এন্ড্রয়েড এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ আশা করছি। আমার সেটটি কি ডেড হয়ে গেছে?

আমি কিছু দিন আগে একটি Samsung SIII mini GT-I8200 সেট কিনেছিলাম। আমি আমার সেটে অনেক বার স্টক রম ফ্লাশ করেছি। কিছু দিন আগে আমি দেখলাম sammobile.com ওয়েব সাইটে আমার সেটের জন্য ২০১৫ সালের জানুয়ারী তে স্টকরমের একটি আপডেড এসেছে। আমি ওটা ডাউনলোড করে রেখেছিলাম। যার ফাইন নাম ছিল I8200XXUANL2_I8200ORRAOA1_I8200XXUANL2_HOME.tar.md5 আজ হঠাৎ করেই আমার সেটে কন্ট্রাক নম্বর এ ডায়াল আপ আসতে একটু সমস্যা করছিল। আমি ভাবলা সমস্যা যখন করছে তবে নতুন এবছরের আপডেডটা একবার দিয়ে দেখি। যেই ভাবনা সেই কাজ। রাতেই ফ্লাশ দিতে বসে গেলাম। ফ্লাশ দেওয়াও সফল ভাবে সম্পন্ন হয়েছে অর্থাৎ Odin এ Pass দেখিয়েছে কোন প্রকার Error ছাড়ায়। তবে Pass দেখার পর সেট রিস্টার্ট নিয়ে আর চালু হয় না। আমি ভাবলাম একটু সময় হয়তো নেবে। তবে অনেক সময় অতিবাহিত হলেও কোন কাজ হলো না। পরে আমি ব্যাটারী খুলে আবার লাগিয়ে চালু করতে গেলে দেখি পাওয়ার আসে না। এখানে বলে রাখা ভাল যে আমার সেট রুট করা ছিল এবং PhilzTouch এর কাস্টম রিকভারী দেয়া ছিল। আরও উল্লেখ থাকে যে আমার সেটের ব্যাকআপ এবং স্টক রমের .md5 ফাইল ও স্টক রিকভারী আমার পিসিতে আছে।  আমার সেটটি কি ডেড হয়ে গেছে? আর কোন ব্যবস্থা আছে কি এটি ভাল করার? এন্ড্রয়েড এক্সপার্ট ভাইদের কাছ থেকে জরুরী ভিত্ততে পরামর্শ আশা করছি।

Level 0

আমি ম‌োঃ রাশ‌িকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন ছাত্র। নবাবগঞ্জ সরকারী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ এ বি.বি.এস (অনার্স) করছি ম্যানেজমেন্টে। মোবাইল নম্বর ০১৭২২০৪৪৮৪২


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Flash ur stock rom through pc/lap.

Level 0

Try a look in first page full tutorial…..

bdcoder.mywapblog.com

    @biplob roy: আমার তো পাওয়ারই আসে না। বুট এ্যানিমেশন আসলেতো ডাউনলোড মুডে গিয়ে Odin দিয়ে Stock Rom ফ্লাশ দিয়ে দিতাম। সেটের ডিসপ্লে অফ অবস্থায় কোন ভাবে Stock Rom ফ্লাশ করার নিয়ম জানা থাকলে কেউ জানাবেন।

Flash official rom maybe it working

    @সাজ্জাদ হোসেন: আমার তো পাওয়ারই আসে না। বুট এ্যানিমেশন আসলেতো ডাউনলোড মুডে গিয়ে Odin দিয়ে Stock Rom ফ্লাশ দিয়ে দিতাম। সেটের ডিসপ্লে অফ অবস্থায় কোন ভাবে Stock Rom ফ্লাশ করার নিয়ম জানা থাকলে কেউ জানাবেন।

Category টা পরিবর্তন করেন |

Level 3

@রাশিকুল: ভাই ভলিউম + বাটন আর পাওয়ার বাটন এক সাথে চেপে রেখে ডাউনলোড মুডে ঢুকুন। আর বেশী সমস্যা হলে দয়াকরে কন্টাক্ট করবেন- ০১৬৭০৬৮৩১৩২।

@রাশিকুল: sp flash tool use Korean flash dear jonno

ব্যাটরী চেক করেন/ দোকানে গিয়া নতুন একটা ব্যটরী লাগিয়ে দেখেন।

Bhai amar mone hoy apnar set soft brick hoye gese…….
age unbrick koren, then apni download mode a jete parben……
aro kisu jante chaile call koren…..01687-252125

Level 0

apnar kotha sune monee hocce aita battery r problem! coz ami same problem face kori with my xperia Z kono vave ee set on hocce na …recovery mood or fastmood kono vave ee set on ee hoy na…then dokan a niye jawar por dekhlam battery r connection motherboard r sathe paitesilo na..

Level 0

এইটা ব্যাটারী প্রবলেম… ব্যাটারী এর কানেক্টরে দেখুন ফাংগাস জন্মেসে মনে হয়… ব্যাটারী ঠিকভাবে লাগান… আর পাওয়ার বাটন + ভলিউম ডাউন চেপে ধরলে তো এমনিতেই ডাউনলোডিং মোডে যাবে… আর তা না হলে.. একটা ইউএসবি জিগ জোগাড় করুন.. ইউএসবি জিগ সম্পর্কে না জানলে গুগল থেকে জেনে নিন…

আশা করি আপনার সমস্যার সমাধান হবে।

আমার ওয়ালটন এস ২ তেও এই সমস্যা হইছিল।,ওয়েলকাম পেজ দেখিয়ে বন্ধ হয়ে যেত।এটা ব্যাটারির সমস্যাও হতে পারে

Level 0

Sp tool dia try korte paren. ati battery sarai korte paren. google a search dilei paiben onek tutorial.

সবাই বলসে যেহেতু বেটারি এর সমস্যা,তাই বলব দোকানে গিয়ে বেটারি টা চেক করেন,তবে আমার মনে হয় ব্রিক হইছে,আমার ফোন ও হইছে এমন,নিজে পারি নাই,ফোন এ লাইট ও জলে নাই,পরে দোকান থেকে আবার রম দেওয়াইছি

আমার মনে হয় ব্যাটারীর সমস্যা না। আমি আর একটি ভাল ব্যাটারী দিয়ে টেস্ট করেছি। আর SP Tools দিয়ে কি ব্যান্ডের ফোন ফ্লাশ করা যায়? আমি শুনেছি SP Tools দিয়ে শুধু চাইনিজ ফোন ফ্লাশ দেয়া যায়। আর আমার ফোন মাত্র ১ মাস ১৫ দিন আগে কেনা হয়েছে, ব্যাটারীতে ফাংগাস বা পাওয়ার নস্ট হওয়ার কথা না। আর যেহেতু আমি স্টক রোম দেয়ার সময় সেট বন্ধ হয়ে আর চালু হচ্ছে না তাই আমারও মনে হয় সেট ব্রিক হয়েছে। তবে হরতালের কারনে মার্কেটের কোন দোকান খুলা পাচ্ছি না। এ সপ্তাহেও আর দোকান খুলবে কি না বুঝতে পারছি না। কেউ যদি কার্যকরী কোন পদ্ধতি দিতেন তবে আমি এই সময়ের মধ্যে ট্রাই করে দেখতাম। এমন কোন টুলস আসে কি যেটা দিয়ে ফোন অফ অবস্থায় .md5 এক্সটেনশনের ফাইল দিয়ে ফ্লাশ করা যাবে।? আর একটি কথা আমি SP Tools এর আপডেট ভার্সন ডাউনলোড করেছি কিন্তু এখানে scatter file চাচ্ছে scatter file ফাইল কি? এবং আমার সেটের জন্য scatter file কোথায় পাবো? আর আমার কাছে যেসকল .md5 এক্সটেনশনের ফাইল, ব্যাকআপ ফাইল, স্টক রিকভারী আছে সেগুলোকি SP Tools দিয়ে ফোনে দেয়া যাবে (ফোন অফ অবস্থায়) আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি সবার সুপরামর্শ আশা করছি।

ও আর একটি কথা আমি গত কাল একটি USB Jig তৈরী করেছি। তাতেও কাজ হয়নি। দেখেনতো আমার USB Jig বানানো সঠিক হয়েছে কি না? আমি প্রথমে দোকান থেকে তিনটি 100K রেজিস্টর নিয়ে আসি এবং সেগুলো একটি কে আর একটির সাথে জুড়ে দেয়, এর পর একটি ভাল USB Cable কে কেটে এর পাচটি পিন বের করি, আমি যে ক্যাবলটি কেটেছিলাম ওর উপরে তিনটি পিন এবং নীচে দুইটি পিন ছিল। আমি নীচের যে পিনে কোন তার লাগানো ছিল না অর্থাৎ অব্যবহৃত পিনটি (পিন-৪) তে জোড়া লাগানো তিনটি রেজিস্টরের এক প্রান্ত এবং ৪ নং পিনের ডান পাশে যে পিনটি রয়েছে তাতে রেজিস্টরের আর এক প্রান্ত সোলডার করি। অর্থাৎ নীচের সারিতে যে দুটি পিন ছিল তাতে রেজিস্টরের দুই প্রান্ত সোল্ডার করি। আমি এটি ঠিক ভাবে বানাতে পেরেছি? অভিজ্ঞদের পরামর্শ আশা করছি।

    Level 0

    @রাশিকুল: গ্রাউন্ড পিন আর ৪ নাম্বার পিন এর সাথেই সিরিজে তিনটি 100K দিয়েই জিগ তৈরি করা হয়। মনে হচ্ছে আপনি সঠিক ভাবেই তৈরী করতে পেরেছেন… আপনার ফোন যেহেতু অরিজিনাল সেহেতু জিগ অবশ্যই কাজ করার কথা…. চেষ্টা করে দেখুন… কিহয়…