ডাউনলোড করুন Walton Primo F2 এর stock room firmware

f2 তে স্টক রোম ইনস্টল দিবেন?

নিচ থেকে এফ ২ এর ফুল ফ্রিমওয়ার প্যেকেজ ডাউনলোড করুন।

Walton Primo F2.rar

মোট =৩৬৫ মেগাবাইট। ডাউনলোড হলে এটা আপনের পিসিতে যে কোন ফোল্ডারে রাখুন। এবার ওই ফোল্ডারে ৩৬৫ মেগার জিপ ফাইলটি এক্সটার্ট করুন। এক্সটার্ট করতে উইনরার ব্যবহার করতে পারেন।

এক্সটার্ট হলে software ফোল্ডারে যান। এবার ৩৫৯ মেগার ফাইলটি এক্সটার্ট করুন। এবার নিচে থেকে

Mobistel_Cynus_T1_Drivers_uploaded.exe

এই ড্রাইভার টি ইন্সটল দিন।ইন্সটল এর সময় কিছু WARNING মেসেজদেখাবে সেগুলোকে “Install driversoftware anyway” করে দিবেন।
ড্রাইভার ইন্সটল হয়ে গেলে। এবার SPFlash Tool এক্সট্রাক্ট করুন এবং তা চালুকরুন।SP Flash Tool চালু হলে
Open Download Agent and select MTK_AllinOne_DA

তারপর scatter loading এ ক্লিক করুন।এবং MT6577_Android_scatter_emmc.txt ফাইলটি সিলেক্ট করুন। এই ফাইলগুলো কিন্তু আপ্নাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে ডেস্কটপ এর ফোল্ডার থেকে।

তারপর আপনার ফোনের ব্যাটারি খুলে ফেলুন। তারপর ব্যাটারি খুলা অবস্থায় আপনার ফোন ইউএসবি ডাটা ক্যাবল এর মাধ্যমে পিসিতে কানেক্ট করুন এবং ডাউনলোড এ ক্লিক করুন। একটু দেরি করুন সবুজ গোল চিহ্ন দখালে আপনি ফোনের ডাটা ক্যাবল খুলে ফেলুন।
আর ভলিউম (-) বুতাম এবং পাওয়ার বুতাম একসংগে চেপে ধরুন। রিকোভারি মেডে গেলে বুতাম গুলো ছেড়ে দিন। এবার পাওয়ার বুতামে এক ক্লিক করুন। অনেক অপসন দেখবেন। সেখান থেকে wipe data/factory reset সিলেক্ট করুন এবং ভলিউম (+) বুতাম এ ক্লিক করুন। তারপর wipe ছেচে সিলেক্ট করুন এবং ভলিউম (+) বুতামে ক্লিক করুন। এবার রিবুট নাউ দিন।ফোন অন হলে English সিলেক্ট করুন। তারপর স্কিপ এনিওয়ে তে ক্লিক করুন। তারপর নট নাও এ চাপুন। এবার ফিনিশ চাপুন। এবার একটা ধন্যবাদ দিন আমাকে।

নোট :-আমি windows 7 black edition ইউজ করি পিসি তে। অন্যান্ন অপারেটিং সিস্টেম এ কিছু ভিন্ন হতে পারে তার জন্য আমি দায়ি না বা আমার পোস্ট ভুল না।

গরিবের একটা ফেসবুক আক্যাউন্ট আছে।দাওয়াত রইল!
.
.
.
.

Level 1

আমি ওমর এফ বাসিত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস