আসসালামুলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। সবাই কে নুতুন বছরের অগ্রিম শুমেচ্ছা জানায়। আমি আরেকবার চলে এলাম আপনার এন্ড্রয়েড কে সাজাতে। আজকের অ্যাপ টির নাম XuiMod আপনারা অনেকেই এটার নাম শুনেছেন অনেকে ব্যাবহার করেছেন এবং করছেন। আগেই বলে নিচ্ছি এটি ব্যাবহার করতে হলে অবশ্যই আপনার ফোনটি রুটেড হতে হবে। এটি আপনার ফোনের লুক এবং বিভিন্ন সিস্টেম চেঙ্গ করতে দেবে... আপনার বন্ধুরা আপনার ফোন দেখে অবাক হবে কথা দিচ্ছি।
আজ হাতে সময় খুব আল্প তাই বেশী কিছু বলবনা। প্রথমে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল দিন। এইবার প্রথম পর্বে দেখান সিস্টেম অনুযায়ী xpose installer দিয়ে অ্যাক্টিভ করে নিন। যারা প্রথম পর্ব মিস করেছেন তারা এখান থেকে দেখে নিন।
আপনার এন্ড্রয়েড কে সাজান মনের মাধুরী মিশিয়ে। [পর্ব-০১]
এইবার xuimod ওপেন করলে দেখবেন অনেকগুলা অপশন আছে।
১।Clock mods থেকে আপনি ফোনের ঘড়ির বিভিন্ন সিস্টেম চেঞ্জ করতে পারবেন। BatteryBar mod থেকে ব্যাটারি কালার ব্যাটারি কালার চারজিং এনিমেশন ইত্যাদি সেট করতে পারবেন।
২।Notification Mods এর ভিরতে কিছু সেটিংস আছে একটু দেখে নিয়েন।
৩।ListView Animation এটা হল আমার ভাল লাগা এই অ্যাপ এর সব চাইতে ভাল সিস্টেম। এইটা আমার দেখানো সেটিং এর মত সেটিং করে নিন অথবা নিজের মত করে সেটিং করুন আর দেখুন মজা। Listview Animation থেকে Translate(Right) সিলেক্ট করুন।
Listview Interpolator থেকে Linear সিলেক্ট করুন। Animation duration যত সম্ভব কম দিন।
Listview Persistent Catch এ Scroling Cache সিলেক্ট করুন। ব্যাস কাজ শেষ। এখন টেস্ট করে দেখুন কি করে ফেলেছেন। কি মজা না...?? J কোন অ্যাপ যদি লিস্ট ভিউ এর জন্নে স্ল হয়ে যাই তবে তাকে ব্ল্যাক লিস্ট এ দিয়ে দিন তাইলে সেই অ্যাপ এ আর লিস্টভিউ আনিমেশন হবেনা।
৪।System transitions থেকে আপনার পোপআপ উইন্ডো আসার স্টাইল চেঞ্জ করতে পারবেন, window transitions থেকে যেকোন একটি স্টাইল সিলেক্ট করে। IME Animation এর মাধ্যমে আপনি কীবোর্ড আসার স্টাইল চেঞ্জ করতে পারবেন। এগুলা আপনি নিজের মত করে সেটিং করে নিন।
৫।Lockscreen Mod এর মদ্ধে কিছু সেটিংস আছে বাট সেগুলা সব রমের ক্ষেত্রে কাজ নাউ করতে পারে।
৬।Scrolling Mod এর মাধ্যমে আপনি আপনার লিস্ট ভিউ আনিমেশন আরেকটু কাস্টমাইজ করতে পারবেন।
৭।Others Mod থেকে আপনার প্যানেল কতক্ষণ স্ক্রীন এ থাকবে সেটা নির্ধারণ করে দিতে পারেন। আমি Volume panel Timeout 2000 করে দিছি।
আমি জানি আপনারা সব পারেন তাই খুব বেশী স্ক্রীনশট দিলামনা। কেউ মাইন্ড করেইনেন্না। আর কোন প্রব্লেম থাকলে অবশ্যই যানাবেন আমি যতদুর সম্ভব সমাধান করার চেস্টা করব ইনশাআল্লাহ্। আজ তাহলে আসি। ভাল থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।
ফেসবুকে আমিঃ
হবু ইঞ্জিনিয়ার
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর।