Walton Primo EF2 এর জন্য CWM,Root,স্টক রম নিয়া সম্পূর্ণ আলোচনা [পর্ব-০১]

বিসমিল্লাহি রহমানির রহিম

অনেক দিন যাবত কিছু টিউন করি না। আজকে বিশেষ টিউন করলাম  ওয়ালটন প্রিমো ইএফ২ নিয়া

পর্ব ১ এ আমি আপনাদের একটি সুন্দর কাস্টম রম নিয়া আলোচনা করব।

এই পরবে থাকবে একটি কাস্টম রম এবং তার আলোচনা, আর থাকছে CWM এবং রুট  নিয়া কিছু কথা এবং তার অনুসরণ পদ্দতি।

প্রথমেই আপনাদের শিখাবো কি করে CWM এবং রুট  ওয়ালটন প্রিমো ইএফ২ তে ইন্সটল করতে হয়ঃ

০১) প্রথমে Mediafire থেকে নিচের দুটি জিপ ফাইল ডাউনলোড করুন। লিঙ্কঃ প্রথম লিঙ্ক  & দ্বিতীয় লিঙ্ক (ফাইল সাইজ টোটাল- ৩৩এমবি)

০২) ডাউনলোড করা জিপ ফাইল দুটি আপনার কম্পিউটারে আনজিপ করুন।

০৩) এবার আনজিপ করা ফাইলের ভিতর থেকে "For Windows x32 Bit.exe" ইন্সটল করুন। (Continue Anyway দিতে থাকুন এবং সব শেষে Finish)

০৪) এরপর SP Flash Tool আনজিপ করে "flash_tool.exe" তে Right Click করে Run As Administrator সিলেক্ট করে Run করুন।

০৫) এবার Scatter-Loading ফাইলে "MT6582_Android_scatter.txt" সিলেক্ট করুন।

০৬) RECOVERY তে টিক মেরে Location এ ডাবল ক্লিক করুন।

০৭) এবার যেখানে "Primo_EF2_recovery.img" ফাইলটা রাখছেন সেখান থেকে ফাইলটা সিলেক্ট করুন।

০৮) এবার "UPDATE-SuperSU-v2.01.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করে ফোন অফ করে ফেলেন।

০৯) SP Flash Tool এর উইন্ডোতে দেখবেন "Download" একটা ট্যাব আছে তাতে ক্লিক করুন।

১০) এখন তাড়াতাড়ি আপনার ফোনকে USB Cable দিয়ে কম্পিউটারে কানেক্ট করুন। (ফোন যেন অফ থাকে মাস্ট)

১১) এখন Flash Process স্টার্ট হবে তারপর Finish হলে USB Cable খুলে ফেলুন।

১২) এবার Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।

এখন দেখেন যে একটি টুপি যুক্ত Recovery Mod এশেছে। তার মানে আপনার ওয়ালটন প্রিমো ইএফ২ তে CWM করা শেষ।

এখন আপনি রুট করুনঃ

"UPDATE-SuperSU-v2.01.zip" ফাইলটা ফোন এর মেমোরি কার্ড এ কপি করেছিলেন,এখন আপনি  Update From Zip সিলেক্ট করুন এবং UPDATE-SuperSU-v2.01.zip এই ফাইলটি দেখিয়ে দিন। তারপর Successful হওয়ার পর ফোন রিবুট করুন।

রুট করা শেষ।

এখন আমরা দেখব কিভাবে আপনার আশল স্টক রমটি কিভাবে ব্যাকআপ রাখবেনঃ

এবার সেটটা বন্ধ করুন।

১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।

২) Recovery Mod এ গেলে দেখবেন Backup and Restore আছে তাতে ঢুকেন। (Up অ্যান্ড Down হবে Volume কি দিয়া আর সিলেক্ট হবে Power Button দিয়া)

৩) Backup and Restore এর ভিতর দেখবেন Backup অপশন আছে।

৪) ক্লিক করেন আর ওয়েট করুন। একটু টাইম লাগবে ব্যাকআপ হতে।

৫) ফুল ব্যাকআপ হয়ে গেলে সেট রিবুট দেন অ্যান্ড মেমরি কার্ড এ দেখেন Clockworkmod নামে ফোল্ডার হইছে।

৬) এর ভিতর Backup ফোল্ডার আছে এবং তার ভেতর Date & Time দেয়া একটা ফোল্ডার।

৭) এইটাই আপনার Stock Rom ব্যাকআপ। এইটা সংগ্রহ করুন।

MIUI V6

এখন এই কাস্টম রমটি ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে। এখন আপনার ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল মেমোরি কার্ড এ রাখুন।

এখন এই কাস্টম রমটি ইন্সটল করার পদ্দতি জানুনঃ

এবার সেটটা আবার বন্ধ করুন।

১) সেট বন্ধ অবস্থাই Volume UP + Power Button + Home একসাথে প্রেস করে Recovery Mod এ যান।

২) এখন MOUNT AND STORAGE এই লিখায় প্রবেশ করুন

আপনি ফরমেট করবেন SYSTEM, DATA এবং CACHE এই ৩টি।

৩) এখন আপনি ব্যাক করে INSTALL ZIP FROM SDCARD এ প্রবেশ করুন, CHOOSE ZIP FROM SDCARD এ প্রবেশ করুন।

৪) এখন ডাউনলোড করা কাস্টম রমটি আপনার মোবাইল এর মেমোরি কার্ড থেকে দেখিয়ে দিন এবং yes এ ক্লিক করুন।

৫) কিছুক্ষণ অপেক্ষা করুন এবং restart/reboot যা থাকবে তাতে ক্লিক করুন।

৬) এখন আপনার রমটি ইন্সটল করা শেষ এবং উপভুগ করুন।

{বিঃদ্রঃ সকল কাজ নিজের দায়িত্তে করবেন }

এই টিউন সংক্রান্ত কোন বিষয় থাকলে নিচে টিউমেন্ট করুন

এই রমটি সর্বপ্রথম এই টেকটিউনস  ওয়েবসাইট এই টিউন করা হয়েছে। ​​​​​​​

ইচ্ছে হলে আমাকে ফেসবুক এ পেতে যোগাযোগ করুন এইখানে

এবং এন্ড্রয়েড আলোচনা পেজ, এইখানে ক্লিক করুন

(ধন্যবাদ সবাইকে,ভাল থাকবেন এবং নতুন নতুন রম  সহ আরও অন্যান্য টিউন করব ইনশা-আল্লাহ, তাই টেকটিউনস এর সাথেই থাকুন  )

চলে যাচ্ছি, দেখা হবে আগামি টিউন এ

7VLXuuR.gif

 

 

Level 0

আমি নাঈম খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami ki aki upaie amr asol rom install korte parbo

Yea.apni parben..kintu apnar mobile ar jonno thakte hobe ..onno mobile er rom kaj korbe na..mobile brixck houyar shomvabona ase

অসখ্য ধন্যবাদ! ভাই, সফল হয়ে অনেক উপকৃত হলাম……

তবে যদি সম্ভব হয় তাহলে ললিপপ ভার্সন কাষ্টম রম আপলোড দেওয়ার চেষ্টা করবেন।

ভাই আমার একটা কথা আছে??…..

আমার মোবাইল Maximus Max 90আমি এটাতে Samsung Galxy S4 by Maniac কাস্টম রমটা ইউজ করি সবকিছু ঠিকঠাক কিন্তু
ফ্রন্ট কেমেরাটা কাজ করে না।।।

আপনি কি আমাকে কোন প্রকার হেল্প করতে পারেন।।।