আসালামুয়ালাইকুম আশা করি সবাই ভাল আছেন। গত টিউনে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে Whatsapp দিয়ে ফ্রীতে 3G স্পীডে আনলিমিটেড ভিডিও, অডিও, অ্যাপস, গেম ইত্যাদি ডাউনলোড করা যাই।
কেউ টিউনটা মিস করলে এখান থেকে দেখে নিন।
আপনাদের দোয়ায় টিউনটা অনেক জনপ্রিয় হলেউ অনেকে অনেক প্রব্লেম ফেস করেছেন, কারো কারো প্রব্লেম সলভ করে দিছি কারোটা রইয়ে গেছে। বাকি প্রব্লেম গুলা সলভ ও Whatsapp+ and Og Whatsapp নিয়ে আজকের টিউন।
গত টিউনের পর অনেকে কিভাবে file sender pro ব্যাবহার করবেন সে নিয়ে আমাই ফেবুতে প্রশ্ন করেছেন। সময় সল্পতার কারনে তাদের ঠিকমতো বুঝাতে পারিনি। এখন স্ক্রীনশট দিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝে যাবেন।
Send করার জন্নে “...” এর উপর ক্লিক করে যেইটা সেন্ড করতে চান সেইটা দেখাই দিন এইবার সেন্ড এ ক্লিক করুন, ফাইল কম্প্রেস হউয়া শুরু হবে। এর পর কম্প্রেস হয়ে গেলে Whatsapp লেখা আসবে ওখানে ক্লিক করলে আপনার Whatsapp লিস্ট শো হবে ওখান থেকে আপনি জাকে খুশি সেন্ড করতে পারবেন।
এইবার ডিকোড করার জন্নে “...” এর উপর ক্লিক করে যেইটা ডিকোড করতে চান সেইটা সিলেক্ট করে ডিকোড এর উপর ক্লিক করুন এইবার যেইখাতে ডিকোড করা ফাইলটি রাখতে চান সেই ফোল্ডার টি দেখিয়ে দিন ব্যাস কাজ শেষ। এইবার আপনার দেখিয়ে দেউয়া ফোল্ডার এ আপনি আপনার ফাইলটি পেয়ে যাবেন।
যারা whatsapp ব্যাবহার করেন তারা নিশ্চয়ই যানেন যে এ ফাইল সাইজ এর একটা লিমিট আছে। আমরা বড় কনো ফাইল শেয়ার করতে চাইলে File sender দিয়ে সেন্ড করা লাগে, যা অনেক ঝামেলার ব্যাপার। এই কারনে আমরা বড় সাইজের ভিডিও শেয়ার করতে পারিনা। তাই আজ আপনাদের সাথে শেয়ার করছি whastsapp+ এইটা দিয়ে আপনি বিগ সাইজ ফাইল সহজেই শেয়ার করতে পারবেন এবং এর লুক টাউ জটিল ইউস করলে বুঝবেন। এতে আর অন্যান্য সকল অপশন এড করা আছে যা আপানার whatsapp ব্যাবহারের অভিজ্ঞতাকে বাড়িয়ে দেবে। নিচে দেউয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
এবার আসি OGWhatsapp এ । এটা নিয়ে অলরেডি একটা টিউন হইছে তাই আর নতুন করে কিছু বলবনা। এটা দিয়ে আপনি একসাথে দুইটা Whatsapp ব্যাবহার করতে পারবেন। Whatsapp+ আর OGWhatsapp একসাথে ব্যাবহার করলে যদি প্রব্লেম হই তাইলে normal Whatsapp and OGWhatsapp ব্যাবহার করুন। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
গত টিউনে অনেকে আমাকে নাম্বার দিয়েছিলেন গ্রুপ এ এড হউয়ার জন্নে কিন্তু সময় সল্পতার কারনে কাউকে গ্রপে এড করতে পারিনি বলে আমি একান্ত ভাবে দুঃখিত। তবে কেউ রাগ কইরেন্না খুব সিগরই এড করে দিবনে।
আজ আসি কোন সমস্যা হলে যানাবেন। আপনাদের লাইক কমেন্টের আশাই রইলাম।
ফেসবুকে আমিঃ
হবু ইঞ্জিনিয়ার
আমি মোঃ আওয়াল-উর-রহমান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 333 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই, আমাকেও এড করে দিয়েন plz….
01680468363