W71 এর জন্য Lollipop রম নিয়ে নিন।

আসসালামু আলাইকুম। টেকটিউন্সে এটা আমার প্রথম টিউন।#ফিলিং_Nervous । প্রথম টিউন তাই বুঝতে পারছি না কিভাবে টিউনটা শুরু করবো। টিউনের মান খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। । যা ই হোক ,শুরু করা যাক............

প্রথমেই বলে নিই"টিউনটা" নতুনদের জন্য না। যারা কাস্টম রম সম্পর্কে ভাল জানেন না তারা না বুঝে কিছু করতে যাবেন না। তাইলে ধরা খাইবেন। তবে আমার মনে হয় না যে, টেকটিউনসে এমন কোন এন্ড্রয়েড ইউজার আছেন যারা রম সম্পর্কে ভাল ধারনা রাখেন না।
সিম্ফনি,ওয়ালটন , মাইক্রোম্যাক্স ইত্যাদি হ্যান্ডসেটের কল্যাণে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এর ক্রেডিট গুগলের ই প্রাপ্য। তারসাথেই যে নাম ভেসে আসে সেটি হল মিডিয়াটেক প্লাটফর্ম ।
স্বল্পমূল্যে স্মার্টফোনের ডিভাইস ক্রেতাদের হাতে তুলে দিতেই মিডিয়াটেকের আবির্ভাব । আমাদের সামনে এমন অনেক নামি দামি কোম্পানি অহরহ দেখা যায় যারা মিডিয়াটেকের প্রসেসর দিব্যি ব্যাবহার করছে। এসব সেটে জেলিবিন,কিটক্যাট,ললিপপ এর স্বাদ পাওয়া যায় কাস্টম রমের মাধ্যমে। কাস্টম রম ছাড়া এত তারাতারি এত লেটেস্ট আপডেট পাওয়া যায় না। মূলত কাস্টম রমের উপর ই আমরা ভর করে আছি। নয়তো এখনো ফ্রয়ো , জিঞ্জারব্রেড এ পড়ে থাকতে হত।

আজকে আমার টিউনও মিডিয়াটেক প্লাটফর্মের একটি ডিভাইস নিয়ে । Mtk6577 ডিভাইসের জন্য । আমার জানা মতে কয়েকটি mtk6577 ডিভাইস হলঃ

  • 1.Symphony Xplorer W71
  • 2.Symphony Xplorer W60
  • 3.Walton Primo G1
  • 4.Walton Primo R1
  • আমি বর্তমানে Xplorer W71 ইউজ করি। তাই আজকে যে রম টি শেয়ার করবো সেটিও W71 এর জন্য।

    W71এর জন্য এখনো কোন কিটক্যাট রম আমি কোনখানে পাই নাই। তবে পিউর ললিপপ পেয়েছি। MT6577 এর জন্য ললিপপ এর রমটি ও তাই পোর্ট করে ফেললাম W71 এর জন্য।
    Rom Details
    Name : Pure_Android_Lollipop_4.4.5_for_W71
    Size :346mb
    Uploaded on : Dev Host
    MTK Soc Version : MT6577
    Android Platform : 4.4.5

    Rom Features
    1.Android L Boot Animation
    2.Awesome Visual Effect
    3.Dolby Added
    4.Dual Launcher (Xperia Home and Epic Launcher)
    5.Greenify Added
    6.Xposed Installer
    7. Xtreme Booster
    8.Lollipop Land
    9.Modified Boot Logo
    10.New Google Camera
    11.EL,Material,Epic Wallpaper
    12.Tweaked Build.prop
    13.Zipalign Data and System Apps
    14.Lite Ram Management
    15.Dual 3G
    16.Multi Sim Management
    17."User" Added
    18.R-Control Added
    And Many More.............
    Screenshot







    আশা করি সবাই রমটি ভালভাবেই ইন্সটল দিতে পারবেন। আর যারা পারবেন না তাদের জন্য একটু গেয়ে নিচ্ছি......
    সবার প্রথমে যে কিথা টি বলবো সেটি হল ,আপনার স্টক রম বা বর্তমানে যে রমে আছেন সেটির ব্যাকআপ নিয়ে নিন । CWM ,TWRP, CTR যে কোন রিকভারিতেই আপনি আপনার বর্তমান রমের ব্যাকআপ নিতে পারেন। আমি আপনাকে CWM Recovery ই সাজেস্ট করবো।
    দ্বিতীয়ত রমটি ডাওনলোড করে মেমরি কার্ডের রুট লোকেশনে রাখুন। ফোল্ডারে ও রাখতে পারেন।
    তারপর
    Reboot in Recovery. তারপর Wipe Data and Restore এ ক্লিক করুন। সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
    Mount and Storage এ ঢুকুন। Data,System,Cache তিনটি mount করুন। তারপর নিচের দিকের Data,System,Cache এই তিনটি Format করুন।
    মেইন ম্যানুতে ব্যাক করুন। Install zip from Sd card এ ক্লিক করুন। রমটি যদি এসডি কার্ডে থেকে তাহলে Chose zp from sd card সিলেক্ট করে রমটি ফ্ল্যাশ করুন।
    আর যদি রমটি ফোন মেমরি তে থাকে তাহলে ৫ নাম্বার অপশন choose zip from internal sdcard সিলেক্ট করে ফ্ল্যাশ করুন।
    ফ্ল্যাশ করার পর অটোমেটিক রিবুট হবে । বাকি কাজটা তো এমনি ই পারবেন।
    আর কিছু বলবো না । ডাওন লোড লিঙ্ক নিয়ে নিন।



    Download Link :

    http://d-h.st/SLxM

    Find me on Facebook : http://facebook.com/usubbir
    Upload Credit : Astro Blaze
    Special Thanks to : Jay Kapoor.

    Level 0

    আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Brother Max908 a ai feature ta use kora jabe? ?????

    ললিপপের স্টিকারে ৪.৪.২? হাসি পায়, যারা ডেভলপ করেছেন এইটুকু চেঞ্জ করতে ভুলে গেছে 😛

    Level 2

    @Md.Samiul Islam Neon:
    ভাই কথা 100% সঠিক বলেছেন

    #নিয়ন
    ব্যাপার টা হাস্যকর হলেও,সম্পূর্ণ ভুল নয়। ললিপের প্রথম প্লাটফর্ম 4.5 সিলেক্ট করা হয়ে ছিল। পরে 5.0 নেওয়া হয়।তাই আগের ললিপপের থিমড রমগুলো 4.4.1 থেকে 4.4.5 পর‍্যন্তই দেওয়া থাকতো। এতে ভুলের কিছু আছে বলে আমার মনে হয় না।আর একটা কথা, এই রমটা ইউজ করলে ঈ বুঝতে পারবেন যে রমের ডেভেলপার Aguss Nuriady, আমি নই।

    ধন্যবাদ #মোঃখায়রুজ্জামান বাপ্পি

    না ভাই। Max908 এ এই রম ব্যাবহার করতে পারবেন না। এর একটি কারণ হলো, Mtk soc Version ভিন্ন। MTK6572

    অনেক সুন্দর টিউন করছেন ভাই..
    আচ্ছা ভাই symphony w32 এর কোন কাস্টম রম নেই??
    জানা থাকলে লিংক টা দিলে খুব উপকার হত…

    জি ভাই। W32 এর জন্য কিটকেট থিমড রম আছে। ডাওনলোড লিনক কিছুক্ষণ এর মধ্যেই শেয়ার করছি। #আহমেদ সাজ্জাদ।

    Level 0

    s dous 2 te hobe?

    না ভাই। S Duos 2 তে এটা চলবে না, তবে XDA thread টা দেখতে পারেন।#শুভ
    http://forum.xda-developers.com/showthread.php?t=2794268

    symphony w22 er jonno den please

    W22 এর MTK Soc Version টা এবং Hardware configuration টা বলো।#মেহেদি

    ওয়াল্টন প্রিমো এফ 4 এর জন্য পাইলে দিয়েন।

    @ইউসাব্বির আহমেদ: mt6572
    ARM Cortex-A7
    cores-2
    clock speed-1.30GHz
    gpu-Mali-400MP
    ram-512MB
    internal storage-1.27GB
    screen resolution-480*800
    kernel version-3.4.5

    mt6572
    ARM Cortex-A7
    cores-2
    clock speed-1.30GHz
    gpu-Mali-400MP
    ram-512MB
    internal storage-1.27GB
    screen resolution-480*800
    kernel version-3.4.5

    ভাই 4shared থেকে তো ডাউনলোড করতে পারছি না… আর এই রম এ কোন বাগ নেই তো…??

    Level 0

    MT6572 এর জন্য দিন প্লিজ

    Level 0

    ভাই symphony w70 এর জন্য কিটক্যাট বা ললিপপ রোম নাই……
    থাকলে দেন……….
    এই রমটা কি symphony w70 mtk6577 এর জন্য পোর্ট করতে পারব………

    winmax w800 root app chai. Pls din.

    আমি এই রমটা W32 তে ইউজ করি নাই। এটা পোর্ট করে Walton G4 এ ব্যাবহার করেছি। তেমন কোন বাগ আমি পাই নাই।তবে একটা জিনিস, মিউজিক প্লেয়ারে সাউন্ডে মাঝে মাঝে সমস্যা করতে পারে।আবার নাও করতে পারে।#আহমেদ সাজ্জাদ

    পরবর্তী টিউনে চেষ্টা করবো।#রাজু

    হ্যা যাবে।তবে এডভান্স লেভেলের পোর্টার হতে হবে।কারণ আপনাকে আইস্ক্রিম স্যান্ডউইচ থেকে ললিপপ এ যেতে হবে।
    সফল না হওয়ার সম্ভাবনা ঈ বেশি।তারপর ও রিস্ক নিজের।#প্রিয়াল খান

    রুট মাস্টার ইউজ করতে পারেন। রুটের জন্য বেশ ভাল একটা এপ।
    http://www.datafilehost.com/d/4ee6ccb8

    কোন সমস্যা হলে পিসি দিয়ে ট্রাই করেন।#রুবেল হোসেন

    Level 0

    ধন্যবাদ ইউসাব্বির ভাই…………….

    ওয়েলকাম #প্রিয়াল খান

    ধন্যবাদ ভাই

    Welcome #মাসুদ রানা

    ভাইজান , স্যামসাং ১৯১০৫ মডেলের জন্য ললিপপ বা কিটকেট আছে কি না? একটু দিবেন?

    থাকবে না ক্যানো ভাইজান, স্যামসাং এর রম ই সবচেয়ে বেশী। Cyanogen এর কিছু রমের লিনক দিলাম, টেরাই মাইরা দেখেন।অবশ্যই “নিজের রিস্কে”।#আমিন

    http://www.romlister.com/samsung-galaxy-s2-plus-i9105-custom-roms-list.html#.VKnUAMXgHa8

    #আহমেদ মোস্তাক
    Android L for Walton primo F4
    Download link : https://docs.google.com/uc?id=0B9V4G8rrIKeqTXJ4TzVucHlER2c&export=download

    ভাইজান, একটু হেল্প। mt65xx, mt6577 এগুলো কি? এবং কোথায় দেখতে পাব? মোবাইল ও কম্পিউটারে। একটু বুঝিয়ে বলবেন? বিশেষ উপক্রতি হব।

      Level 0

      @আমিন:
      mt6577 mane Mediatek 6577, Mane Mediatek Processor V.6577

      Bivinno Mobiler Processor Bivinno..
      Kichu Mediatek = MTK= Walton, Symphony, etc
      Kichu Snapdragon = Samsung, Nokia, Samanno kichu walton phone ra Symphony te o ei processor use hoy… (Ei processor er price ektu beshi)

    w69q kastom room ace. thakle den opokar hobe.r recovery img kotai pabo.plz help

    Level 0

    ইউসাব্বির আহমেদ ভাই!
    Walton Primo H2 te kivabe port korbo ektu bolben?
    Khub help hoito!

    Thanks!

    Level 0

    Confiq:
    MT6589
    Screen 4.5
    1GB RAM
    4GB Internal
    1.2 Ghz Quad Core Processon

    Level 0

    Sorry Bro:

    Its neither Lollipop nor Kitkat!
    Its Jelly Bean!

    See Build.prop :
    ……………………………………………………..
    # Do not try to parse ro.build.description or .fingerprint
    ro.build.description=MD501_Vobis-user 4.2.1 JOP40D eng.pub2.1375348365 release-keys
    ro.build.fingerprint=MD501_Vobis/MD501_Vobis/MD501_Vobis:4.2.1/JOP40D/1375348365:user/release-keys
    ……………………………….
    # begin mediatek build properties
    ro.mediatek.version.release=ALPS.JB2.MP.V1.2
    ro.mediatek.platform=MT6589
    ro.mediatek.chip_ver=S01
    ro.mediatek.version.branch=ALPS.JB2.MP
    ro.mediatek.version.sdk=1
    # end mediatek build properties
    …………………………………..
    JB : means Jelly Bean
    ………………………………….
    Version : 4.2.1
    ………………………………….

    ro.build.date=Thu Aug 1 17:16:56 CST 2013

    (No Lillipop Developed that time)

    Besides, There will be a “Pre-App” folder in System Folder in kk or L

    ভাই আশাবাদী হয়ে ডাউনলোড করেছিলাম, ৩৫০+ এমবি পুরাই লস!
    আপনাকে ছোট করার জন্য কমেন্ট করি নাই।
    জাস্ট হতাশা থেকে লিখলাম!

    স্যরি!

    Level 0

    O arekta kotha:
    SDk version = 17 mane JB!

    টিউনের 4নং কমেন্টে বলেই দিয়েছি যে,এটা থিমড রম।হয়তো আপনি সেটা খেয়াল করেন নি।
    বাই দ্যা ওয়ে,টিউমেন্ট করার জন্য ধন্যবাদ #রাজিবনিল

    ইউসাব্বির ভাই,আমি নেট ঘাটাঘাটি করে w32 কিটক্যাট রম পেলাম। কিন্তু দুঃখের ব্যাপার এইযে, এর কোন রিকভারি নেই। মানে cwm,twrp,ctr.

    আর কাইন্ডলি আপনার ফেসবুক আইডি লিংক দিবেন প্লিজ।

    পোস্টে আইডি দেওয়া আছে। আবারো দিচ্ছি http://facebook.com/usubbir

    ফোন স্টোরেজ না থাকায় এটাতে ব্যাক-আপ করা কোনো img ফাইল ফ্ল্যাশ করা যাবে না।
    সেক্ষেত্রে পিসি থেকে সরাসরি ফ্ল্যাশ করতে হবে।

    w68 e ki hobe eita