আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমি আবার চলে এলাম আপনার এন্ড্রয়েড কে সাজাতে। আজকের অ্যাপ টির নাম Xtheme Engine আপনারা অনেকেই এটার নাম শুনেছেন অনেকে ব্যাবহার করেছেন এবং করছেন। আগেই বলে নিচ্ছি এটি ব্যাবহার করতে হলে অবশ্যই আপনার ফোনটি রুটেড হতে হবে। এটি একটি থিম চেঙ্গার অ্যাপ। তবে এটি কোন সাথারন থিম নয়। এটা সত্যি আপনার এন্ড্রয়েড এর চেহারা পালটে দেবে। ব্যাবহার করলেই বুঝতে পারবেন।
তো চলুন শুরু করা যাক।
গত পর্বে আমি দেখিয়েছিলাম কি করে xpose installer দিয়ে কোন অ্যাপ এক্টিভেট করতে হই তাই আজ আর দেখাবনা। যারা মিস করেছেন তারা নিচর লিঙ্ক থেকে দেখে নিন।
আপনার এন্ড্রয়েড কে সাজান মনের মাধুরী মিশিয়ে। [পর্ব-০১]
এখান থেকে Xtheme Engine ডাউনলোড করে ইন্সটল করে Gravity Box এর মত এক্টিভেট করুন। এইবার Xtheme Engine ওপেন করলে একটা মেসেজ দেখবেন। মেসেজটা দেখে মনে হবে এত কস্ট করে সব করলাম কিন্তু কিছুই হইলনা। আমিও প্রথমে মেসেজটা দেখে ঘাবড়ে গেছিলাম। তবে, আপনাদের ঘাবড়ানোর কিছু নাই সুধু ব্যাক বাটন এ ক্লিক করুন। দেখবেন মেসেজটি চলে যাবে এইবার আপনি আপনার পসন্দ মত থিম সিলেক্ট করে অ্যাপ্লাই করুন। রিবুট দিন ব্যাস আপনার কাজ শেষ। এখন সুধু আপনার ফোনের নিউ লুক এঞ্জয় করুন।
তবে কথা হল, থিম কিন্তু Xtheme Engine এর মদ্ধে থাকবেনা আপনাকে Xtheme Engine এর জন্নে আলাদা করে থিম ডাউনলোড করতে হবে। থিম ডাউনলোড করে ইন্সটল করলে Xtheme Engine এর মদ্ধে সেগুলা দেখতে পাবেন।
এখন সমস্যা হল থিম কোথা থেকে ডাউনলোড করবেন….??? কেন গুগল মামা আছেনা। সার্চ দিলেই সব পেয়ে যাবেন। অবশ্য আপনাদের সুবিধারতে আমি ২টা লিঙ্ক দিয়ে দিলাম। অনেক গুলা থিম আছে এখানে, চাইলে এখান থেকে আপনার পছন্দ মত ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।
তবে, সব গুলা থিম যে ভাল তা কিন্তু নয়। আপনি যদি পচা থিম ডাউনলোড করে ইন্সটল করেন তাইলেতো কিন্তু আমার দোষ নাই। ভুলেউ আমারে গালি দিয়েননা যেন। তবে, চেস্টা করবেন বড় সাইজ এর থিম ডাউনলোড করতে বড় সাইজ এর থিম গুলা বেশী সুন্দর হয়।
আমি আমার পসন্দের একটা থিম আপনাদের জন্নে আপলোড করে দিলাম। আশা করি ভাল লাগবে।
Woody X
তাহলে আজ আসি। লাইক কমেন্ট দিতে ভুলেন না যেন। আপনাদের সাড়া পেলে খুব শিঘ্রি তৃতীয় পর্ব নিয়ে হাজির হব। ততক্ষন পর্যন্ত সবাই ভাল থাকবেন। খোদা হাফিজ।
ফেসবুকে আমিঃ
হবু ইঞ্জিনিয়ার
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
more Screenshot, tune korte kosto hole korar dorkar ki …???