আপনি জানেন কি আপনার অ্যান্ড্রোয়েড ফোনের র‌্যাম বোস্ট, টাস্ক কিলিং এবং রিসেন্ট অ্যাপস ক্লিনিং শুধু সময়ের অপচয়? সত্যিটা আজ না জানলে সারা জীবন ভুল কাজটিই করবেন সঠিক ভাবে!

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

কম্পিউটারে কাজ করার সময় কিছু ব্যক্তি আছে যারা অকারনে শুধু ডেস্কটপ রিফ্রেশ করে ঠিক তেমনি এরকম অনেক অ্যান্ড্রোয়েড ব্যবহারকারী আছে যারা অকারনে একটু পরপর র‌্যাম বোস্ট করে, টাস্ক কিল করে এবং রিসেন্ট অ্যাপস ক্লিন করে। বিষয়টা আমার কাছে সব সময় অদ্ভুত লাগতো। পরে গুগল মামুরে বললাম ঘটনা কী? পরে যা জানতে পারলাম তা সত্যিই বিষ্ময়কর। আমরা যা করি সেটা নাকি সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। অবাক হচ্ছেন তাইনা? আমিও আপনাদের মতোই প্রথমে অবাক হয়েছিলাম। পরে যখন বিস্তারিত জানলাম তখন বুঝলাম এতোদিন তো ভুল কাজটিই সঠিক ভাবে করে আসছিলাম। আপনাদেরকেও আর বেশিক্ষণ ভুল ধারনা নিয়ে থাকতে হবে না। চলুন তাহলে শুরু করি।

যে কারনে র‌্যাম বোস্ট, টাস্ক কিলিং এবং রিসেন্ট অ্যাপস ক্লিনিং শুধু সময়ের অপচয়

আপনাদের প্রথমেই যে জিনিসটি বলবো সেটা হলো র‌্যাম কীভাবে কাজ করে। আপনি যখন কোন একটা অ্যাপসকে ওপেন করবেন তখন সেটা আপনার ফোনের র‌্যামে জমা হবে। যতো অ্যাপস আপনি চালান সবগুলোই চলে আপনার র‌্যাম থেকে। যখন আপনি অ্যাপসটিকে ক্লোজ করে দিবেন তখন কিছু ডাটা ফোনের মেমোরিতে জমা হয়ে থাকবে। একে বলা হয়ে থাকে ক্যাশ (cache)।

রিসেন্ট অ্যাপস ক্লিনিং শুধু সময়ের অপচয়

ক্যাশ (cache) তৈরী হওয়ার সুবিধা হলো আপনি পরবর্তি সময়ে যখন অ্যাপসটি চালু করবেন তখন যাতে সেটা পূর্বে সংরক্ষিত ডাটা ব্যবহার করে খুব তাড়াতাড়ি লোড হতে পারে। এর জন্য আপনি খুব সহজেই অ্যাপসগুলো অল্প সময়ে চালু করতে পারবেন। এখন আপনি যদি সব সময় র‌্যাম বোষ্ট, টাস্ক কিলিং বা রিসেন্ট অ্যাপস ক্লিনিং এর মাধ্যমে ক্যাশ (cache) ফাইলগুলোকে ডিলেট করে দেন তাহলে অ্যাপসগুলোর পরবর্তি সময়ে লোডিং এর ক্ষেত্রে আবার আগের মতো নতুন ভাবে ক্যাশ (cache) ফাইল তৈরী করতে হবে। একারনে অ্যাপস লোড হতে সময় বেশি লাগবে। তখন আপনার এটা মনে হওয়াটাই স্বাভাবিক যে আপনার ফোনটি আগের চেয়ে স্লো হয়ে গেছে।

আপনার হয়তো এখন সন্দেহ হচ্ছে যে অ্যান্ড্রোয়েড ফোনের র‌্যাম বোস্ট, টাস্ক এবং রিসেন্ট অ্যাপস ক্লিন করার জন্য যে এত্তো এত্তো অ্যাপস প্লে স্টোরে আছে যার মধ্যে আপনিও তার দু’একটা ব্যবহার করছেন এগুলো আসলে কোন কাজের জন্য? এগুলোরও কাজ আছে। আপনার ফোনের র‌্যাম যদি হয় খুবই অল্প ২৫৬মেগাবাইট বা ৫১২মেগাবাইট তাহলে বড় বড় অ্যাপসগুলো আপনার র‌্যামের অধিকাংশ জায়গা দখল করে রাখতে পারে যা পরবর্তি সময়ে আপনাকে অন্য অ্যাপসগুলো চালানোতে বাধা সৃষ্টি করবে এবং অনেক সময় কিছু অ্যাপস লোড হতে চাইবেনা। তখন আপনি র‌্যাম বোস্ট করতে পারেন, টাস্ক কিল করতে পারেন কিংবা রিসেন্ট অ্যাপস ক্লিন করতে পারেন।

তবে আপনার ফোনের র‌্যাম যদি ১গিগাবাইট বা তার বেশি হয় তাহলে র‌্যাম ক্লিন করা এতোটা যুক্তিযুক্ত না। কারন এটা আপনাকে ফাস্ট করার পরিবর্তে সাময়িক স্লো করে দিবে। আপনারা হয়তো বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তবে এক্ষেত্রে আপনার নিজের পছন্দ বলে একটা জিনিস কিন্তু এখনো রয়েছে। আপনি যেকোন কিছু করতে পারবেন। কারন আমি র‌্যাম ক্লিন করার সুবিধা এবং অসুবিধা দুটোই বললাম। যেকোন একটি আপনি নিজের জন্য বাছাই করতে পারবেন। তথ্যগুলো বিভিন্ন ট্রাস্টেড রিসোর্স থেকে পাওয়া বলে অবিশ্বাস করার সুযোগ কম।

আমরা টিউনটির একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। তবে আপনাদের জন্য আমার কিছু কথা রয়েছে এখনো বাকি........

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ভাই আপনাকে। এত সুন্দর করে লেখার জন

আসলেও আগে এভাবে ভেবে দেখি নি। ভালো বলেছেন।

দারুন

তবে আপনার ফোনের র‌্যাম যদি ১মেগাবাইট বা তার বেশি হয় তাহলে র‌্যাম ক্লিন করা এতোটা যুক্তিযুক্ত না।
১গিগাবাইট

“আপনার ফোনের র‌্যাম যদি ১মেগাবাইট বা তার বেশি হয় তাহলে র‌্যাম ক্লিন করা এতোটা যুক্তিযুক্ত না” – লাইনটি ভুল আছে বলে মনে হচ্ছে । ১জিবি হবে ।

thik kotha, amr o jana ache byapar ta

amar mobile er ram matro 717 mb tai ami ram clean kori……..

valO laglo . kintu আমার রাম ২৫৬ । nothing to do

Jink file clear korle ki kono problem hobe? Ar battery saver app use na korle ki kono problem hobe? Amar phone er RAM 512MB,
After all, thanks for the post.

Sorry, junk file hobe. Type mistake.

এক দম খাঁটি কথা বলেছেন।

Thanks for your post.