আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। এডমিশসন এ যাচ্ছি, পিসি ও সেল করে দিচ্ছি তাই হয়ত নেক্সট অনেকদিন আর আমার কোন পোস্ট আপনারা পাবেননা। আজকে সাময়িক বিদায়ী পোস্ট দিচ্ছি। তবে, সময় পেলেই আবার চলে আসব আপনাদের মাঝে। তো আজকের পর্ব শুরু করি।
আজ কিন্তু আপনার আন্ড্রয়েড কে সাজাতে আসিনি। এতদিন সাজিয়ে সাজিয়ে যে ফোনে একদম স্লো করে ফেলেছেন তার একটু সমাধান দিতে আজকের পোস্ট। আজকের অ্যাপ টির নাম Greenify।০ আপনারা অনেকেই এটার নাম শুনেছেন অনেকে ব্যাবহার করেছেন এবং করছেন। আগেই বলে নিচ্ছি এটি ব্যাবহার করতে হলে অবশ্যই আপনার ফোনটি রুটেড হতে হবে। এটি এমন একটি অ্যাপ যা আপনার ফোনে ইন্সটল থাকা বাকী অ্যাপ গুলাকে ঘুম পাড়িয়ে রাখবে। ফলে, আপনার এন্ড্রয়েড এর Ram বৃদ্ধি পাবে ফলে আপনার ডিভাইসটি হয়ে উঠবে সুপার ফাস্ট সাথে আপনার ব্যটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। এটা সত্যি আপনার এন্ড্রয়েড ব্যাবহারের অভিজ্ঞতাকে পালটে দেবে। আপনার রম অনুযায়ী আপনার ফোনে Ram যদি ৫১২ হয় তবে ১৫০-২৫০ mb Ram ফ্রী থাকবে। ব্যাবহার করলেই বুঝতে পারবেন।
তো চলুন শুরু করা যাক।
১ম পর্বে আমি দেখিয়েছিলাম কি করে xpose installer দিয়ে কোন অ্যাপ এক্টিভেট করতে হই তাই আজও দেখাবনা। যারা মিস করেছেন তারা নিচর লিঙ্ক থেকে দেখে নিন।
আপনার এন্ড্রয়েড কে সাজান মনের মাধুরী মিশিয়ে। [পর্ব-০১]
প্রথমে প্লে স্টোর থেকে সার্চ দিয়ে অ্যাপটি টাকা দিয়ে ডোনেট ভার্সন কিনে নিন। আরে ভয় পাইয়েন্না এখান থেকে ডাউনলোড করুন ফ্রীতে। 😀
Greenify
Greenify(Donation Pacage)
এবার জিপ ফাইল এর মদ্ধে থাকা অ্যাপ দুইটি ইন্সটল করুন। ডোনেট ভার্সন এর সুবিধা হল এটা দিয়ে আপনি সিস্টেম অ্যাপ গুলাকেউ ঘুম পারিয়ে রাখতে পারবেন। নিচের মত মেসেজ দেখলে বুঝবেন আপনি ডোনেট প্যাকেজটি সাকছেছফুলি ইন্সাটল করে ফেলেছেন। রূট পারমিশন চাইলে দিন।
এরপর অপশন মেনু থেকে Experimental features এ ক্লিক করুন। Greenfying system apps এ টিক দিন তাহলে আপনি প্লে স্টোর, প্লে সার্ভিস ইত্যাদি সিস্টেম অ্যাপ গুলাকে ঘুম পারাতে পারবেন। বাকী গুলা পড়ে বুঝে ইচ্ছা হলে টিক দিন না হলে না দিন।
এইবার ঘুম পারানোর পালা। প্রথমে গান ধরুন, “ ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এস.........” গান শেষ...?? এইবার কাজে পালা। “+” এ ক্লিক করুন এইবার দেখুন যেসব অ্যাপ আপনার Ram খাচ্ছে সেগুলার লিস্ট দেখাচ্ছে সেগুলা সিলেক্ট করে টিক চিহ্নের উপর ক্লিক করুন। ব্যাস এখন এই অ্যাপ গুলা ঘুমাবে তাই আপনার Ram খাবেনা।
সিস্টেম অ্যাপ গুলা ঝামেলা করতে পারে সমস্যা নেই নিচের মত দেখালে আমার দেখানো অপশনে ক্লিক করুন।
এইবার নিচের দিকে দেখুন আরো অ্যাপ আছে যেগুলা আপনার Ram খেতে পারে সেগুলারেউ সিলেক্ট করে Hibernate করে দিন। এইবার ফোন টা রিবুট করুন আর সেটিং থেকে App অপশন এ গিয়ে দেখুন মজা। আপনার ফোনের Ram আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
আপনার হোমে একটা সর্টকাট রেখেদিন তাইলে যেই অ্যাপ গুলা জেগে যাবে সেগুলা কে আবার আপনি ঘুম পাড়িয়ে দিতে পারবেন।
এইতো ছিল আজকের পোস্ট। আমি তাহলে আসি। আল্লাহ যদি বাচিয়ে রাখে তবে হয়ত আবার দেখা হবে আপনাদের সাথে টিটিতে। কোন ভুল হলে ক্ষমা সূচক দৃষ্টিতে দেখবেন। আর ভাল লাগলে লাইক কমেন্ট দিতে ভুলেন্না যেন। আর এন্ড্রয়েড নিয়ে আপনাদের যেকোন ধরনের প্রশ্ন থাকলে আমাকে ফেবুতে জানাবেন, আমি সমাধান করার চেস্টা করব ইনশাআল্লাহ্। বিদায়... খোদা হাফিজ।
ফেসবুকে আমিঃ
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনার কাছে একটা প্রশ্ন?
আমি Custom Rom Install দিয়েছি। এখন আমি কি আবার আমার মোবাইল এর নিজস্ব Custom Rom ফিরে পাবো?
আর ফিরে পেলে কীভাবে পাবো বললে উপকৃত হতাম। ধন্যবাদ