কি download link টা কষ্ট করে দিতে পারবেন??বিশেষ করে 2nd টা মানে prime IOS rom টা..

Prime IOS টার ডাওনলোড লিনক ওরা শেয়ার করবে না। কারণ এটা পেইড ফাইল হিসেবে ওরা বিক্রি করবে। তাই ডাওনলোড লিনক শেয়ার করবে না।
তবে, অন্য কোন রম পেলে খুব তারাতারি তোমাকে জানাবো। ওয়েট ফর দিস। আমি সর্বাত্মক চেষ্টা করবো।

Level 2

Walton Primo G5 root and Recovery.img neya tt korun.Please

    @RAIHAN: আমি Walton ইউজার না। তবুও যদি টিউন করতে হয় তাহলে সেটটা সম্পরকে অনেক কিছু জানতে হবে।
    চেষ্টা করবো এটাকে এগিয়ে নেওয়ার।
    ধন্যবাদ।

ইফ ২ তে কি চলবে?

এই কাস্টম রম কি অন্য সিম্ফনি সেটে কাজ করবে??? যদি কাজ না করে তাহলে আমাকে symphony V55 এর আইও এস 7 কাস্টম রম এর ডাউনলোড লিংক দেন। ধন্যবাদ