আপনার এন্ড্রয়েড কে সাজান মনে মাধুরী মিশিয়ে। [পর্বঃ৪] :: গত অ্যাপ গুলার বড় ভাই।

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আবার চলে এলাম আপনার এন্ড্রয়েড কে সাজাতে। আজকের অ্যাপ টির নাম Xblast Tools  আপনারা অনেকেই এটার নাম শুনেছেন অনেকে ব্যাবহার করেছেন এবং করছেন। আগেই বলে নিচ্ছি এটি ব্যাবহার করতে হলে অবশ্যই আপনার ফোনটি রুটেড হতে হবে। এইটাকে আপনি Grabitybox এর বড় ভাই বলতে পারেন। কথা দিচ্ছি এটা ব্যবহারের পর আপনার বন্ধুরা আপনার ফোন হা করে দেখবে। তো চলুন শুরু করা যাক।

প্রথমে সতর্কতা বশত আপনার সিস্টেমটি ব্যাকআপ করে নিন। এইবার এখান থেকে Xblast Tools ডাউনলোড করে নিন। ইন্সটল করুন। তারপর প্রথম পর্বে দেখানো সিস্টেমে xpose Installer দিয়ে একটিভ করুন। যারা প্রথম পর্ব মিস করেছেন তারা নিচের লিঙ্ক থেকে দেখে নিন।

আপনার এন্ড্রয়েড কে সাজান মনের মাধুরী মিশিয়ে। [পর্ব-০১]

এইবার চলুন কাস্টুমাইজ শুরু করি। ১. Status Bar: এখানে Gravity Box এর স্ট্যাটাস বার সেটিং এর মত সেটিং আছে তবে কিছু অপশন বেশী আছে। যেমন, coustom text অপশন থেকে আপনি স্ট্যাটাস বারে আপনার নাম লিখে রাখতে পারবেন। xbalst toos< Status Bar < Coustom Text এখানে আপনার নাম লিখুন  আর Front এ গিয়ে ইচ্ছা মত ফ্রন্ট সিলেক্ট করুন সফট রিবুট দিন ব্যাস আপনার নাম স্ট্যাটাস বারে শো করবে।

এখানে আরেকটা সেটিং আছে সেটা হল Gestures সেটিং। এটা অন করে আপনি বাম দিকে ঘসা দিলে কি হবে ডানে ঘসা দিলে কি হবে উপরে দিলে কি হবে নিচে দিলে কি হবে এসব সেট করে রাখতে পারেন। এর ফলে আপনি ওই সমস্ত কাজ অতি দ্রুত করতে পারবেন। বাকি গুলা আপনি বুঝবেন আশা করি।

২। Notification Panel: এই অপশন অন করলে আপনি ওখানে অনেকগুলা অপশন দেখতে পারবেন সেগুলা অন অফ করে আপনি ইচ্ছা মত সেটিং করে নিতে পারেবেন। এগুলা আমার বুঝিয়ে দেউয়ার দরকার হবেনা আপনারাই পারবেন।

৩। Navigation Bar: Gravity Box এই নেভিগেশন বারের কথা আপনাদের বলেছি এটা একি জিনিস তাই আর নুতুন করি বলছিনা।

৪। Visual Tweaks: এখনে অনেকগুলা দরকারি সেটিং আছে। CRT screen off effect change করে আপনার স্ক্রীন অফ হউয়ার স্টাইল চেঞ্জ করতে পারেবন। Recent Panel সেটিং এর মদ্ধে থেকে আপনি রিছেন্ট প্যানেল এ বিভিন্ন জিনিস এড করতে পারবেন। Holo theme সেটিং হল আমার কাছে ভাল লাগা এই অ্যাপ এর সবচাইতে ভাল সেটিং। এটার মাধ্যমে আপনি আপনার সেটিং প্যানেল ও বিভিন্ন অ্যাপ এ যে কালো ব্যাকগ্রাউন্ড থাকে সেটা চেঞ্জ করতে পারবেন। যেকোন পিকচার অ্যাড করতে পারবেন।  যদি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড কালো হই তবে Dark theme এর ভিতর গিয়ে Enable Holo Dark Background এ টিক দিন। এইবার Holo Dark Background থেকে আপানর ইচ্ছা মত পিকচার সেট করুন ফোন রিবুট দিন আর দেখুন মজা।

আর যদি আপনার ফোনের ব্যাকগ্রাউন্ড সাদা হই তবে Light theme এর ভিতরে গিয়ে সেইম সেটিং করুন। Holo theme সেটিং এর মদ্ধে আরো একটা জিনিস করতে পারবেন সেটা হল আপনি বিভিন্ন লেখার কালার চেঞ্জ করতে পারবেন। যেমনটা আমি করেছি।

Visual Tweeks এর মদ্ধে আরো কিছু সেটিং আছে যেমন, Keybord, Toast Notification, Quick setting, setiing icon color, coustom bootanimation. Coustom Bootanimation চেঞ্জ করতে হলে আপনাকে নেট থেকে bootanimation download করে সিলেক্ট করে দিতে হবে। গুগল এর সার্চ দিলেই আপনি অনেক বুট এনিমেশন পাবেন।

৫। Xlocky: এর মাধ্যমে আপনি লক স্ক্রীন এর বিভিন্ন সেটিং করতে পারবেন। ৬। Multi Tasking থেকে আপনি সাইড বার এবং অ্যাপ বার তৈরি করতে পারবেন।

যানিনা কেন আজ স্ক্রীনশট দিতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হল। তাই বেশী স্ক্রীনশট দিতে পারলামনা। বাকী আরও অনেক অনেক সেটিং আছে যা লিখে শেষ করা যাবেনা। এত কি লিখা যাই বলেন। মেইন মেইন গুলা আমি সব বলে দিলামতো বাকি যেগুলা আছে আপনার যদি এন্ড্রয়েড সম্পর্কে সামান্য জ্ঞান থাকে তবে সিউর পারবেন আর কোন প্রবলেম হলে আমিতো আছই নাকি। বিনা সংকোচে আমাই যানাবেন। আমি সলভ করার যথাসাধ্য চেষ্টা করব।

পরবর্তী  পর্ব দিতে হইত একটু দেরি হতে পারে কারণ ইদানিং আপনাদের তেমন কোন সাড়া পাচ্ছিনা। আপনাদের সাড়া না পেলে এত কষ্ট করে তাড়াহুড়ো করে পোস্ট দিয়ে কি লাভ বলেন আমার...?? তাই নেক্সট এ যখন টাইম পাব তখন লিখব।

আজ তবে আসি। সবাই ভাল থাকবেন পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ্‌। ততক্ষণ পর্যন্ত খোদা হাফিজ।

ফেসবুকে আমিঃ হবু ইঞ্জিনিয়ার

Level 2

আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই, বরাবরের মত সুপার্ব টিউন…
কিছু বলার নাই।প্রতিটা পর্বই যাস্ট অসাম।অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিউন উপহার দেয়ার জন্য।

আপনার দেয়া software গুলো ব্যাবহার করতে ইচ্ছে করে । মোবাইল দিয়ে কি ব্যাকআপ নেয়া যাবে?

Level 0

ভাই আপনার কাছে একটা প্রশ্ন?
আমি Custom Rom Install দিয়েছি। এখন আমি কি আবার আমার মোবাইল এর নিজস্ব Custom Rom ফিরে পাবো?
আর ফিরে পেলে কীভাবে পাবো বললে উপকৃত হতাম। ধন্যবাদ