নিয়ে নিন কিছু দরকারি অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার রুটেড ফোনের জন্য আর হয়ে যান সুপার উইজার। যা দিলাম সব একসাথে। (মেঘা কালেকশন)

আজকে আমি কিছু অ্যাপ শেয়ার করব যেগুলো আপনার রুটেড ফোনের জন্য খুবই দরকারি। তাই যাদের ফোন রুটেড না তারা টিউনটা এরিয়ে চলুন বা কালেকশনে রেখে দিতে পারেন । অনেকেই দেখা যায় রুট করার পর এ গ্রুপে ও গ্রুপে পোষ্ট দেয় “আমি ফোন রুট করেছি এখন কি করব” বা “রুটেড ফোনের জন্য অ্যাপ দরকার” তো টিউনটা মুলত তাদের জন্য।

প্রথমে যাদের ফোন রুট করা না তাদের জন্য দুটো অ্যাপ শেয়ার করব। এই দুইটা এর আগেও টিটিতে শেয়ার  করা হয়েছে তাই যারা বাকি আছেন তারা ডাউনলোড করে নিন।

১) Framaroot – এই অ্যাপটা প্রাই সব ফোনই রুট করতে পারে তো ডাউনলোড করুন আর এক ক্লিকেই রুট করে ফেলুন।  Download

framaroot

২) Kingroot – উপরের টা দিয়ে যাদের কাজ হয়নাই তারা এটা ট্রাই করেন কাজ হবেই। আর যদি তাও কাজ না হয় তাহলে কমেন্টসে আপনার ফোনের মডেল নং লিখতে ভুলবেন না।  Download

kingroot

রুট ঠিকভাবে হয়েছে কিনা দেখতে এই অ্যাপটা ফোনে ইনস্টল করে নিন। Download

root checker

নোট: রুট করলে আপনার ফোনের ওয়ারেন্টি চলে যাবে ও ফোনের কোন প্রকার ক্ষয় ক্ষতির জন্য আমি বা টিটি দায়ী থাকবে না। রুট করলে ৯৯% ফোনের কিছু হয় না তো নো টেনশন।

৩) SuperSu - রুট করার পর এটা অবশ্যই ইনস্টল করা উচিত কারন রুট করার পর আমরা যে সুপারসু পাই সেটা অনেক সময় আউট ডেটেড থাকে। Download

super su

৪) BusyBox – এটাও অবশ্যই রাখা উচিত আপনার ফোনের সিকিইরিটির জন্য।  Download

busy box

৫) Greenify – রুটেড ফোনের জন্য আমার দেখা মতে মার্কেটের সেরা ব্যাটারি সেবিং অ্যাপ। যারা ল্যাপটপ ইউজ করেন তারা হাইবারনেট কি অবশ্যই জানে আর যারা জানে না তারা এইটুকু জেনে রাখুন যে অ্যাপ গুলো অজথা আপনার ফোনের চার্য খেয়ে Ram-এর উপর নিত্য করে সে অ্যাপ গুলোকে আপনি সহজেই হাইবারনেট করে রাখতে পারবেন।  Download

greenify

Greenify এর জন্য আপনার ফোনে অবশ্যই xposed framework টা ইনস্টল করে নিবেন।  Download

xposed

৬) DroidWall – রিচার্জ করার কিছুক্ষন পর আপনার ডেটা ব্যালেঞ্চ শেষ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না ।

তাহলে এই অ্যাপটা আপনার জন্য। Download

droidwall

৭) RamExpander – ফোনের Ram কমের জন্য বড়ো বড়ো গেম খেলতে পারছেন না বা Ram কমের জন্য ফোন স্লো হয়ে যাচ্ছে তাহলে এটা আপনার কাজের জন্য। Download

ram expander

৮) L2SD – যে অ্যাপ গুলো বাই ডিফল্ট লোকেশন ফোনে ইনস্টল হয় (SD Card এ নেওয়া যায় না) সেই অ্যাপকে সহজেই SD Card এ মুভ করতে পারবেন। Download

L2SD

৯) RootExplorer – আপনার সিস্টেম ফাইল ব্রাউজ, কাট – পেস্ট, এডিট করার জন্য এই ফাইল ম্যানেজার টা খুবই ভালো। Download

root explorer

১০) TitaniumBackup – আপনার ফোনের ব্যাকাপ নেওয়ার জন্য। Download

titanium backup

১১) BatteryCalibration – ফোনের ব্যাটারি Calibration করার জন্য এখানে দুটো অ্যাপ আছে আপনি যেকোন একটা ইনস্টল করে Calibration করে নিতে পারেন। Download

battery calibration

১২) iFont – এতে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আপনার পছন্দমতো ফন্ট ইনস্টল করে নিতে পারবেন। Download

ifont

১৩) BootAnimation – ফোনের বুট অ্যানিম্যাশন চেঞ্জ করার জন্য। Download

boot animation

১৪) LunkyPatcher – অনেক সময় আমরা কোন পেইড গেম বা কোন অ্যাপ অন্য সাইট থেকে ডাউনলোড করি কিন্তু সেগুলো ইউজ করা যায় না “License Verification” চায়। এই License Verification দুর করতে ও ফ্রি অ্যাপ থেকে বিরক্তিকর অ্যাড দুর করতে এছারাও আরো অনেক কিছু করতে এই অ্যাপটা খুবই কাজের। Download

lucky patcher

আজকে আর পারছি না বাকিগুলো অন্য কোনদিন দিব। আমি চেষ্টা করেছি সবগুলো পেইড ভারশন দেওয়ার আর উপরের সব অ্যাপগুলোর আরো  অনেক সুবিধা আছে আমি সেগুলো লিখিনি আপনি ব্যাবহার করলে বুঝতে পারবেন । একটা একটা করে শেয়ার করে টিউন বাড়ানোর কোন ইচ্ছা আমার নাই তাই যা ছিল সব একসাথে দিয়ে দিলাম।

আর QR কোড থেকে ডাউনলোড করার জন্য UC Browser-->Option-->Addons থেকে QR Scanner দিয়ে বা প্লে-ষ্টোরে অনেক অ্যাপ আছে সেগুলো ইউজ করতে পারেন।

সবশেষে নিয়ে নিন মার্কটের সর্বসেরা ভিডিও প্লেয়ার Mx Player pro Latest version. Download

mxplayer

তাহলে আজকে বিদায় ভালো থাকবেন। আর টিউনটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস অবশ্যই করবেন। কোন ভুল হলে ক্ষমা করে দিবেন।

Level 0

আমি অবুজ বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 137 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস