আসসালামু আলাইকুম। টেকটিউন্সে এটা আমার প্রথম টিউন।#ফিলিং_Nervous । প্রথম টিউন তাই বুঝতে পারছি না কিভাবে টিউনটা শুরু করবো। টিউনের মান খারাপ হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। । যা ই হোক ,শুরু করা যাক............
প্রথমেই বলে নিই"টিউনটা" নতুনদের জন্য না। যারা কাস্টম রম সম্পর্কে ভাল জানেন না তারা না বুঝে কিছু করতে যাবেন না। তাইলে ধরা খাইবেন। তবে আমার মনে হয় না যে, টেকটিউনসে এমন কোন এন্ড্রয়েড ইউজার আছেন যারা রম সম্পর্কে ভাল ধারনা রাখেন না।
সিম্ফনি,ওয়ালটন , মাইক্রোম্যাক্স ইত্যাদি হ্যান্ডসেটের কল্যাণে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বাংলাদেশে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। এর ক্রেডিট গুগলের ই প্রাপ্য। তারসাথেই যে নাম ভেসে আসে সেটি হল মিডিয়াটেক প্লাটফর্ম ।
স্বল্পমূল্যে স্মার্টফোনের ডিভাইস ক্রেতাদের হাতে তুলে দিতেই মিডিয়াটেকের আবির্ভাব । আমাদের সামনে এমন অনেক নামি দামি কোম্পানি অহরহ দেখা যায় যারা মিডিয়াটেকের প্রসেসর দিব্যি ব্যাবহার করছে। এসব সেটে জেলিবিন,কিটক্যাট,ললিপপ এর স্বাদ পাওয়া যায় কাস্টম রমের মাধ্যমে। কাস্টম রম ছাড়া এত তারাতারি এত লেটেস্ট আপডেট পাওয়া যায় না। মূলত কাস্টম রমের উপর ই আমরা ভর করে আছি। নয়তো এখনো ফ্রয়ো , জিঞ্জারব্রেড এ পড়ে থাকতে হত।
আজকে আমার টিউনও মিডিয়াটেক প্লাটফর্মের একটি ডিভাইস নিয়ে । Mtk6577 ডিভাইসের জন্য । আমার জানা মতে কয়েকটি mtk6577 ডিভাইস হলঃ
আমি বর্তমানে Xplorer W71 ইউজ করি। তাই আজকে যে রম টি শেয়ার করবো সেটিও W71 এর জন্য।
W71এর জন্য এখনো কোন কিটক্যাট রম আমি কোনখানে পাই নাই। তবে পিউর ললিপপ পেয়েছি। MT6577 এর জন্য ললিপপ এর রমটি ও তাই পোর্ট করে ফেললাম W71 এর জন্য।
Rom Details
Name : Pure_Android_Lollipop_4.4.5_for_W71
Size :346mb
Uploaded on : Dev Host
MTK Soc Version : MT6577
Android Platform : 4.4.5
Rom Features
1.Android L Boot Animation
2.Awesome Visual Effect
3.Dolby Added
4.Dual Launcher (Xperia Home and Epic Launcher)
5.Greenify Added
6.Xposed Installer
7. Xtreme Booster
8.Lollipop Land
9.Modified Boot Logo
10.New Google Camera
11.EL,Material,Epic Wallpaper
12.Tweaked Build.prop
13.Zipalign Data and System Apps
14.Lite Ram Management
15.Dual 3G
16.Multi Sim Management
17."User" Added
18.R-Control Added
And Many More.............
Screenshot
আশা করি সবাই রমটি ভালভাবেই ইন্সটল দিতে পারবেন। আর যারা পারবেন না তাদের জন্য একটু গেয়ে নিচ্ছি......
সবার প্রথমে যে কিথা টি বলবো সেটি হল ,আপনার স্টক রম বা বর্তমানে যে রমে আছেন সেটির ব্যাকআপ নিয়ে নিন । CWM ,TWRP, CTR যে কোন রিকভারিতেই আপনি আপনার বর্তমান রমের ব্যাকআপ নিতে পারেন। আমি আপনাকে CWM Recovery ই সাজেস্ট করবো।
দ্বিতীয়ত রমটি ডাওনলোড করে মেমরি কার্ডের রুট লোকেশনে রাখুন। ফোল্ডারে ও রাখতে পারেন।
তারপর
Reboot in Recovery. তারপর Wipe Data and Restore এ ক্লিক করুন। সম্পন্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
Mount and Storage এ ঢুকুন। Data,System,Cache তিনটি mount করুন। তারপর নিচের দিকের Data,System,Cache এই তিনটি Format করুন।
মেইন ম্যানুতে ব্যাক করুন। Install zip from Sd card এ ক্লিক করুন। রমটি যদি এসডি কার্ডে থেকে তাহলে Chose zp from sd card সিলেক্ট করে রমটি ফ্ল্যাশ করুন।
আর যদি রমটি ফোন মেমরি তে থাকে তাহলে ৫ নাম্বার অপশন choose zip from internal sdcard সিলেক্ট করে ফ্ল্যাশ করুন।
ফ্ল্যাশ করার পর অটোমেটিক রিবুট হবে । বাকি কাজটা তো এমনি ই পারবেন।
আর কিছু বলবো না । ডাওন লোড লিঙ্ক নিয়ে নিন।
Download Link :
Find me on Facebook : http://facebook.com/usubbir
Upload Credit : Astro Blaze
Special Thanks to : Jay Kapoor.
আমি ইউসাব্বির আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 89 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Brother Max908 a ai feature ta use kora jabe? ?????