আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
আমি ভালো । আসলে লেখাপড়ার চাপ আর নানান কাজে লেখালেখির তেমন সময় হয়ে উঠে না। তবুও চেষ্টা করি আপনাদের সাথে কিছুটা সময় কাটানোর। তবে হ্যা লেখালেখি না করলেও নিয়মিত টিটি ব্রউজ কিন্তু ঠিকই করা হয়। যাই হোক মূল কথায় আসি। আসলে আজ আমার ২৩ তম জন্মদিন। কিছু একটা লিখতে চাইছিলাম তবে ভালো কোন কনসেপ্ট পাচ্ছিলাম না। অবশেষে ভাবলাম যা পাই তাই লিখব তাই বসে গেলাম......লিখতেই হবে।
আমি এখন আপনাদের সাথে একটি এন্ড্রয়েড এপ্স শেয়ার করব। অবস্য এই এপ্সটি এর আগেও অনেকেই শেয়ার করেছে হয়তো তবে আমার মত করে এর কার্যপদ্ধতি কেউ বর্ননা করেছে বলে মনে হয় না। তাহলে চলুন প্রথমেই দেখেনিই কি কি করতে পারবেন এই এপ্স দিয়ে।
এবার চলুন বিস্তারিত জানি
এপ্স এর নাম- AVG AntiVirus Pro
Play Store এ এর মূল্য 14.99 ডলার
প্লে-স্টোর হতে কিনে নিতে এখানে ক্লিক করুন
এপ্স টির সর্বশেষ ভার্ষন ফ্রি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ( মিডিয়াফায়ার লিংক)
ডাউনলোড করেছেন তাহলে এবার ইনস্টল করে ফেলুন...........
কি করে ইনস্টল করবেন তা নিশ্চই দেখাতে হবে না। ইনস্টল হয়ে গেলে এপ্সটি ওপেন করুন
এপ্সটি ওপেন করলে একটিভ করতে বলবে চিত্রে দেখানো যায়গায় ক্লিক করে একটিভ করুন
এবার নিচের মত দেখতে পাবেন। যেহেতু আমি এই এপ্সটির এন্টি থেফ্ট এর ব্যাপারে বেশি জোড় দিয়েছি তাই এখন এন্টি থেফ্ট একটিভ করা দেখাব
উপরের চিত্রের ন্যায় এন্টি থেপ্ট লেখাতে চাপুন। এবার নিচের মত স্ক্রিন পাবেন..
এখানে আপনার ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন এ ক্লিক করুন
আপনি সফল ভাবে রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখন এন্টি থেফ্ট অপশনে নিচের মত মেনু পাবেন
এখানে ক্যামেরা ট্রাপ এ টিক দিয়ে রাখুন । এবং নিচে পাসওয়ার্ড অপসন হতে একটি পাস ওয়ার্ড দিন এই পাসওয়ার্ড কি কাজে লাগবে তা পরে বলব। এতে করে যে পরপর তিন বার আপনার ফোনে ভুল প্যাটার্ন বা পিন দিবে ক্যামেরা গোপনে তার ছবি তুলে আপনার দেয়া মেইলে পাঠিয়ে দিবে। উদাহরন হিসাবে নিচের চিত্র দেখতে পারেন...অমি অন্ধকারে ছিলাম তাই ছবি খুব ভালো আসেনি।
আর আপনার সিম চেন্জ করলে নিচের মত তথ্য আসবে। এখানে অপারেটর ও সিমের সিরিয়াল নম্বর পাবেন। যার মাধ্যমে সহজেই চোরকে ধরা যাবে।
এবার এন্টি থেপ্ট এর এডভান্স সেটিং এ ক্লিক করুন নিচের চিত্রের মত অপশন পাবেন।
এখন চিত্র ১ এর চিহ্নিত অপশনে টিক দিলে নিচের চিত্র ২ এর মত অপশন পাবেন এখানে একটিভে ক্লিক করে রাখুন। এর ফলে আপনার এপ্স সহজে কেউ আনইনস্টল করতে পারবেনা ও এপ্স সম্পুর্ন সফল ভাবে তার কাজ চালাতে পারবে।
আপনার এন্টিথেফ্ট একটিভেশন সফল ভাবে সম্পন্ন হল।
পোষ্টের এক যায়গায় পাসওয়ার্ড দিতে বলেছিলাম চলুন এবার দেখি কি হবে এই পাসওয়ার্ড দিয়ে।
যদি আপনার ফোন হারিয়ে যায় তো আপনি এই পাসওয়ার্ড দিয়ে মেইল বা মেসেজের মাধ্যমেঃ
আপনি যখন ই মেইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তখন ওই মেইলে আপনাকে বিস্তারিত জানানো হবে কিভাবে আপনি উপরের কাজ গুলো করতে পারবেন।
এপ্সটির অন্যান্ন যেসব সুবিধার কথা বলা হয়েছে তা এপ্সটির পারফমেন্স অপশনে পাবেন। আশাকরি ওগুলো আপনারা সহজেই বুঝতে পারবেন
আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই।
আমার ফেসবুক পেজ।।আমার ফেসবুক প্রফাইল।।আমার স্কাইপ আইডি>shakilsimul
আমি শাকিল আহম্মেদ শিমুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি শাকিল আহম্মেদ শিমুল। আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ ।..তবে মনের ভুলে মাঝে মাঝে কিছু অসাধারন কাজ অবস্য করে ফেলি। তবে তা কি ভাবে করি নিজেই জানিনা। নতুন প্রযুক্তির প্রতি আমার প্রবল আকর্ষন নবাগত যে কোন প্রযুক্তিই ভালোলাগে তাই সারা জীবন কাটাতে চাই প্রযুক্তির সাথে।...
Good Job Bro