এন্টিভাইরাস কি এটার বিস্তারিত বলা লাগবে না আশা করি। তারপরও সংক্ষিপ্ত করে বলি। এন্টিভাইরাস হল এমন একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইল ফোনকে ক্ষতিকারক ভাইরাস হতে মুক্ত রাখে। বিভিন্ন প্রতিষ্ঠান এই প্রোগ্রাম গুলো তৈরী করে থাকে। তার মধ্যে জনপ্রিয় কিছু এন্টিভাইরাস হলঃ কেস্পারস্কি, এভিরা, নরটন, এভিজি ইত্যাদি। আর এগুলোর মোবাইল ভার্সন ও রয়েছে যা টাকা দিয়ে ক্রয় করতে হয়।
আজকে যেহেতু আমরা মোবাইল এন্টিভাইরাস নিয়ে আলোচনা করছি সেহেতু আমরা অন্যদিকে না যাই। গুগল প্লে ষ্টোরে সার্চ দিলে আপনি মোবাইলের জন্য অনেক এন্টিভাইরাস ই পাবেন। সেগুলোর মধ্যে কিছু ফ্রী আবার কিছু পেইড। যাই হউক আজকে আমি এমন একটি এন্টিভাইরাস নিয়ে আলোচনা করছি সেটি হল একদম ফ্রী, নিরাপদ এবং ১নাম্বার সিকিউরিটি এপ্স।
আজকে আমরা যে এন্টিভাইরাসটি নিয়ে আলোচনা করছি সেটি হল Trustlook Security। আমার দেখা মতে এই এপ্সটিই একমাত্র ফ্রী এপ্স যা কি না আপনার এন্ড্রয়েন ফোন অথবা ট্যাবলেটকে নিরাপদ রাখতে পারে। আমি নিজে এই এপ্সটি ব্যবহার করছি। অনেক ভালো সার্ভিস দেয়। এপ্সটি অনেক ছোট তবে কাজ করে অনেক বেশী।
নামঃ Trustlook Antivirus & Mobile Security
ভার্সনঃ ২.৪.৩
ফাইল সাইজঃ ৯.৭৩ মেগাবাইট (9.73MB)
ফাইল ধরনঃ APK
ডাইরেক্ট লিংক ডাউনলোড
সৌজন্যেঃ নাইয়রি - প্রযুক্তির উন্মুক্ত দুয়ার || পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় এখানে || ফেইসবুক গ্রুফে আমরা।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
ভাইরাস টাইরাস কি আদৌ ধরে ??