আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। যারা স্যামসাঙ ফোন ব্যাবহার করেন তারা নিশ্চয়ই যানেন যে স্যামসাঙ এর জন্নে প্রচুর পরিমান কাস্টম রম পাউয়া যাই। কিন্তু আপনার ফোনটি যদি রুটেড না হয় এবং লেটেস্ট ফার্মওয়ার আপডেট না দেওয়া থাকে তবে আপনি কাস্টম রম ব্যাবহার করতে পারবেননা। আজ আমি আপনাদের দেখাব কি করে আপনি আপনার সখের Samsung Galaxy Dous GT-9082 রুট, কাস্টম রিকভারি ইন্সটল এন্ড আপগ্রেড করবেন।
শুরুতেই মিটিয়ে নিচ্ছি আপনার ফোনের কিছু হইলে কিন্তু আমাই দায়ী করতে পারবেননা। তবে ইনশাআল্লাহ্ কিছু হবেনা।
আপনারা যানেন Samsung Galaxy Dous GT-9082 এ অফিসিয়াল ভাবে Android jellybin 4.1 আছে আজ আমরা একে 4.2.2 তে আপগ্রেড করব যাতে আপনি সব রকমের কাস্টম রম ব্যাবহার করেতে পারেন। এ কাজের জন্নে আপানর অবশ্যই পিসি থাকতে হবে। মুলত পোস্টটি যারা মোটামুটি যানেন তাদের জন্নে। যারা এ সম্পর্কে কিছুই জানেননা তারা দয়া করে বুঝেশুনে ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক।
প্রথমে নিচ থেকে দরকারি ফাইল গুলা ডাউনলোড করে নিন।
প্রথমে আপনার পিসিতে sumsang driver ইন্সটল করুন। ইন্সটল হলে আপনার ফোন ডাটা ক্যাবল দিয়ে পিসিতে কানেক্ট দিন। আপনার ফোনের Devoloper Option এ গিয়ে usb dibuging অন করুন। দেখুন সব ড্রাইভার গুলা ইন্সটল হই কিনা যদি হই তাইলে আপনি পরবর্তী ধাপের জন্নে রেডি।
এইবার এইবার stock 4.2.2 ইন্সটল করার পালা। প্রথমে আপনার ফোনটি অফ করে Home button + volume down button + power button চেপে ধরে ফোন Odin মোড এ অন করুন confirm এর জন্নে ভলিউম আপ বাটন ক্লিক করুন তাহলে Downloading দেখাবে ।
এইবার পিসিতে Odin run করান।
যদি অডিন এর উপরে বামে ব্লু চিহ্ন দেখতে পান তাইলে বুঝবেন আপনার ফোন Odin এ কানেক্ট হয়ে গেছে।এরপর এইপর PDA এর উপর ক্লিক করে আপনার ডাউনলোড করা firmware folder থেকে MD5 folder টি সিলেক্ট করে দিন। এইবার Start এ ক্লিক করলেই কাজ শুরু হয়ে যাবে। আপনি কাজের progress পিসিতে ফোনে দু জাইগাতেই দেখতে পারবেন। কাজ কমপ্লিট হয়ে গেলে successful দেখাবে এবং ফোন অটোমেটিক অন হবে।
ফোন অন হলে যাবতীয় সেটিংস গুলে সেরে ফেলুন। ব্যাস আপনার ফোন 4.2.2 তে আপডেট হয়ে গেল।
এইবার ফোন রুট করার পালা। অনেকে অনেক সিস্টেম এ ফোন রুট করে, আমি যেভাবে করেছি সেটাই আপনাদের দেখাব। প্রথেম, Baidu-Easy Root ইন্সটল করে open করে get root privilege এ ক্লিক করে আপনার ডিভাইসটি রুট হউয়া পর্যন্ত অপেক্ষা করুন।
রুট কমপ্লিট হলে Supersu ইন্সটল দিন অবশ্য supersu ইন্সটল না দিলেউ প্রব্লেম নাই। supersu ওপেন করার পর Allow চাইবে Allow করুন। এইবার আপডেট চাইলে Normal এ ক্লিক করুন। ব্যাস আপনার ফোন এখন ফুল্লি রুটেড। 😀
এইবার আসেন কাস্টম রিকভারি ইন্সটল করি। প্রথম অংশের মত ফোন Odin মোড এ করুন এরপর পিসিতে তে ফোন কানেক্ট করে Odin ওপেন করুন। Odin এ ফোন কানেক্ট হইছে কিনা ভাল মত দেখুন। যদি ঠিকঠাক মত কানেক্ট হই তবে PDA এ ক্লিক করে আপনার ডাউনলোড করা tar ফাইলটি সিলেক্ট করুন। start এ ক্লিক করুন ব্যাস কিছুক্ষণের মদ্ধে successful লেখা দেখাবে।
এবং ফোন অটোমেটিক অন হবে। সব থিক থাকলে আপনি আপানর ফোনে Twrp ইন্সটল করে ফেলেছেন। চেক করার জন্নে ফোন অফ করে Home+volume up+power চাপুন দেখবেন আপনার ফোন Twrp রিকভারি ফোড এ অন হইছে।
এবার আপনার সিস্টেম টি ব্যাকআপ করে ফেলুন।
এখন আপনি আপনার ফোনে যেকোন কাস্টম রম ব্যাবহার করতে পারবেন। যারা ফোন আপডেট করতে চাননা শুধু রূট করতে চান চারা ফার্মওয়ার আপডেট এর রুলটা ফলো না করে যাস্ট নিচের রুট করা এবং কাস্টম রিকভারি ইন্সটল করার পদ্ধতি ফলো করুন। ফোনটা আপাতত আমার কাছে নেই বলে সব স্ক্রীনশট দিতে পারলামনা। তবে যা দিছি আশা করি আপনারা বুঝতে পারবেন। আসি তাহলে। কোন সমস্যা হলে জানাবেন। ভাল থাকবেন। খোদা হাফিজ।
ফেসবুকে আমিঃ
হবু ইঞ্জিনিয়ার
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।